২০২৪ সালের এপ্রিলে বাজারে আসার পর মাত্র দেড় বছরের মধ্যেই এথারের পরিবার-কেন্দ্রিক বৈদ্যুতিক স্কুটার এথার রিজতা ভারতজুড়ে দুই লাখ ইউনিট বিক্রির গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। ভারতের প্রতিযোগিতামূলক ই–স্কুটার বাজারে এই সময়ের মধ্যেই রিজতা কোম্পানির প্রধান বিক্রয়ভিত্তি হয়ে উঠেছে। কোম্পানির দাবি অনুযায়ী, বর্তমানে তাদের মোট বিক্রির সত্তর শতাংশেরও বেশি আসছে এই একটি স্কুটার থেকেই, যা প্রমাণ করে পরিবারের জন্য উপযোগী বৈদ্যুতিক যানবাহনের চাহিদা কত দ্রুত বাড়ছে।
দক্ষিণ থেকে উত্তর ভারতজুড়ে দ্রুত বিস্তার
বিজ্ঞাপন
বাজারে আনার সময় থেকেই রিজতাকে দক্ষিণ ভারতের বাইরে “মধ্য ভারত” ও উত্তর ভারতে প্রসারের শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কোম্পানি। এর ফলে বিক্রিতে ইতিবাচক পরিবর্তন স্পষ্টভাবে দেখা গেছে। ভাহন এবং তেলেঙ্গানা অনলাইন বিক্রির তথ্য বলছে, ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এথারের বাজার অংশীদারি ছিল ৭ শতাংশ, যা তৃতীয় প্রান্তিকে এসে ১৪ শতাংশে পৌঁছেছে। পাঞ্জাবে ৮ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশে উঠেছে, আর উত্তরপ্রদেশে ৪ শতাংশ থেকে ১০ শতাংশে পৌঁছেছে। এই পরিসংখ্যান দেখায় যে, রিজতা দ্রুতই উত্তর ও মধ্য ভারতের পরিবারভিত্তিক ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।
-1756585085615_20251212_095600356.webp)
সার্বিক বিক্রিতেও রিজতার বড় অবদান
রিজতার সাফল্যের দৌলতে এথার সার্বিকভাবে পাঁচ লাখ বৈদ্যুতিক স্কুটার বিক্রির মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের এপ্রিল থেকে কোম্পানি তাদের বিক্রয় নেটওয়ার্কও দ্রুত বিস্তার করেছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতজুড়ে এথারের অভিজ্ঞতা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৪টি। কোম্পানির শীর্ষ নেতৃত্ব জানাচ্ছে, রিজতা তাদের ব্র্যান্ডকে দক্ষিণ ভারতের প্রিমিয়াম পরিচয়ের গণ্ডি পেরিয়ে সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। এই স্কুটারই এখন কোম্পানির বড় বাজার সম্প্রসারণ, সাশ্রয়ী ভবিষ্যৎ মডেল তৈরির পরিকল্পনা এবং দ্রুত পরিবেশনা ব্যবস্থার ভিত নির্মাণ করছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ১০০ ও ২০০ টাকার পেট্রোল-অকটেন কেন ভরতে নেই জানুন
১৯ মাসে দুই লক্ষ বিক্রি — সম্ভাবনার স্পষ্ট ইঙ্গিত
মাত্র ১৯ মাসে দুই লক্ষ ইউনিট বিক্রি শুধু একটি মডেলের সাফল্য নয়; বরং এটি ভারতের বৈদ্যুতিক গতিশীলতার বাজারে পরিবার-কেন্দ্রিক পণ্যের বিপুল সম্ভাবনার প্রমাণ। রিজতা দেখিয়েছে যে ভারতীয় পরিবার ই–স্কুটার কেনার সময় প্রিমিয়াম চেহারার চেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যবহারিক সুবিধা, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি বিশ্বাসযোগ্যতাকে। তাই রিজতার সাফল্য ভবিষ্যতে দেশজুড়ে পরিবারভিত্তিক ই–স্কুটারের চাহিদা আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
এজেড

