বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজারে আসছে নতুন কিয়া সেলটোস ২০২৬ মডেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

বাজারে আসছে নতুন কিয়া সেলটোস ২০২৬ মডেল
বাজারে আসছে নতুন কিয়া সেলটোস ২০২৬ মডেল

নতুন কিয়া সেলটোস এখন আরও বড়, আরও ফিচার সমৃদ্ধ এবং আরও আকর্ষণীয় ডিজাইনে হাজির হয়েছে। কোম্পানি গাড়িটির নতুন প্রজন্ম উন্মোচন করেছে, যার দাম জানানো হবে আগামী ২ জানুয়ারি। তবে ডিজাইন থেকে শুরু করে সব প্রযুক্তিগত সুবিধাই ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ১১ ডিসেম্বর থেকে মাত্র পঁচিশ হাজার টাকা জমা দিয়েই গাড়িটি বুক করা যাবে।

পুরো নতুন ডিজাইন আর শক্তিশালী প্রতিযোগিতা


বিজ্ঞাপন


নতুন সেলটোস এখন সরাসরি টাটা সিয়েরা, হুন্ডাই ক্রেটা, মারুতি গ্র্যান্ড ভিটারা, টয়োটা হাইরাইডার, হোন্ডা এলিভেট এবং ভিক্টোরিজের মতো জনপ্রিয় গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামবে। শক্তিশালী ইঞ্জিন, বড় স্পর্শকাতর পর্দা, উন্নত নিরাপত্তা প্রযুক্তি, নতুন ক্যামেরা ব্যবস্থা এবং প্রিমিয়াম অভ্যন্তরীণ সাজসজ্জা এটিকে আগের তুলনায় অনেক এগিয়ে রেখেছে।

নতুন কী কী পরিবর্তন এসেছে কিয়া সেলটোস ২০২৬ মডেলে

এবারের সেলটোসের লুক পুরোপুরি বদলে গেছে। সামনে রয়েছে কোম্পানির জনপ্রিয় বাঘ নাকের গ্রিল, যার সঙ্গে যুক্ত করা হয়েছে খাড়া আলো। বাম্পার নতুন নকশার এবং তাতে গানমেটাল রঙের স্কিড প্লেট ব্যবহার করা হয়েছে। গাড়ির পাশের দিকে দরজার হাতল বডির সঙ্গে মিশে যায়, যা আরও আধুনিক লুক দেয়।

ছাদ অপেক্ষাকৃত চ্যাপ্টা, সঙ্গে বড় প্যানোরামিক সানরুফ, শার্ক ফিন অ্যান্টেনা এবং একীভূত পেছনের স্পয়লার। নতুন অষ্টাদশ ইঞ্চির চাকায় নতুন নকশা ব্যবহার করা হয়েছে। পেছনে সবচেয়ে বড় পরিবর্তন হলো সংযুক্ত ব্রেকলাইট, যা গাড়িকে প্রিমিয়াম এবং স্পোর্টি লুক দিয়েছে।


বিজ্ঞাপন


Kia_Seltos_SP2_PE_Snow_White_Pearl_(17)_(cropped)

গাড়িটি পাওয়া যাবে মোট দশটি রঙে। এর মধ্যে দুটি নতুন রং হলো মর্নিং হেজ (হালকা ধূসর) এবং ম্যাগমা লাল (গাঢ় লাল)।

আগের থেকে আরও বড় এবং বেশি জায়গা

২০২৬ এর নতুন সেলটোস এখন আগের তুলনায় আরও বড়। এটি তৈরি হয়েছে কিয়ার কে থ্রি প্ল্যাটফর্মে। দৈর্ঘ্য এখন চার হাজার চারশো ষাট মিলিমিটার, প্রস্থ এক হাজার আটশো ত্রিশ মিলিমিটার এবং উচ্চতা এক হাজার ছয়শো পঁয়ত্রিশ মিলিমিটার। সবচেয়ে বড় উন্নতি হলো হুইলবেস, যা আশি মিলিমিটার বৃদ্ধি পেয়ে এখন দুই হাজার ছয়শো নব্বই মিলিমিটার হয়েছে। ফলে পেছনে বসা যাত্রীদের পায়ের জায়গা অনেক বেড়েছে এবং পুরো কেবিন আরও প্রশস্ত মনে হবে।

ভেতরের কেবিন সম্পূর্ণ নতুন

অভ্যন্তরে রয়েছে সম্পূর্ণ নতুন বিলাসবহুল নকশা। ড্যাশবোর্ড দ্বৈত রঙের, সিটে ব্যবহৃত হয়েছে লেদারেট উপাদান। স্টিয়ারিং চাকা চ্যাপ্টা তলের এবং কোম্পানির লোগো পাশে সরানো হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো ত্রিশ ইঞ্চির বড় বাঁকানো ডুয়াল স্ক্রিন, যেখানে চালকের প্রদর্শন পর্দা এবং বিনোদন ব্যবস্থা একই কাঁচের মধ্যে যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: এই ৫ মডেলের ইলেকট্রিক গাড়ি সবচেয়ে নিরাপদ

এছাড়া রয়েছে দ্বৈত জোন শীতাতপ নিয়ন্ত্রণ, সামনের ঠাণ্ডা সিট, তারবিহীন চার্জিং সুবিধা, তারবিহীন অ্যানড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, মাথার উপর প্রদর্শন ব্যবস্থা, চালকের বৈদ্যুতিক সিট, সাইড মিররে মেমোরি ফিচার, আট স্পিকারের বোস শব্দ ব্যবস্থা, মুড আলো এবং পেছনের রিক্লাইনযোগ্য সিট।

নিরাপত্তায় বড় উন্নতি

গাড়িটিতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, সব চাকা ডিস্ক ব্রেক, তিনশত ষাট ডিগ্রি ক্যামেরা, বৈদ্যুতিক পার্কিং ব্রেক, লেভেল দুই উন্নত ড্রাইভ সহায়ক ব্যবস্থা যার মধ্যে রয়েছে লেন ধরে রাখার সহায়তা, অভিযোজিত গতিনিয়ন্ত্রণ, নেভিগেশন ভিত্তিক স্মার্ট ক্রুজ নিয়ন্ত্রণ। রয়েছে স্নো, কাদা ও বালির জন্য আলাদা ট্র্যাকশন মোড।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর