মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই ৫ মডেলের ইলেকট্রিক গাড়ি সবচেয়ে নিরাপদ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পিএম

শেয়ার করুন:

এই ৫ মডেলের ইলেকট্রিক গাড়ি সবচেয়ে নিরাপদ
এই ৫ মডেলের ইলেকট্রিক গাড়ি সবচেয়ে নিরাপদ

বৈদ্যুতিক গাড়ির ব্যবহার দ্রুত বাড়ছে। নতুন প্রযুক্তি, দীর্ঘ পথ চলার ক্ষমতা এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা—সব মিলিয়ে ইলেকট্রিক গাড়িগুলো এখন আরও নির্ভরযোগ্য হয়ে উঠেছে। ভারত এনসিএপি নিরাপত্তা পরীক্ষায় সম্প্রতি বেশ কিছু গাড়ি সর্বোচ্চ স্কোর পেয়ে দেশের সবচেয়ে নিরাপদ ইলেকট্রিক গাড়ির তালিকায় জায়গা করে নিয়েছে। এই তালিকায় রয়েছে টাটা এবং মাহিন্দ্রার পাশাপাশি মারুতি সুজুকির নতুন ই ভিটারা।

নিচে দেখে নিন ভারতের বাজারে সবচেয়ে নিরাপদ পাঁচটি ইলেকট্রিক গাড়ি।


বিজ্ঞাপন


১. মারুতি ই ভিটারা

মারুতি সুজুকির প্রথম বৈদ্যুতিক গাড়ি ই ভিটারা ২০২৬ সালের জানুয়ারিতে বাজারে আসবে। লঞ্চের আগেই এটি ভারত এনসিএপি ক্র্যাশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রাপ্তবয়স্ক সুরক্ষায় ৩২ এর মধ্যে ৩১.৪৯ এবং শিশু সুরক্ষায় ৪৯ এর মধ্যে ৪৩ স্কোর করেছে। নিরাপত্তার দিক থেকে এটি বর্তমানে সবচেয়ে শক্তিশালী নতুন ইভিগুলোর অন্যতম।

২. টাটা হ্যারিয়ার ইভি


বিজ্ঞাপন


টাটা মোটরসের সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ মডেলগুলোর একটি।

প্রাপ্তবয়স্ক সুরক্ষায় ৩২ এর মধ্যে ৩২ এবং শিশু সুরক্ষায় ৪৯ এর মধ্যে ৪৫ স্কোর। নিরাপত্তা পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পেয়ে এটি শীর্ষস্থান ধরে রেখেছে।

02Carorbis-Blog_What-are-the-top-5-small-electric-cars-in-India

৩. টাটা পাঞ্চ ইভি

টাটার জনপ্রিয় ছোট ইভি মডেল পাঞ্চ ইভি নিরাপত্তায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

প্রাপ্তবয়স্ক সুরক্ষায় ৩২ এর মধ্যে ৩১.৪৬ এবং শিশু সুরক্ষায় ৪৯ এর মধ্যে ৪৫ স্কোর করেছে। সাধারণ ব্যবহারকারী থেকে পরিবার—সবাইয়ের জন্য এটি নিরাপদ একটি বিকল্প।

৪. মাহিন্দ্রা এসইভি ৯ই

মাহিন্দ্রার নতুন প্রজন্মের বৈদ্যুতিক গাড়ির মধ্যে XEV ৯e সবচেয়ে নিরাপদ।

আরও পড়ুন: ১৪ লাখে স্পোর্টস কার আনছে মাহিন্দ্রা

প্রাপ্তবয়স্ক সুরক্ষায় ৩২ এর মধ্যে ৩২ এবং শিশু সুরক্ষায় ৪৯ এর মধ্যে ৪৫ স্কোর অর্জন করেছে। নিরাপত্তার ক্ষেত্রে এই গাড়িটি টাটার শীর্ষ মডেলগুলোর সমান মান ধরে রেখেছে।

৫. টাটা কার্ভ ইভি

আকর্ষণীয় নকশা এবং নিরাপদ গাড়ি হিসেবে কার্ভ ইভির অবস্থান বেশ শক্ত।

প্রাপ্তবয়স্ক সুরক্ষায় ৩২ এর মধ্যে ৩০.৮১ এবং শিশু সুরক্ষায় ৪৯ এর মধ্যে ৪৪.৮৩ স্কোর করেছে। নিরাপত্তা, নকশা ও প্রযুক্তি—তিন দিক থেকেই এটি আলোচিত একটি মডেল।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর