মাহিন্দ্রা তাদের জনপ্রিয় তিন সারির গাড়ি এক্সইউভি৭০০–এর নতুন সংস্করণ আনতে চলেছে ‘এক্সইউভি ৭এক্সও’ নামে। এক্সইউভি৩০০–কে এক্সইউভি ৩এক্সও নাম দেওয়ার ধারাবাহিকতায় এবার এক্সইউভি৭০০–এর ফেসলিফ্টও নতুন পরিচয়ে আসছে। কোম্পানির প্রকাশিত প্রথম আনুষ্ঠানিক টিজার অনুযায়ী, গাড়িটির বিশ্ব উদ্বোধন হবে ২০২৬ সালের ৫ জানুয়ারি। সম্প্রতি এক্সইভি ৯এস বৈদ্যুতিক গাড়ি উন্মোচনের মাত্র এক মাসের মধ্যেই নতুন এই মডেল আসছে। উল্লেখ্য, এক্সইউভি৭০০ মাহিন্দ্রার সর্বাধিক বিক্রিত গাড়িগুলোর একটি—লঞ্চের ৪ বছরে মডেলটির বিক্রি পেরিয়েছে ৩ লক্ষের বেশি। ফলে উদ্বোধনের কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।
মাহিন্দ্রা প্রকাশিত ১৪ সেকেন্ডের টিজারটি খুবই সংক্ষিপ্ত। তাতে দেখা গেছে নতুন আলো–যুক্ত যমজ সামনের প্রজেক্টর আলো, নতুন নকশার দিনের চলমান আলো, ধাতব আবরণসমৃদ্ধ নতুন সামনের জালি এবং পেছনে নতুন আলো–যুক্ত পেছনের বাতি। পেছনের আলোগুলোয় ব্যবহৃত হয়েছে মৌচাকের মতো নকশা, যা সম্প্রতি লঞ্চ হওয়া এক্সইভি ৯এস–এর নকশা অনুসরণ করেছে।
বিজ্ঞাপন
টিজারের শেষে স্পষ্টভাবে দেখা যায় ‘এক্সইউভি ৭এক্সও’ নামটি। তবে নতুন চাকার নকশা টিজারে দেখানো হয়নি। বাইরে পরিবর্তন মূলত সামনের ও পেছনের অংশেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি নতুন রঙও যুক্ত হতে পারে।

গাড়িটির ভেতরের সাজসজ্জা ও সুবিধায় থাকবে বড় পরিবর্তন। ছড়িয়ে পড়া পরীক্ষামূলক ছবিগুলো থেকে জানা গেছে, এক্সইউভি ৭এক্সও–তে থাকবে তিন পর্দার সমন্বিত বিন্যাস—চালকের জন্য পর্দা, প্রধান তথ্য–বিনোদন পর্দা এবং সামনের যাত্রীর জন্য আলাদা পর্দা। এছাড়া পেছনের আসনে ঠান্ডা বাতাস সরবরাহের ব্যবস্থা, ক্ষমতাসম্পন্ন ‘বস মোড’ (দ্বিতীয় সারির আসন সামনে–পেছনে সরানো ও হেলানোর ব্যবস্থা) সহ এক্সইভি ৯এস–এ থাকা একাধিক আধুনিক সুবিধা এতে ব্যবহার করা হতে পারে। ফলে ফিচারের দিক থেকে গাড়িটি আরও আধুনিক, আরামদায়ক ও বিলাসবহুল হবে।
বিজ্ঞাপন
শক্তিযন্ত্রের ক্ষেত্রে কোনো পরিবর্তন থাকছে না। বর্তমান এক্সইউভি৭০০–এর মতোই থাকবে ২.০ লিটার টার্বো–পেট্রল এবং ২.২ লিটার ডিজেল শক্তিযন্ত্র। দুই ধরনের গিয়ারবক্স—হাতে চালিত ও স্বয়ংক্রিয়—উভয়ই পাওয়া যাবে। অর্থাৎ পারফরম্যান্স একই থাকবে, তবে নকশা ও ফিচারে আসবে প্রয়োজনীয় নতুনত্ব।
সম্ভাব্য দামের ক্ষেত্রেও মাহিন্দ্রার আগ্রাসী মূল্যনীতি বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। এক্সইউভি ৭এক্সও–এর দাম ১৪ লাখ রুপি থেকে ২৪.৫০ লাখ রুপি (প্রদর্শনী মূল্য) হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমান এক্সইউভি৭০০–এর দামের সঙ্গে তেমন বড় পার্থক্য থাকবে না। জনপ্রিয়তার কথা বিবেচনায় নিয়ে মাহিন্দ্রা এই নতুন সংস্করণটিকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে। তাই ২০২৬ সালের ৫ জানুয়ারির জন্য এখন অপেক্ষায় গোটা গাড়িপ্রেমী দুনিয়া।
এজেড

