জার্মান প্রিমিয়াম গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ তাদের জনপ্রিয় কমপ্যাক্ট বহুমুখী গাড়ি জিএলবি মডেলের নতুন সংস্করণ উন্মোচন করেছে। আগের ইকিউবি মডেলের সব সুযোগ সুবিধা ধরে রেখে এবার পুরো নকশা ও প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শুরুতেই বাজারে আসছে ২টি পূর্ণ ব্যাটারি চালিত সংস্করণ। পরে আসবে হালকা সংকরশক্তি ও পেট্রল কমবাইন সংস্করণ।
নতুন সংস্করণের বৈশিষ্ট্য
বিজ্ঞাপন
নতুন জিএলবি মডেলটি ৫ আসন ও ৭ আসন উভয় বিন্যাসেই পাওয়া যাবে। ফলে পরিবার কিংবা বড় দলে ভ্রমণকারীদের জন্য এটি বিশেষ উপযোগী হবে।
প্রথম ব্যাটারি চালিত সংস্করণটি হল জিএলবি ২৫০ প্লাস মডেল। এতে থাকবে একক পেছনের মোটর যা ২৬৮ অশ্বশক্তি সামর্থ্য, যা ৩৩৪ নিউটন মিটার ঘূর্ণনসামর্থ্য উৎপাদন করে। ৮৫ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি ও ৮০০ ভোল্ট বিদ্যুৎ কাঠামো ব্যবহার করায় গাড়িটি ০ থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র ৭.৪ সেকেন্ড। একবার চার্জে সম্ভাব্য চলার দূরত্ব ৬৩০ কিলোমিটার বলে জানায় প্রতিষ্ঠানটি।
দ্বিতীয় সংস্করণটি হল জিএলবি ৩৫০ ফোরমেটিক। এতে সামনে ও পেছনে ২টি মোটর ব্যবহারে তৈরি হয়েছে ফোর হুইল চালিত ব্যবস্থা। মিলিত সামর্থ্য ৩৪৯ অশ্বশক্তি এবং ঘূর্ণনসামর্থ্য ৫১৫ নিউটন মিটার। এই সংস্করণ ০ থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে শুধুই ৫.৫ সেকেন্ডে। একবার চার্জে চলতে পারবে ৬১৪ কিলোমিটার। ৮৫ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারি সম্বলিত এই গাড়ি ২ টন পর্যন্ত ওজন টানতে সক্ষম।
উভয় সংস্করণেই থাকবে ৩২০ কিলোওয়াট পর্যন্ত দ্রুত চার্জ সুবিধা। যা মাত্র ১০ মিনিটে প্রায় ২৬০ কিলোমিটার চলার শক্তি ফিরিয়ে দিতে পারে।
বিজ্ঞাপন
নকশা ও বাহ্যিক রূপ
নতুন জিএলবি মডেলের সামনে বড় আকৃতির গ্রিল এবং আধুনিক নকশার হেডলাইট ব্যবহার করা হয়েছে। দিনের আলোতে জ্বলতে থাকা তারা আকৃতির চলমান আলোর রেখা এটিকে আরও আলাদা পরিচয় দেবে। পেছনে থাকবে প্রশস্ত আলো ব্যান্ড যা দুই দিকের লাইটকে যুক্ত করে একটানা আলো তৈরি করবে। সামগ্রিকভাবে নতুন নকশায় গাড়িটি আরও আধুনিক ও প্রিমিয়াম রূপ ধারণ করেছে।

অভ্যন্তরীণ সাজসজ্জা ও প্রযুক্তি
গাড়ির অভ্যন্তর মার্সিডিজের সর্বশেষ সাজসজ্জার ধারায় তৈরি। চাইলে পাওয়া যাবে সুপার পর্দা নামে বিশেষ ডিসপ্লে প্যাকেজ যেখানে রয়েছে ১০.২৫ ইঞ্চির যন্ত্রপাতি পর্দা, ১৪ ইঞ্চির প্রধান তথ্য বিনোদন পর্দা এবং সামনের যাত্রীর জন্য আলাদা ১৪ ইঞ্চির পর্দা। পুরো ব্যবস্থা চালাবে ৪র্থ প্রজন্মের এমবিইউএক্স সফটওয়্যার এবং থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ ভার্চুয়াল সহকারী।
কেবিন এখন আরও প্রশস্ত। চাকা থেকে চাকার দূরত্ব বেড়েছে ৬০ মিলিমিটার। ৭ আসন বিন্যাসে আরাম বেড়েছে, আর দ্বিতীয় সারিতে রয়েছে সরানোর সুবিধা। নিরাপদে ৫টি শিশুর আসন বসানো যাবে। ৫ আসন বিন্যাসে বোঝাই ধারণক্ষমতা ৫৪০ লিটার এবং ৭ আসনে তৃতীয় সারি ভাঁজ করলে ধারণক্ষমতা ৪৮০ লিটার। সামনে থাকবে আরও ১২৭ লিটারের ছোট সামনের ডালা। প্যানোরামিক কাচের ছাদ মানসম্মত সুবিধা হিসেবে থাকছে এবং চাইলে তারা আকৃতির আলোকসজ্জা যুক্ত করা যাবে।
আরও পড়ুন: প্রাইভেট কারের কোন ফিচারের কী কাজ জানেন না অনেকেই
জার্মানিতে জিএলবি ২৫০ প্লাস মডেলের দাম শুরু হয়েছে ৫৯০৪৮ ইউরো থেকে। আর জিএলবি ৩৫০ ফোরমেটিক মডেলের দাম শুরু ৬২১৭৮ ইউরো থেকে। ভারতীয় বাজারে কবে আসবে কিংবা দাম কত হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে এই মডেলটি বর্তমান ইকিউবি মডেলের তুলনায় কিছুটা কম দামে পাওয়া যাবে। ইকিউবি মডেলের এক্স শোরুম মূল্য প্রায় ৭২ লাখ রুপি।
নতুন মার্সিডিজ বেঞ্জ জিএলবি কেবল নতুন একটি বহুমুখী গাড়ি নয়, বরং কোম্পানির বৈদ্যুতিক প্রযুক্তি ও আধুনিক বিলাসিতার সমন্বয়ের চমৎকার উদাহরণ। দীর্ঘ চলার সক্ষমতা, শক্তিশালী পারফরম্যান্স, আরামদায়ক কেবিন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত প্রযুক্তি একে পরিবারমুখী ক্রেতা ও বহুমুখী গাড়িপ্রেমীদের জন্য আকর্ষণীয় বিকল্প করে তুলবে। ভারতীয় বাজারে সঠিক সময়ে এলে ৫ আসন ও ৭ আসন বৈদ্যুতিক বহুমুখী গাড়ির বাজারে বড় পরিবর্তন আনতে পারে।
এজেড

