মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরো ২০০ সিসির অফরোড মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

হিরো ২০০ সিসির অফরোড মোটরসাইকেল আনল

বাংলাদেশের বাজারে এলো হিরো এক্সপালস ২০০ ফোরভি মডেলের মোটরসাইকেল। নতুন হেডলাইট ডিজাইন এবং বাড়তি রাইডিং মোড পাওয়া যাবে এই এডিশনে।

বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ হওয়ার ফলে এই বাইক এখন দুর্দান্ত অফ-রোডিংয়ে বাইকে পরিণত হয়েছে। এর আগে একাধিক বাইকের ভোল বদলেছে হিরো মটোকর্প। এই লাইনআপে নতুন মডেল এখন হিরো এক্সপালস।


বিজ্ঞাপন


হিরো এক্সপালসের হেডলাইট আগের থেকে বদলেছে, আরও উজ্জ্বল হয়েছে বাইকের এলইডি হেডলাইট। যোগ হয়েছে নতুন সুইচগিয়ার যা বেশ প্রিমিয়াম লুক দেবে মোটরসাইকেলটিকে। হেডলাইটের পাশাপাশি হ্যান্ড গার্ডও পরিবর্তন করেছে সংস্থা।

আরও পড়ুন: মোটরসাইকেল গিয়ারে রেখে ইঞ্জিন চালু করা কি ঠিক

এই মোটরবাইকে এবার থেকে পাওয়া যাবে ২০০ সিসি ওবিডি ২ এবং ই২০ ইঞ্জিন যা সর্বোচ্চ ১৯.১ ব্রেক হর্সপাওয়ার এবং ১৭.৩৫ এনএম টর্ক তৈরি করে। বাইকের আরও একটি চমক তিনটি রাইডিং মোড - রোড, অফ-রোড এবং র‌্যালি। এছাড়া ব্রেকিংয়ের জন্য মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।

hero-xpluse-200-2


বিজ্ঞাপন


এসব ছাড়াও বদলেছে বাইকের ফুটপেগ। ৩৫ মিলিমিটার কমেছে ফুটপেগ। এর ফলে রাইডারের কাছে আরও বেশি স্পেস তৈরি হবে। নতুন হিরো এক্সপালসের ইউএসবি চার্জার সরানো হয়েছে ককপিটের কাছে। বাইকে নতুন করে যে অফ রোড এবং র‌্যালি মোড দেওয়া হয়েছে এগুলোর সুবিধা হল প্রথমটি চালু করলে এবিএস সংযোগ কমে যাবে এবং দ্বিতীয়টি চাপলে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবিএস।

একাধিক নতুন রঙে যেমন - ম্যাট নেক্সাস ব্লু, টেকনো ব্লু এবং ব্ল্যাক স্পোর্টস রেড রঙে বাইকটি কেনা যাবে। এটির দুরকম ভেরিয়েন্ট বিক্রি হবে বাজারে - বেস ভেরিয়েন্ট এবং টপ এন্ড বা প্রো ভেরিয়েন্ট। যেখানে থাকবে র‌্যালি এডিশন গ্রাফিক্স যা বাইকটি আরও নান্দনিক করে তুলবে বলে মত সংস্থার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর