সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরো আনছে শক্তিশালী ইঞ্জিনের বাইক, টেক্কা দেবে রয়েল এনফিল্ডকে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম

শেয়ার করুন:

হিরো আনছে শক্তিশালী ইঞ্জিনের বাইক, টেক্কা দেবে রয়েল এনফিল্ডকে

ভারতের দুই চাকার বাজারে আবারও আলোচনায় হিরো মোটোকর্প। হার্লে ডেভিডসনের সঙ্গে সহযোগিতায় প্রতিষ্ঠানটি আনতে চলেছে সম্পূর্ণ নতুন 440cc মোটরসাইকেল। এটি শক্তিশালী ইঞ্জিনযুক্ত হলেও বাজেট শ্রেণির গ্রাহকদের জন্য সাশ্রয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

হিরোর নতুন পরিকল্পনা


বিজ্ঞাপন


হিরো মোটোকর্প বর্তমানে ভারতের সবচেয়ে বড় টু হুইলার প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তাদের তালিকায় রয়েছে অসংখ্য বাজেট মোটরসাইকেল যার দেশে বিশাল চাহিদা আছে। এবার যুক্তরাষ্ট্রের হার্লে ডেভিডসনের সঙ্গে যৌথভাবে তৈরি 440cc ইঞ্জিনের একটি নতুন বাইক আনার ঘোষণা তাদের কৌশলে বড় পরিবর্তন আনবে।

হার্লে ডেভিডসন ইতিমধ্যেই তাদের 440cc প্ল্যাটফর্ম বিস্তারের কাজ করছে। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বর মাসে এই প্ল্যাটফর্মভিত্তিক নতুন মোটরসাইকেল বাজারে আসবে। এটি হবে একই ইঞ্জিন ও ডিজাইনের তৃতীয় মডেল যা বর্তমানে হার্লে ডেভিডসন X440 এবং হিরো Maverick 440–এ ব্যবহার হচ্ছে।

440cc লং স্ট্রোক ইঞ্জিন

নতুন বাইকে ব্যবহার করা হবে 440cc লং স্ট্রোক এক সিলিন্ডার এয়ার অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন ৬০০০ আরপিএম গতিতে ২৭.৩৭ পিএস শক্তি শক্তি এবং ৪০০০ আরপিএম গতিতে ৩৮ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ৬ গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এর প্রায় ৯০ শতাংশ টর্ক  ২০০০ আরপিএম থেকেই পাওয়া যায়।


বিজ্ঞাপন


Harley-Davidson-X-440-hero4

ফলে শহরে চলাচল কিংবা দীর্ঘ মহাসড়কে আরামদায়ক গতিতে ক্রুজিং উভয় ক্ষেত্রেই বাইকটি চমৎকার পারফরম্যান্স দেবে।

Harley X440 এবং Hero Maverick 440

2023 সালে বাজারে আসে হার্লে ডেভিডসন X440। এটি তৈরি হয়েছিল হিরো মোটোকর্পের সহযোগিতায়। বাইকটি হার্লের সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে জনপ্রিয় হয়। এতে নিও রেট্রো রোডস্টার ডিজাইন, ট্রেলিস ফ্রেম, টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক এবং গোলাকার এলইডি হেডল্যাম্প ছিল। এর দাম শুরু হয় ভারতে ২ লাখ ৩৯ হাজার রুপি থেকে।

হিরোর নিজস্ব সংস্করণ Maverick 440 একই ইঞ্জিন ও বেসিক চ্যাসিস ব্যবহার করলেও ডিজাইনে আলাদা। এটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এবং দাম ২ লাখ রুপি থেকে সোয়া দুই লাখ রুপি পর্যন্ত। এটি সেই ক্রেতাদের জন্য যারা 440cc শক্তির বাইক চান কিন্তু হার্লের ব্যাজ চান না।

আসছে আরেকটি 440cc মডেল

হিরো আরেকটি নতুন 440cc মোটরসাইকেল আনার সিদ্ধান্ত নিয়েছে। এতে ধরে নেওয়া হচ্ছে যে তারা এই সিসি শ্রেণিতে আরও বাজার সম্ভাবনা দেখছে। নতুন মডেলটি স্ক্র্যাম্বলার স্টাইল, অ্যাডভেঞ্চার ট্যুরিং বা রাস্তা কেন্দ্রিক সম্পূর্ণ নতুন ডিজাইনে আসতে পারে।

আরও পড়ুন: হার্লে ডেভিডসন মোটরসাইকেলের দাম কমল

440cc ইঞ্জিনের জনপ্রিয়তার কারণ

বিশেষজ্ঞদের মতে 440cc ইঞ্জিন শক্তি ও নিয়ন্ত্রণের দিক থেকে আদর্শ ভারসাম্য তৈরি করে। এতে রয়েছে হাইওয়েতে শক্তিশালী গতি, সহজ ওভারটেকিং এবং শহরে নিয়ন্ত্রণযোগ্যতা। যারা ১৫০ সিসি বা ২৫০ সিসি বাইক থেকে উন্নত মডেলে উঠতে চান তাদের জন্যও এটি উপযোগী। একই সঙ্গে এটি এন্ট্রি লেভেল এবং দামি ৫০০ সিসি বাইকের মাঝামাঝি একটি সুবিধাজনক শ্রেণি তৈরি করে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর