ভারতের বাজারে নতুন হার্লে-ডেভিডসন X440 T-এর আনুষ্ঠানিক আগমনের পর স্ট্যান্ডার্ড X440 মডেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। এর ফলে ভারতের রাইডাররা এখন নির্দিষ্ট ভ্যারিয়েন্ট সর্বোচ্চ ২৫ হাজার রুপি পর্যন্ত কম দামে কিনতে পারবেন। প্রিমিয়াম ব্র্যান্ডের মোটরসাইকেল আরও সহজলভ্য করতে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
বেস ভ্যারিয়েন্ট বন্ধ, নতুন এন্ট্রি মডেল Vivid
হার্লে-ডেভিডসন জানিয়েছে যে X440-এর বেস ভ্যারিয়েন্ট ‘ডেনিম’ বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। পর্যাপ্ত সাড়া না পাওয়ায় এবং ফিচার তালিকা অপেক্ষাকৃত সাধারণ হওয়ায় এটি বন্ধ করা হয়েছে। এর ফলে এখন থেকে ভিভিড ভ্যারিয়েন্ট হবে ভারতের বাজারে হার্লে-ডেভিডসনের সবচেয়ে সস্তা এন্ট্রি পয়েন্ট। নতুন ভ্যারিয়েন্ট কাঠামো ব্র্যান্ডের সামগ্রিক প্রিমিয়াম ইমেজকে আরও শক্তিশালী করবে।
নতুন মূল্য তালিকা
দাম কমানোর পর ভিভিড ভ্যারিয়েন্টের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৩৪,৫০০ রুপি (এক্স-শোরুম)। অন্যদিকে এস ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২,৫৪,৯০০ রুপি মূল্যে। দাম হ্রাসের ফলে মিডওয়েট সেগমেন্টে হার্লে-ডেভিডসন X440 এখন আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছেছে।
বিজ্ঞাপন

ইঞ্জিন ও পারফরম্যান্স অপরিবর্তিত
মূল্যে পরিবর্তন এলেও ইঞ্জিন বা পারফরম্যান্সে কোনো বদল আনা হয়নি। আগের মতোই এই মডেলে রয়েছে ৪৪০ সিসি এয়ার ও অয়েল-কুল্ড লং-স্ট্রোক ইঞ্জিন, যা ২৭ বিহচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে যুক্ত ছয়-গতির গিয়ারবক্স শহর ও হাইওয়েতে মসৃণ ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেয়। মোটরসাইকেলটিতে সামনে আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং পিছনে টুইন শক ব্যবহার করা হয়েছে, যা স্থিতিশীলতা ও আরামের মাত্রা বাড়ায়। ১৮-ইঞ্চি সামনের এবং ১৭-ইঞ্চি পিছনের অ্যালয় চাকা রাস্তায় গ্রিপ আরও ভালো নিশ্চিত করে।
বাজারে প্রতিযোগিতা আরও তীব্র
রয়্যাল এনফিল্ড, ট্রায়াম্ফ, হিরো—সব ব্র্যান্ডের মধ্যে মিডওয়েট মোটরসাইকেল সেগমেন্টে বর্তমানে প্রতিযোগিতা তুঙ্গে। সেখানে হার্লে-ডেভিডসনের এই মূল্য হ্রাস কৌশল X440-কে আরও আকর্ষণীয় বিকল্প হিসেবে সামনে এনেছে। বিশেষ করে কম দামে প্রিমিয়াম ব্র্যান্ডের অভিজ্ঞতা নিতে আগ্রহী রাইডারদের কাছে এটি বড় সুবিধা হয়ে আসবে। নতুন ডিজাইন আপডেটসহ X440 T ইতিমধ্যেই বাজারে ইতিবাচক সাড়া পেয়েছে, আর স্ট্যান্ডার্ড X440-এর দাম কমায় বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আরও পড়ুন: হার্লে-ডেভিডসনের নতুন প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে
ভারতে হার্লে-ডেভিডসন প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। এখন আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে প্রিমিয়াম আমেরিকান মোটরসাইকেলের অভিজ্ঞতা।
এজেড

