ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে নতুন হার্লে-ডেভিডসন X440 T। আগের মডেলের সবচেয়ে বেশি সমালোচিত অংশ ছিল টেইল সেকশন বা পেছনের ডিজাইন। সেই সমস্যার বড় সমাধান নিয়ে হাজির হয়েছে X440 T। নতুন করে সাব-ফ্রেম ও টেইল সেকশনের ডিজাইন করা হয়েছে, যার ফলে বাইকটির সামগ্রিক লুক এখন আরও প্রিমিয়াম, ব্যালেন্সড এবং আকর্ষণীয় হয়েছে। বাইকটি চারটি রঙে পাওয়া যাবে—পার্ল নীল, পার্ল লাল, পার্ল সাদা এবং ভিভিড কালো। একমাত্র ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ২.৭৯ লাখ রুপি এক্স-শোরুম।
বিজ্ঞাপন
ফিচারের দিক থেকেও এসেছে বড় আপগ্রেড। X440 T-তে যুক্ত হয়েছে রাইড-বাই-ওয়্যার থ্রটল প্রযুক্তি, যা থ্রটল রেসপন্সকে আরও সুনির্দিষ্ট করে। পাশাপাশি রয়েছে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল এবং সুইচেবল রিয়ার এবিএস, যা বিভিন্ন রাস্তায় রাইডিংকে আরও নিরাপদ করে তোলে। নতুন করে যুক্ত হয়েছে দুটি রাইড মোড—রোড ও রেইন, ফলে বৃষ্টির দিনে বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হিসেবে যুক্ত হয়েছে সেগমেন্টের প্রথম প্যানিক ব্রেকিং অ্যালার্ট সিস্টেম, যেখানে জরুরি ব্রেক প্রয়োগ করলে বাইকের সব ইন্ডিকেটর স্বয়ংক্রিয়ভাবে ব্লিঙ্ক করে পেছনের গাড়িগুলোকে সতর্ক বার্তা দেয়। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে।

মেকানিক্যাল দিক থেকে এই মডেলটি আগের X440-এর মতোই রাখা হয়েছে। এতে রয়েছে ৪৪০ সিসি এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন, যা ২৭ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে যুক্ত ছয়-গতির গিয়ারবক্স হাইওয়ে রাইডিংকে করে তোলে আরও আরামদায়ক। যদিও ইঞ্জিনের আউটপুট অপরিবর্তিত আছে, তবুও রাইড-বাই-ওয়্যার ও ট্র্যাকশন কন্ট্রোলের সংযোজন রাইডিং অভিজ্ঞতাকে আরও মসৃণ ও উন্নত করেছে।
নতুন হার্লে-ডেভিডসন X440 T-এর বুকিং শুরু হবে ৭ ডিসেম্বর থেকে। হার্লে-ডেভিডসন ও হিরো প্রিমিয়া ডিলারশিপের মাধ্যমে সারা ভারতের গ্রাহকেরা বুকিং করতে পারবেন। খুব শিগগিরই এর ডেলিভারিও শুরু হবে বলে জানিয়েছে কোম্পানি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: টিভিএস ২২৫ সিসির নতুন মোটরসাইকেল আনল
ডিজাইনের দুর্বলতা কাটিয়ে আরও আধুনিক ফিচার যুক্ত করে X440 T মিডওয়েট সেগমেন্টে শক্তিশালী অবস্থান নিতে চলেছে। আকর্ষণীয় দাম, প্রিমিয়াম স্টাইল এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে এই মডেলটি ভারতীয় রাইডারদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এজেড

