শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজাজ ১৬০ সিসির নতুন পালসার আনল, দাম সোয়া লাখ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

বাজাজ ১৬০ সিসির নতুন পালসার আনল, দাম সোয়া লাখ
বাজাজ ১৬০ সিসির নতুন পালসার আনল, দাম সোয়া লাখ।

বাজাজ সম্প্রতি তাদের জনপ্রিয় নেকেড বাইক পালসার এন ১৬০-এর একটি নতুন সংস্করণ বাজারে এনেছে। আগের মতোই বাইকের মেকানিক্যাল অংশ অপরিবর্তিত রাখা হয়েছে। এতে আগের সেই ১৬৪.৮২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনই রয়েছে, যা ৮ হাজার ৭৫০ আরপিএম গতিতে ১৬ হর্সপাওয়ার ক্ষমতা এবং ৬ হাজার ৭৫০ আরপিএম গতিতে ১৪.৬৫ এনএম টর্ক উৎপাদন করে। তবে পরিবর্তন এসেছে সিট ও সামনের সাসপেনশনে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে একটানা লম্বা সিট এবং সোনালি রঙের উল্টো দিক থেকে চাপ নেওয়া সামনের সাসপেনশন (ইউএসডি ফর্ক)।

বাজাজ জানিয়েছে, আগের স্প্লিট সিট ও ইউএসডি ফর্ক থাকা মডেলটি ভালো সাড়া পেলেও অনেক ক্রেতা একদিকে উল্টো দিক থেকে চাপ নেওয়া সাসপেনশন চান, আবার অন্যদিকে একটানা সিটও পছন্দ করেন। সেই চাহিদা থেকেই নতুন সংস্করণ বাজারে আনা হয়েছে।


বিজ্ঞাপন


নতুন সংস্করণ যুক্ত হওয়ায় এখন পালসার এন ১৬০-এর মোট চারটি সংস্করণ পাওয়া যাচ্ছে। নতুন মডেলটির দাম আগের স্প্লিট সিট ও ইউএসডি ফর্ক সংস্করণের তুলনায় কম রাখা হয়েছে, যা অনেক গ্রাহকের কাছে আকর্ষণীয় হবে।

নতুন সংস্করণের দাম রাখা হয়েছে ভারতে অন রোড ১ লাখ ২৪ হাজার রুপি। বাইকটির জন্য চারটি রঙের অপশন রয়েছে: পার্ল মেটালিক সাদা, রেসিং লাল, পোলার স্কাই নীল এবং কালো।

বর্তমান ভ্যারিয়েন্ট ও দাম

পালসার এন ১৬০ বর্তমানে নিচের সংস্করণগুলোতে পাওয়া যাচ্ছে:


বিজ্ঞাপন


সিঙ্গেল সিট ও টুইন ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস।

সিঙ্গেল সিট ও উল্টো দিক থেকে চাপ নেওয়া সাসপেনশন (নতুন) দাম ১ লাখ ২৪ হাজার রুপি।

স্প্লিট সিট ও উল্টো দিক থেকে চাপ নেওয়া সাসপেনশন।

bajaj

আগে পুরো এন ১৬০ মডেলের অন রোড দাম ছিল প্রায় ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৪১ হাজার রুপির মধ্যে। নতুন সংস্করণ সেই মানের তুলনায় সাশ্রয়ী হওয়ায় এটি বাইকপ্রেমীদের জন্য একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে।

কেন নতুন সংস্করণটি গুরুত্বপূর্ণ

যারা একটানা সিট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, একই সঙ্গে উন্নতমানের সামনের সাসপেনশন চান, তাদের জন্য এই নতুন সংমিশ্রণটি প্রথমবারের মতো এসেছে। বাইকটি শহর ও শহরতলির যাতায়াত, দৈনন্দিন ব্যবহার এবং মাঝারি দূরত্বের ভ্রমণে ভালো পারফরম্যান্স দেবে।

ইঞ্জিন অপরিবর্তিত থাকায় আগের মতোই এটি জ্বালানি সাশ্রয়ী এবং কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন। বাজেটের মধ্যে নির্ভরযোগ্য নেকেড বাইক খুঁজে থাকলে নতুন পালসার এন ১৬০ একটি ভালো বিকল্প হতে পারে।

আরও পড়ুন: হোন্ডা ১২৫ সিসির নতুন মোটরসাইকেল আনল

এই আপডেটের ফলে ভারতের নেকেড ও স্ট্রিট বাইক বাজারে আরও প্রতিযোগিতা তৈরি হয়েছে। ক্রেতারা এখন নিজেদের পছন্দ ও বাজেট অনুযায়ী আরও সহজে উপযুক্ত মডেল বেছে নিতে পারবেন।

যারা একক সিট পছন্দ করেন এবং বাজেট ও পারফরম্যান্সকে গুরুত্ব দেন, তাঁদের জন্য নতুন পালসার এন ১৬০ নিঃসন্দেহে আকর্ষণীয় একটি মডেল। শহর ও গ্রাম—দুই পরিবেশেই এটি ভালো ভারসাম্য ধরে রাখতে সক্ষম হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর