মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইলেকট্রিক স্কুটারের বাজারে রাজত্ব করবে এই কোম্পানি!

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

ইলেকট্রিক স্কুটারের বাজারে রাজত্ব করবে এই কোম্পানি
জনপ্রিয় ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা সিম্পেল এনার্জি তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের (Simple Electric Scooter) ডিজাইন পেটেন্ট ফাইল করেছে।

ভারতের জনপ্রিয় ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা সিম্পেল এনার্জি তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের (Simple Electric Scooter) ডিজাইন পেটেন্ট ফাইল করেছে। এই নতুন ডিজাইন পেটেন্টটি ভারতের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে জমা হয়েছে, যা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে কোম্পানি এবার আরও ফ্যামিলি-বান্ধব একটি স্কুটার নিয়ে আসতে চলেছে। ছবিতে দেখা গিয়েছে যে এই নতুন মডেলটি একেবারে নতুন ডিজাইন দর্শনের উপর ভিত্তি করে তৈরি, যা আধুনিক স্টাইলের সঙ্গে সরলতা ও ব্যবহারিকতার সুন্দর সংমিশ্রণ ঘটাবে। আশা করা যাচ্ছে স্কুটারটি বাজারে রাজত্ব করবে।

সিম্পেল ইলেকট্রিক স্কুটার


বিজ্ঞাপন


পেটেন্ট ইমেজ অনুযায়ী, এই নতুন ইলেকট্রিক স্কুটারের ডিজাইন হবে আধুনিক অথচ ছিমছাম। স্কুটারটিতে থাকবে স্লিক এলইডি হেডল্যাম্প, ইন্টিগ্রেটেড এলইডি ডিআরএল সিগনেচার, এবং টার্ন ইন্ডিকেটরসহ হেডল্যাম্প ন্যাসেল, যা একে স্টাইলিশ লুক দেবে। বডি প্যানেলগুলো হবে একেবারে স্মুথ ও মিনিমালিস্টিক, যা ফ্যামিলি সেগমেন্টের জন্য একদম উপযুক্ত। সিট ডিজাইনও উল্লেখযোগ্য — এটি হবে লম্বা কিন্তু সামান্য স্টেপড, যাতে রাইডার ও পিলিয়ন উভয়েরই আরাম বজায় থাকে।

সিম্পল এনার্জির বর্তমান ফ্ল্যাগশিপ স্কুটার সিম্পেল ওয়ান তার পারফরম্যান্স ও দীর্ঘ রেঞ্জের জন্য ইতিমধ্যেই বাজারে জনপ্রিয়। তবে এই নতুন স্কুটারটি কোম্পানির এন্ট্রি-লেভেল বা মিড-সেগমেন্ট ফ্যামিলি স্কুটার হিসেবে বাজারে আসতে পারে। এর ডিজাইন থেকে বোঝা যাচ্ছে যে এটি শহুরে ও দৈনন্দিন ব্যবহারের জন্যই মূলত তৈরি হবে, যেখানে স্টাইলের পাশাপাশি থাকবে ব্যবহারিকতা।

নতুন প্ল্যাটফর্ম ও সম্ভাব্য ফিচার

যদিও কোম্পানি এখনও পর্যন্ত এই স্কুটারের স্পেসিফিকেশন, ব্যাটারি ক্ষমতা বা মোটর আউটপুট নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি, তবে অনুমান করা হচ্ছে যে এটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে তৈরি হবে। এই নতুন প্ল্যাটফর্মটি সিম্পল এনার্জি-এর পরবর্তী প্রজন্মের প্রোডাক্টগুলির ভিত্তি হতে পারে, যা উন্নত এনার্জি এফিসিয়েন্সি ও লাইটওয়েট কনস্ট্রাকশন নিশ্চিত করবে।


বিজ্ঞাপন


এই স্কুটারে থাকা সম্ভাব্য ফিচারগুলোর মধ্যে থাকতে পারে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্ট কনেক্টিভিটি অপশন, রিভার্স মোড, এবং রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। যেহেতু এটি ফ্যামিলি সেগমেন্টের জন্য পরিকল্পিত, তাই এর রেঞ্জ সম্ভবত ১০০-১২০ কিলোমিটার এর মধ্যে থাকবে এবং টপ স্পিড হবে প্রায় ৭০-৮০ কিমি/ঘণ্টা।

রিপোর্ট অনুযায়ী, নতুন সিম্পেল ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ হতে পারে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে, অর্থাৎ জুন বা জুলাই মাসের দিকে। এটি সিম্পেল ওয়ানের নিচে অবস্থান করবে এবং দামের দিক থেকে হবে আরও সাশ্রয়ী। আশা করা হচ্ছে এর এক্স-শোরুম মূল্য ৯০,০০০ থেকে ১.১০ লাখ রুপির মধ্যে রাখা হবে, যাতে মধ্যবিত্ত ক্রেতাদের কাছেও এটি আকর্ষণীয় বিকল্প হয়ে ওঠে।

সব মিলিয়ে, সিম্পেল এনার্জির এই নতুন পদক্ষেপ ইলেকট্রিক স্কুটার বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে। আধুনিক ডিজাইন, ফ্যামিলি-বান্ধব ফিচার এবং তুলনামূলক কম দামের সংমিশ্রণে এই স্কুটারটি হতে পারে ভারতের দ্রুত বাড়তে থাকা ইভি বাজারের আরেকটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

scooter2

ইলেকট্রিক স্কুটারের বাজারে রাজত্ব করবে এই কোম্পানি

ভারতের জনপ্রিয় ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা সিম্পেল এনার্জি তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের (Simple Electric Scooter) ডিজাইন পেটেন্ট ফাইল করেছে। এই নতুন ডিজাইন পেটেন্টটি ভারতের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে জমা হয়েছে, যা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে কোম্পানি এবার আরও ফ্যামিলি-বান্ধব একটি স্কুটার নিয়ে আসতে চলেছে। ছবিতে দেখা গিয়েছে যে এই নতুন মডেলটি একেবারে নতুন ডিজাইন দর্শনের উপর ভিত্তি করে তৈরি, যা আধুনিক স্টাইলের সঙ্গে সরলতা ও ব্যবহারিকতার সুন্দর সংমিশ্রণ ঘটাবে। আশা করা যাচ্ছে স্কুটারটি বাজারে রাজত্ব করবে।

সিম্পেল ইলেকট্রিক স্কুটার

পেটেন্ট ইমেজ অনুযায়ী, এই নতুন ইলেকট্রিক স্কুটারের ডিজাইন হবে আধুনিক অথচ ছিমছাম। স্কুটারটিতে থাকবে স্লিক এলইডি হেডল্যাম্প, ইন্টিগ্রেটেড এলইডি ডিআরএল সিগনেচার, এবং টার্ন ইন্ডিকেটরসহ হেডল্যাম্প ন্যাসেল, যা একে স্টাইলিশ লুক দেবে। বডি প্যানেলগুলো হবে একেবারে স্মুথ ও মিনিমালিস্টিক, যা ফ্যামিলি সেগমেন্টের জন্য একদম উপযুক্ত। সিট ডিজাইনও উল্লেখযোগ্য — এটি হবে লম্বা কিন্তু সামান্য স্টেপড, যাতে রাইডার ও পিলিয়ন উভয়েরই আরাম বজায় থাকে।

সিম্পল এনার্জির বর্তমান ফ্ল্যাগশিপ স্কুটার সিম্পেল ওয়ান তার পারফরম্যান্স ও দীর্ঘ রেঞ্জের জন্য ইতিমধ্যেই বাজারে জনপ্রিয়। তবে এই নতুন স্কুটারটি কোম্পানির এন্ট্রি-লেভেল বা মিড-সেগমেন্ট ফ্যামিলি স্কুটার হিসেবে বাজারে আসতে পারে। এর ডিজাইন থেকে বোঝা যাচ্ছে যে এটি শহুরে ও দৈনন্দিন ব্যবহারের জন্যই মূলত তৈরি হবে, যেখানে স্টাইলের পাশাপাশি থাকবে ব্যবহারিকতা।

নতুন প্ল্যাটফর্ম ও সম্ভাব্য ফিচার

যদিও কোম্পানি এখনও পর্যন্ত এই স্কুটারের স্পেসিফিকেশন, ব্যাটারি ক্ষমতা বা মোটর আউটপুট নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি, তবে অনুমান করা হচ্ছে যে এটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে তৈরি হবে। এই নতুন প্ল্যাটফর্মটি সিম্পল এনার্জি-এর পরবর্তী প্রজন্মের প্রোডাক্টগুলির ভিত্তি হতে পারে, যা উন্নত এনার্জি এফিসিয়েন্সি ও লাইটওয়েট কনস্ট্রাকশন নিশ্চিত করবে।

এই স্কুটারে থাকা সম্ভাব্য ফিচারগুলোর মধ্যে থাকতে পারে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্ট কনেক্টিভিটি অপশন, রিভার্স মোড, এবং রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। যেহেতু এটি ফ্যামিলি সেগমেন্টের জন্য পরিকল্পিত, তাই এর রেঞ্জ সম্ভবত ১০০-১২০ কিলোমিটার এর মধ্যে থাকবে এবং টপ স্পিড হবে প্রায় ৭০-৮০ কিমি/ঘণ্টা।

আরও পড়ুন: বাজারের সেরা ৫ স্কুটার— কোনটি আপনার জন্য উপযুক্ত?

রিপোর্ট অনুযায়ী, নতুন সিম্পেল ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ হতে পারে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে, অর্থাৎ জুন বা জুলাই মাসের দিকে। এটি সিম্পেল ওয়ানের নিচে অবস্থান করবে এবং দামের দিক থেকে হবে আরও সাশ্রয়ী। আশা করা হচ্ছে এর এক্স-শোরুম মূল্য ৯০,০০০ থেকে ১.১০ লাখ রুপির মধ্যে রাখা হবে, যাতে মধ্যবিত্ত ক্রেতাদের কাছেও এটি আকর্ষণীয় বিকল্প হয়ে ওঠে।

সব মিলিয়ে, সিম্পেল এনার্জির এই নতুন পদক্ষেপ ইলেকট্রিক স্কুটার বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে। আধুনিক ডিজাইন, ফ্যামিলি-বান্ধব ফিচার এবং তুলনামূলক কম দামের সংমিশ্রণে এই স্কুটারটি হতে পারে ভারতের দ্রুত বাড়তে থাকা ইভি বাজারের আরেকটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর