বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Best Scooter 2025

বাজারের সেরা ৫ স্কুটার— কোনটি আপনার জন্য উপযুক্ত?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১০:০১ এএম

শেয়ার করুন:

বাজারের সেরা ৫ স্কুটার— কোনটি আপনার জন্য উপযুক্ত?
বাজারের সেরা ৫ স্কুটার— কোনটি আপনার জন্য উপযুক্ত?

বর্তমান সময়ে শহর হোক বা গ্রাম, প্রতিটি পরিবারেরই প্রয়োজন এমন একটি স্কুটার, যা হবে আর্কষণীয় নকশার, সাশ্রয়ী মূল্যের এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একদম উপযুক্ত। এখন একদিকে যেখানে পেট্রোলচালিত স্কুটার রয়েছে, অন্যদিকে বিদ্যুৎচালিত স্কুটার (ইভি) দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তাই যদি আপনিও ভাবছেনকোন স্কুটারটি আপনার পরিবারের জন্য সবচেয়ে ভালো হবে, তাহলে জেনে নিন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ও দামে সাশ্রয়ী পাঁচটি পারিবারিক স্কুটারের তালিকা।


বিজ্ঞাপন


১. টিভিএস আইকিউব (TVS iQube)

ভারতের ইলেকট্রিক স্কুটারের জগতে টিভিএস আইকিউব ইতিমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছে। এর দাম শুরু হয়েছে প্রায় ১.০৯ লাখ রুপি থেকে এবং সর্বোচ্চ ১.৬২ লাখ রুপি পর্যন্ত। পরিবারের জন্য এটি একেবারে আদর্শ, কারণ এর পারফরম্যান্স নির্ভরযোগ্য এবং ফিচারও আধুনিক।

এতে রয়েছে আধুনিক এলইডি লাইট, ৭ ইঞ্চি পর্দা, পার্ক সহায়ক ব্যবস্থা, দুটি চালনা মোড এবং মোবাইল অ্যাপ সংযুক্ত নানা সুবিধা। এতে চারটি ব্যাটারির বিকল্প পাওয়া যায়

২.২ কিলোওয়াট ঘণ্টা (৯৪ কিমি), ৩.১ কিলোওয়াট ঘণ্টা (১২৩ কিমি), ৩.৫ কিলোওয়াট ঘণ্টা (১৪৫ কিমি) ও ৫.৩ কিলোওয়াট ঘণ্টা (২১২ কিমি)। প্রতিটি সংস্করণে মোটর ৬ বিএইচপি শক্তি ও ১৪০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে।


বিজ্ঞাপন


scooter

২. বাজাজ চেতক (Bajaj Chetak)

যে নাম শুনলেই পুরনো দিনের স্মৃতি জেগে ওঠেবাজাজ চেতক। এখন এই কিংবদন্তি স্কুটার ফিরে এসেছে নতুন ইলেকট্রিক রূপে। দাম ১.০৭ লাখ রুপি থেকে ১.৩৯ লাখ রুপি পর্যন্ত।

এতে রয়েছে ৫ ইঞ্চি পর্দা, স্মার্টফোন সংযোগ সুবিধা, পাহাড়ি রাস্তায় থেমে থাকার সহায়ক ব্যবস্থা এবং মজবুত গঠন। দুটি ব্যাটারি বিকল্প পাওয়া যায়৩ কিলোওয়াট ঘণ্টা (১২৭ কিমি) ও ৩.৫ কিলোওয়াট ঘণ্টা (১৫৩ কিমি)। এর নকশা যেমন প্রিমিয়াম, তেমনি মার্জিতসব বয়সের ব্যবহারকারীর জন্য মানানসই।

৩. টিভিএস অরবিটার (TVS Orbiter)

সম্প্রতি বাজারে আসা টিভিএস অরবিটার পরিবারের জন্য একেবারে উপযুক্ত একটি নতুন স্কুটার। দাম প্রায় ১.০৭ লাখ রুপি।

সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ৩৪ লিটার সিটের নিচের সংরক্ষণস্থান, যেখানে সহজেই হেলমেট বা ব্যাগ রাখা যায়। এছাড়া এতে রয়েছে ১৪ ইঞ্চি সামনের চাকায় অ্যালয় রিম, এলইডি লাইটিং, রিভার্স পার্কিং সহায়তা, গতি নিয়ন্ত্রণ (ক্রুজ কন্ট্রোল) এবং ইউএসবি চার্জিং পোর্ট।

৩.১ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি থেকে এটি ৩.৩ বিএইচপি শক্তি দেয় এবং কোম্পানির দাবি অনুযায়ী একবার চার্জে চলবে ১৫৮ কিলোমিটার পর্যন্ত।

৪. ভিডা ভিএক্স২ (Vida VX2)

হিরো মোটোকর্পের বিদ্যুৎচালিত ব্র্যান্ড ভিডা ভিএক্স২ দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। এর দাম ১.০৩ লক্ষ থেকে ১.১৪ লক্ষ রুপি। এতে রয়েছে ৪.৩ ইঞ্চি পর্দা, এলইডি লাইটিং, ৩৩.২ লিটার সংরক্ষণস্থান, মানচিত্রভিত্তিক পথনির্দেশনা ও মোবাইল সংযোগ সুবিধা।

ব্যাটারির দুটি বিকল্প পাওয়া যায়২.২ কিলোওয়াট ঘণ্টা (৯২ কিমি) এবং ৩.৪ কিলোওয়াট ঘণ্টা (১৪২ কিমি)। পারফরম্যান্স ও নকশা দুই দিকেই এটি উন্নতমানের।

৫. ওলা এস১ এক্স জেন ২ (Ola S1 X Gen 2)

সবশেষে রয়েছে ওলা এস১ এক্স জেন ২, যা ভারতের সবচেয়ে সাশ্রয়ী স্মার্ট স্কুটারগুলোর একটি। দাম শুরু ৮০,৭৪১ রুপি থেকে এবং সর্বোচ্চ ১.০১ লাখ রুপি পর্যন্ত।

এতে রয়েছে ৫ ইঞ্চি পর্দা, এলইডি লাইটিং, গতি নিয়ন্ত্রণ, রিভার্স মোড এবং তিনটি চালনা মোড।

চারটি ব্যাটারি সংস্করণে এটি পাওয়া যায়

২ কিলোওয়াট ঘণ্টা (১০০ কিমি), ৩ কিলোওয়াট ঘণ্টা (১৫২ কিমি), ৩ কিলোওয়াট ঘণ্টা এস১ এক্স প্লাস (১৫০ কিমি) এবংকিলোওয়াট ঘণ্টা (১৯৩ কিমি)।

স্বল্প দামে এটি সবচেয়ে বেশি রেঞ্জ ও আধুনিক ফিচার দিচ্ছে।

আরও পড়ুন: টিভিএস রেইডার ১২৫ নাকি পালসার এনএস ১২৫— সেরা মোটরসাইকেল কোনটি

যদি আপনি পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য, স্টাইলিশ ও বাজেট-বান্ধব স্কুটার খুঁজে থাকেন, তাহলে এই পাঁচটি মডেলের যেকোনো একটি হতে পারে আপনার সেরা সঙ্গী।

টিভিএস আইকিউব ও বাজাজ চেতক দিচ্ছে ক্লাস ও আরাম, অরবিটার ও ভিডা ভিএক্স২ দিচ্ছে ফিচারসমৃদ্ধ ব্যবহারিক সুবিধা, আর ওলা এস১ এক্স জেন ২ সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি সুবিধা এনে দিচ্ছে। এখন সিদ্ধান্ত আপনারআপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী বেছে নিন পরিবারের উপযুক্ত স্কুটারটি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর