বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তুলনা

টিভিএস রেইডার ১২৫ নাকি পালসার এনএস ১২৫— সেরা মোটরসাইকেল কোনটি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

টিভিএস রেইডার ১২৫ নাকি পালসার এনএস ১২৫— সেরা মোটরসাইকেল কোনটি
টিভিএস রেইডার ১২৫ নাকি পালসার এনএস ১২৫— সেরা মোটরসাইকেল কোনটি

বাজেট সেগমেন্টের মোটরসাইকেল বেছে নেওয়া সব সময়ই কঠিন সিদ্ধান্ত। বিশেষ করে ১২৫ সিসি বাইকের বাজারে এখন প্রতিযোগিতা তুঙ্গে। যারা চায় দৈনন্দিন ব্যবহারে সাশ্রয়, স্টাইল আর আধুনিক প্রযুক্তির সমন্বয়—তাদের পছন্দের তালিকায় থাকে TVS Raider 125 এবং বাজাজ পালসার NS125। দুই বাইকই নিজ নিজ জায়গায় আলাদা শক্তি রাখে। তবে দামের তুলনায় কে দিচ্ছে বেশি মূল্য, তা জানতে তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হলো।

ডিজাইন ও কনসোল প্রযুক্তি


বিজ্ঞাপন


TVS Raider 125-এর TFT ডুয়েল ডিসপ্লে সংস্করণে রয়েছে রঙিন ডিজিটাল পর্দা, যেখানে দেখা যাবে ফোন সংযোগ, কল ও বার্তা সতর্কতা, এমনকি দিকনির্দেশনা পর্যন্ত। এতে বাইকের প্রিমিয়াম ভাব স্পষ্ট।

অন্যদিকে, পালসার NS125 (২০২৬ সংস্করণ) এখন এসেছে আধুনিক LCD ডিজিটাল পর্দা নিয়ে। এটি দেখতে সুন্দর হলেও Raider-এর TFT ডিসপ্লের মতো উন্নত নয়। সুতরাং, পর্দার আধুনিকতা ও সংযোগ সুবিধার দিক থেকে Raider 125 স্পষ্টভাবে এগিয়ে।

রাইডিং অভিজ্ঞতা ও নিরাপত্তা

Raider 125-এ রয়েছে দুটি চালনা মোড—‘ইকো’ ও ‘পাওয়ার’। এর সঙ্গে রয়েছে iGo অ্যাসিস্ট হাইব্রিড প্রযুক্তি, যা যানজটে বা শহরের রাস্তায় বাইককে করে তোলে আরও সাশ্রয়ী ও আরামদায়ক।
অন্যদিকে, পালসার NS125 এই সেগমেন্টের প্রথম বাইক, যেখানে রয়েছে তিন স্তরের ব্রেক নিয়ন্ত্রণ ব্যবস্থা (ABS)—রোড, বৃষ্টি ও অফ-রোড মোডসহ। এটি নিরাপত্তার দিক থেকে বাইকটিকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে।


বিজ্ঞাপন


ফলে বলা যায়, শহরের মসৃণ রাইডের জন্য Raider 125 ভালো হলেও, নিরাপত্তার দিক থেকে পালসার NS125 এক ধাপ এগিয়ে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

উভয় বাইকই ১২৫ সিসি একক সিলিন্ডার ইঞ্জিনে চলে।

পালসার NS125 উৎপন্ন করে ১২ অশ্বশক্তি ও ১১ নিউটন-মিটার টর্ক।

Raider 125 উৎপন্ন করে ১১.৪ অশ্বশক্তি ও ১১.২ নিউটন-মিটার টর্ক।

দুইটিতেই ৫ গিয়ারের ব্যবস্থা রয়েছে। পালসার কিছুটা শক্তিশালী হলেও Raider হালকা (১২৩ কেজি) হওয়ায় শহরের ট্রাফিকে চালানো সহজ এবং মাইলেজও বেশি দেয়।

দাম ও মূল্যমান

ভারতে দামের দিক থেকে TVS Raider 125 (TFT সংস্করণ) পাওয়া যায় প্রায় ৯৫ হাজার ৬০০ রুপিতে (এক্স-শোরুম)। অন্যদিকে, বাজাজ পালসার NS125 (ABS সংস্করণ) এর দাম প্রায় ৯৮ হাজার ৪০০ রুপি। Raider কিছুটা সস্তা, কিন্তু এতে রয়েছে উন্নত ডিসপ্লে, স্মার্ট প্রযুক্তি ও আরামদায়ক শহুরে রাইডিং অভিজ্ঞতা—যা দামের তুলনায় এটিকে বেশি মূল্যবান করে তোলে।

আরও পড়ুন: হিরো মটোকর্পের এই মডেলের দাম কমল

চূড়ান্ত মতামত

যারা চান আরামদায়ক শহুরে রাইড, ভালো মাইলেজ ও আধুনিক ফিচার, তাদের জন্য TVS Raider 125 হবে সেরা পছন্দ। আর যারা চান স্পোর্টি পারফরম্যান্স ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা, তাদের জন্য পালসার NS125 যথাযথ বিকল্প। তবে সামগ্রিকভাবে দামের তুলনায় বেশি ভ্যালু দিচ্ছে TVS Raider 125—এর উন্নত প্রযুক্তি, আরামদায়ক রাইডিং ও কম দামে প্রিমিয়াম অভিজ্ঞতার কারণে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর