বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইয়ামাহার এই ডুয়েল স্পোর্ট মোটরসাইকেলের ডিজাইন নজরকাড়া

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম

শেয়ার করুন:

ইয়ামাহার এই ডুয়েল স্পোর্ট মোটরসাইকেলের ডিজাইন নজরকাড়া
অফ-রোড ও অন-রোড – দুইয়ের জন্যই উপযুক্ত ইয়ামাহার এই মোটরসাইকেল।

ইয়ামাহা মোটর ইন্ডিয়া আবারও বাইকপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। সম্প্রতি বেঙ্গালুরুতে টেস্টিংয়ের সময় ধরা পড়েছে তাদের নতুন ডুয়েল-স্পোর্ট মোটরসাইকেল Yamaha WR155 Rকোনও প্রকার কভারের বাইরে দেখা যাওয়া এই বাইকটির ডিজাইন ও বৈশিষ্ট্য প্রকাশ্যে চলে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ নভেম্বর ভারতের বাজারে এই বাইকটি লঞ্চ হতে পারে।


বিজ্ঞাপন


অফ-রোড ও অন-রোড  দুইয়ের জন্যই উপযুক্ত ডিজাইন

Yamaha WR155 R এমনভাবে তৈরি, যা শহরের রাস্তা ও দুর্গম ট্রেল উভয়েই সমান দক্ষতায় পারফর্ম করতে সক্ষম। এর চ্যাসিস ও সাসপেনশন সেটআপ বিশেষভাবে অফ-রোডিংয়ের উপযোগী। সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন।

এই বাইকে সামনে ২১ ইঞ্চি এবং পেছনে ১৮ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে, যা অফ-রোড চলাচলে উন্নত স্থিতিশীলতা দেয়। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৪৫ মিলিমিটার এবং সিট হাইট ৮৮০ মিলিমিটার, যা অফ-রোড রাইডারদের জন্য আদর্শ।

Yamaha-WR-155-R-2-WEB


বিজ্ঞাপন


স্পোর্টি ও ফাংশনাল লুক

বেঙ্গালুরুতে দেখা টেস্ট মডেলে ছিল Yamaha Racing Blue রঙের স্কিম ও WR গ্রাফিক্স, যা বাইকটির চেহারায় স্পোর্টি ভাব এনে দেয়। বাইকের ডিজাইনে রয়েছে সরু টেল সেকশন, উঁচুতে বসানো এক্সহস্ট, LED হেডলাইট ও আকর্ষণীয় ফুয়েল ট্যাঙ্ক শ্রাউড, যা কেবল সৌন্দর্য নয়, বরং কার্যকারিতার দিক থেকেও কার্যকরী এটি বাইকের এয়ারফ্লো উন্নত করে।

R15-এর ইঞ্জিন, উন্নত পারফরম্যান্স

এই বাইকে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসি লিকুইড-কুল্ড, ৪-ভাল্ভ ইঞ্জিন, যা ১৫ হর্সপাওয়ার এবং ১৪.৩Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি Yamaha R15 থেকে নেওয়া, ফলে পাওয়ার ডেলিভারি ও রিফাইনমেন্ট অনেক উন্নত। বাইকটিতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স, যা শহরের ট্রাফিক ও দীর্ঘ হাইওয়ে রাইড দুই ক্ষেত্রেই চমৎকার পারফরম্যান্স দেবে

yamaha-wr155r-scrambler

লঞ্চের দিন ঘনিয়ে আসছে, বাড়ছে প্রতিযোগিতা

যদিও Yamaha এখনও আনুষ্ঠানিকভাবে WR155 R-এর লঞ্চ ঘোষণা করেনি, তবে কোম্পানি ১১ নভেম্বরের জন্য একটি ইভেন্ট আমন্ত্রণপত্র পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, ওই দিনেই WR155 R-এর সঙ্গে XSR155-এর লঞ্চও হতে পারে।

আরও পড়ুন: সুজুকির এই লিজেন্ডারি মোটরসাইকেল আসছে ইলেকট্রিক রূপে

বর্তমানে ভারতের ডুয়েল-স্পোর্ট সেগমেন্টে Hero Xpulse 200 আধিপত্য বিস্তার করে রেখেছে। তবে WR155 R-এর আগমন সেই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে। উন্নত ইঞ্জিন, শক্তিশালী নির্মাণ, রেসিং ইনস্পায়ার্ড ডিজাইন ও অফ-রোড দক্ষতার জন্য Yamaha WR155 R ইতিমধ্যেই হয়ে উঠেছে বাজারের অন্যতম প্রতীক্ষিত বাইক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর