জাপানের বিখ্যাত মোটরসাইকেল প্রদর্শনী জাপান বাইক মোবিলিটি শো ২০২৫ শিগগিরই অনুষ্ঠিত হতে চলেছে। মজার বিষয়, এবারে শুধু পেট্রোল সংস্করণ নয়, একাধিক বিদ্যুৎচালিত দুই চাকার যানও উন্মোচনের জন্য মুখিয়ে রয়েছে। সেই তালিকার অন্যতম আকর্ষণ সুজুকি ই-ভ্যানভ্যান। উক্ত অনুষ্ঠানে এই বৈদ্যুতিক মোটরসাইকেলটি কনসেপ্ট সংস্করণে আত্মপ্রকাশ করবে। সুজুকির ভাষায়, এই বাইকের মূল উদ্দেশ্য হলো সেই সব রাইডারদের ইচ্ছা পূরণ করা, যারা বৈদ্যুতিক বাইকেও চালানোর আনন্দ ও উত্তেজনা উপভোগ করতে চান।
ক্লাসিক ভ্যানভ্যান-এর আধুনিক রূপ ‘সুজুকি ই-ভ্যানভ্যান’
বিজ্ঞাপন
‘ই-ভ্যানভ্যান’ নামটি এসেছে সুজুকির ১৯৭০-এর দশকের জনপ্রিয় লেজার মোটরসাইকেল ভ্যানভ্যান থেকে। পুরোনো মডেলের মতোই এর নকশায় রয়েছে সরল বডি ডিজাইন, একটি লম্বা আসন এবং মোটা টায়ার, যা সেই রেট্রো (পুরোনো ঢঙের) স্টাইলকে আধুনিক রূপে ফিরিয়ে এনেছে। বাইকটি দেখতে যেমন ক্লাসিক, তেমনি প্রযুক্তিগত দিক থেকেও সম্পূর্ণ আধুনিক।
এই কনসেপ্ট মডেলের দৈর্ঘ্য ১,৮১০ মিলিমিটার, প্রস্থ ৮২৫ মিলিমিটার, এবং উচ্চতা ১,০৫০ মিলিমিটার, যা প্রায় হোন্ডা নাভি-এর সমান। আকৃতির দিক থেকেও এটি ৭০-এর দশকের ভ্যানভ্যান মডেলের কাছাকাছি, ফলে পুরনো মডেলের স্মৃতি নতুন প্রজন্মের কাছে আবার জীবন্ত হয়ে উঠবে।
আধুনিক বৈশিষ্ট্য ও শক্তিশালী কর্মক্ষমতা
সুজুকি ই-ভ্যানভ্যান-এ সর্বাধুনিক বৈদ্যুতিক মোটর ও ফিচার (বৈশিষ্ট্য) রয়েছে। বাইকটিতে সম্পূর্ণ এলইডি আলো, হ্যান্ডেলবারের প্রান্তে আয়না, ডিস্ক ব্রেক-যুক্ত চাকাগুলো, এবং একটি বৃত্তাকার ডিজিটাল মিটার প্যানেল দেওয়া হয়েছে। বাইকের ডুয়াল ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে একটি বড় লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা মাঝামাঝি স্থানে বসানো মোটরের সঙ্গে যুক্ত।
বিজ্ঞাপন
সুজুকি জানিয়েছে, এই মোটরটি প্রায় ১২৫ সিসি পেট্রোল বাইকের সমান কর্মক্ষমতা দিতে সক্ষম। উভয় চাকাতেই ডিস্ক ব্রেক ব্যবহৃত হয়েছে, যা আরও নিরাপদ থামার নিশ্চয়তা দেবে। এছাড়াও বাইকটিতে রয়েছে টেলিস্কোপিক ফর্ক ও ডুয়াল রিয়ার শক শোষক, যা আরামদায়ক চালানোর অভিজ্ঞতা নিশ্চিত করবে।
সুজুকি এই কনসেপ্ট মডেলটি মূলত শহুরে ব্যবহারকারীদের জন্য তৈরি করেছে। ছোট আকার, ভারসাম্যপূর্ণ ওজন বণ্টন এবং নিঃশব্দ বৈদ্যুতিক মোটরের কারণে এটি শহরের ভেতরে যানজটপূর্ণ বা সরু রাস্তায় চালানোর জন্য আদর্শ হবে। একই সঙ্গে, ই-ভ্যানভ্যান-এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি শুধু একটি পরিবেশবান্ধব যান নয়, বরং এক মজার ও আকর্ষণীয় রাইড হিসেবেও কাজ করে।

প্রদর্শনীতে থাকছে আরও বৈদ্যুতিক মডেল
ই-ভ্যানভ্যান ছাড়াও সুজুকি প্রদর্শন করবে তাদের আরেকটি বৈদ্যুতিক স্কুটার ই-অ্যাকসেস (বিদেশে পরিচিত ‘ই-অ্যাড্রেস’ নামে)। এই স্কুটারটি প্রথম দেখা গিয়েছিল ভারতের অটো এক্সপো ২০২৫-এ, যদিও এখনো দেশীয় বাজারে এর বিক্রি শুরু হয়নি।
আরও পড়ুন: টিভিএসের প্রথম অ্যাডভেঞ্চার বাইকের দাম কেমন হতে পারে?
প্রসঙ্গত, সুজুকি ই-ভ্যানভ্যান বৈদ্যুতিক মোটরসাইকেলের কনসেপ্ট মডেল প্রমাণ করছে যে, বৈদ্যুতিক বাইক মানেই কেবল পরিবেশবান্ধব নয়, বরং স্টাইল, পারফরম্যান্স ও চালানোর আনন্দের এক অনন্য সমন্বয়ও হতে পারে। জাপান মোবিলিটি শো ২০২৫-এ এটি নিঃসন্দেহে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
এজেড

