টিভিএস মোটর কোম্পানি গত কয়েক মাসে বেশ কিছু নতুন দুই চাকার যানবাহন বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে অরবিটার ও এনটর্ক ১৫০ নামের স্কুটার এবং হালনাগাদ আরটিআর ৩১০ মোটরসাইকেল। এবার টিভিএস ভারতীয় বাজারে তাদের প্রথম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল—অ্যাপাচি আরটিএক্স ৩০০—উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।
বিজ্ঞাপন
এই বছর ভারতের ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে বাইকটির একটি ঝলক প্রদর্শন করা হয়েছিল, তবে পরবর্তীতে কোম্পানি সেটি সরিয়ে নেয়। এখন সংস্থাটি ঘোষণা করেছে, আসন্ন ১৫ অক্টোবর ২০২৫ তারিখে এটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০-এর নকশা, বৈশিষ্ট্য ও সম্ভাব্য মূল্য সম্পর্কে।
আকৃতি ও নকশা
টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০ দেখতে সাধারণ অ্যাডভেঞ্চার বাইকের থেকে কিছুটা আলাদা। এটি একটি সেমি-ফেয়ার্ড বাইক, যা সহজেই দুর্গম বা খারাপ রাস্তায় চালানো সম্ভব। আরটিআর ৩১০ বা আরআর ৩১০-এর তুলনায় এতে আরও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে।
বিজ্ঞাপন
বাইকে থাকবে ১৯ ইঞ্চি সামনের এবং ১৭ ইঞ্চি পেছনের অ্যালয় চাকা, যার সঙ্গে মোটা ডুয়াল-স্পোর্ট টায়ার যুক্ত থাকবে। সামনের অংশে সোনালি রঙের আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন থাকবে।
নিরাপত্তা ও বৈশিষ্ট্য
অ্যাপাচি আরটিএক্স ৩০০-এ থাকবে সামনের ও পেছনের চাকায় একক ডিস্ক ব্রেক এবং ডুয়াল-চ্যানেল এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম)। সামনের অংশে থাকবে একটি লম্বা বায়ুরোধক স্ক্রিন, মোটা নাকল গার্ড, লাগেজ রাখার পয়েন্ট এবং পেছনে লাগেজ বহনের জন্য আলাদা স্ট্যান্ড।
প্রযুক্তিগত দিক থেকে বাইকটিতে থাকবে ডিজিটাল টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যাতে থাকবে ব্লুটুথ সংযোগ, স্মার্ট-কানেক্ট অ্যাপ সাপোর্ট, গানের নিয়ন্ত্রণ ব্যবস্থা, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং আরও নানা আধুনিক সুবিধা।
ইঞ্জিন ও শক্তি
টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০-এ থাকবে সংস্থার নতুন প্রজন্মের আরটি-এক্সডি৪ ইঞ্জিন। এটি একটি ৩০০ সিসি ডিওএইচসি ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন, যা সর্বোচ্চ ৩৫ বিএইচপি শক্তি এবং ২৮.৫ এনএম টর্ক উৎপন্ন করবে। এর সঙ্গে থাকবে ৬-গতির গিয়ারবক্স।
আরও পড়ুন: সুজুকি বার্গম্যান স্কুটারে হাইড্রোজেন ইঞ্জিন, কমবে দূষণ
সম্ভাব্য দাম
৩৫০ সিসির নিচে ক্ষমতার মোটরসাইকেলের উপর সম্প্রতি জিএসটি হ্রাস পাওয়ায় ধারণা করা হচ্ছে, আসন্ন টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০-এর দাম তুলনামূলকভাবে কম হবে। এটি বাজারে রয়্যাল এনফিল্ড, ইয়েজদি, কাওয়াসাকি এবং হিরো মোটোকর্প-এর অ্যাডভেঞ্চার বাইকের সঙ্গে প্রতিযোগিতা করবে।
এজেড

