বিশ্বজুড়ে পরিবেশবান্ধব যানবাহনের দিকে অটোমোবাইল শিল্প দ্রুত অগ্রসর হচ্ছে। আর সেই দৌড়ে পিছিয়ে নেই জাপানের জনপ্রিয় দুই-চাকার যান নির্মাতা সুজুকি। প্রতিষ্ঠানটি এবার কাজ করছে এক অনন্য প্রকল্পে একটি হাইড্রোজেন ইঞ্জিনচালিত সুজুকি বার্গম্যান স্কুটার। এটি হবে এমন এক দুই-চাকা যান, যা স্কুটারের আনন্দদায়ক অভিজ্ঞতা বজায় রেখে পরিবেশের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনবে।
সুজুকি বার্গম্যান: হাইড্রোজেন ইঞ্জিনে নতুন দিগন্ত
বিজ্ঞাপন
সুজুকির অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, এই নতুন মডেলের মূল লক্ষ্য হলো এমন এক স্কুটার তৈরি করা, যা একদিকে যেমন প্রচলিত ইঞ্জিনের মতোই এক্সহস্ট শব্দের অভিজ্ঞতা দেবে, অন্যদিকে এটি হবে পরিবেশবান্ধব ও টেকসই। অর্থাৎ, এটি হবে এমন একটি ‘পরিষ্কার’ দুই-চাকা যান যা প্রচলিত পেট্রোল ইঞ্জিনের বিকল্প হিসেবে কাজ করবে কিন্তু চালানোর অভিজ্ঞতায় কোনো ঘাটতি রাখবে না।
এই প্রকল্প বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে। সুজুকি জানিয়েছে, আসন্ন জাপান মোবিলিটি শো ২০২৫-এ তারা বার্গম্যান হাইড্রোজেন স্কুটারের একটি কাটা মডেল (কাটঅ্যাওয়ে মডেল) প্রদর্শন করবে। এর মাধ্যমে দর্শনার্থীরা স্কুটারটির অভ্যন্তরীণ ইঞ্জিন কাঠামো এবং হাইড্রোজেন শক্তিচালিত প্রযুক্তি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন।
পরিবেশবান্ধব পরিবহণের ভবিষ্যৎ গড়তে সুজুকির উদ্যোগ
বিগত কয়েক বছর ধরে সুজুকি তাদের উৎপাদন তালিকায় পরিবেশবান্ধব প্রযুক্তি যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ইতিমধ্যেই বিভিন্ন সেগমেন্টে বিকল্প জ্বালানি ব্যবহারের নানা পরীক্ষামূলক প্রকল্পে যুক্ত হয়েছে। কোম্পানির মূল লক্ষ্য হলো এমন একটি টেকসই মডেল তৈরি করা, যেখানে থাকবে মজাদার চালানোর অভিজ্ঞতা এবং পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি—দুটোই একসঙ্গে।
বিজ্ঞাপন
হাইড্রোজেন ইঞ্জিনকে সুজুকির জন্য নতুন অধ্যায় বলা যেতে পারে, কারণ এটি শুধু শূন্য নিঃসরণ (জিরো এমিশন) প্রযুক্তিকেই নয়, বরং ভবিষ্যতের টেকসই শক্তির ব্যবহারকেও সামনে নিয়ে আসবে। হাইড্রোজেন জ্বালানিচালিত ইঞ্জিন এমন এক বিকল্প, যা বৈদ্যুতিক গাড়ির তুলনায় দ্রুত জ্বালানি ভরার সুযোগ ও তুলনামূলকভাবে বেশি দূরত্ব অতিক্রমের ক্ষমতা রাখে।
ভারতে সুজুকির পরিবেশবান্ধব উদ্যোগ
ভারতেও সুজুকি ধীরে ধীরে পরিবেশবান্ধব যানবাহনের দিকে এগোচ্ছে। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি ভারতে তাদের ই-অ্যাকসেস নামের বৈদ্যুতিক স্কুটারটি প্রদর্শন করেছিল। যদিও এখনো পর্যন্ত সেই মডেলটি ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, এটি সুজুকির ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশ করছে। ই-অ্যাকসেস স্কুটারটি কোম্পানির বিদ্যমান অ্যাকসেস ১২৫ মডেলের ওপর তৈরি, কিন্তু সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিচালিত প্রযুক্তি সহ।

সুজুকি বার্গম্যান হাইড্রোজেন স্কুটার সেই ধারাবাহিকতারই পরবর্তী ধাপ। প্রতিষ্ঠানটি চাইছে এমন একটি মডেল তৈরি করতে, যা ভারী বৈদ্যুতিক ব্যাটারি ছাড়াই কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে।
হাইড্রোজেন ইঞ্জিনচালিত স্কুটার তৈরি করাটা সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন বিশেষ জ্বালানি ট্যাংক, উচ্চচাপ সহনশীল ইঞ্জিন উপাদান এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা। তবে সুজুকি বিশ্বাস করে, প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।
আরও পড়ুন: ক্রিকেটার রোহিত শর্মা কিনলেন ‘টেসলা মডেল ওয়াই’
সব মিলিয়ে বলা যায়, সুজুকি বার্গম্যান হাইড্রোজেন স্কুটার শুধু একটি যান নয়, বরং এটি ভবিষ্যতের দিকনির্দেশক একটি প্রকল্প। এটি দেখাবে, কীভাবে মোটরসাইকেল চালানোর আনন্দ ও পরিবেশ সচেতনতা একই ছাতার নিচে আনা যায়। যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, তাহলে ২০২৫ সালের জাপান মোবিলিটি শো-এ সুজুকি বিশ্বের সামনে তাদের এই যুগান্তকারী প্রযুক্তি তুলে ধরবে—যা হয়তো আগামী প্রজন্মের দুই-চাকার বিপ্লবের সূচনা করবে।
এজেড

