মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Tesla Model Y

ক্রিকেটার রোহিত শর্মা কিনলেন ‘টেসলা মডেল ওয়াই’ 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১০:১২ এএম

শেয়ার করুন:

ক্রিকেটার রোহিত শর্মা কিনলেন ‘টেসলা মডেল ওয়াই’ 
ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ নিজের গ্যারেজে যুক্ত করেছেন Tesla Model Y গাড়ি।

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা আবারও শিরোনামে এসেছে। এবার ব্যাট নয়, বরং তার নতুন গাড়ির কারণে। ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ নিজের গ্যারেজে যুক্ত করেছেন Tesla Model Y, যা তার বিলাসবহুল গাড়ির সংগ্রহে এক নতুন মাত্রা যোগ করেছে। ইতিমধ্যেই তার গ্যারেজে রয়েছে Lamborghini Urus SE, BMW M5 এবং Mercedes-Benz GLS SUV-এর মতো প্রিমিয়াম গাড়ি। এবার সেই তালিকায় যুক্ত হলো ইলেকট্রিক SUV, যা শুধুই পরিবেশ-বান্ধব নয়, বরং প্রযুক্তিনির্ভর এবং আধুনিকতার প্রতীক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ের রাস্তায় রোহিত শর্মা তার নতুন Tesla Model Y চালাচ্ছেন। তিনি বেছে নিয়েছেন কুইক সিলভার রঙের ভ্যারিয়েন্ট, যা স্ট্যান্ডার্ড কালারের তুলনায় ১.৮৫ লক্ষ টাকা বেশি দামে আসে। গাড়িটির নাম্বারপ্লেটও বিশেষ—৩০১৫, যা তার কন্যা ও পুত্রের জন্মতারিখের সমন্বয়। মজার বিষয়, তার Lamborghini Urus SE-তেও একই নাম্বার ব্যবহার করা হয়েছে।


বিজ্ঞাপন


rohit

Tesla Model Y ভারতের বাজারে ২০২৫ সালের শুরুতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। এটি দুটি রিয়ার-হুইল-ড্রাইভ ভ্যারিয়েন্টে আসে—স্ট্যান্ডার্ড রেঞ্জ এবং লং রেঞ্জ। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম ৫৯.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম), এবং লং রেঞ্জের দাম ৬৭.৮৯ লক্ষ টাকা। পারফরম্যান্সের দিক থেকে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট মাত্র ৫.৯ সেকেন্ডে ০–১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছায়, আর লং রেঞ্জ ভ্যারিয়েন্ট ৫.৬ সেকেন্ডে তা করতে সক্ষম। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে WLTP সার্টিফাইড ৫০০ কিমি রেঞ্জ থাকলেও, লং রেঞ্জ ভ্যারিয়েন্টের রেঞ্জ ৬২২ কিমি।

আরও পড়ুন: কম দামি গাড়িতে চড়েন যেসব বলিউড তারকারা

গাড়িটির ফিচারগুলোও চোখে পড়ার মতো। এতে রয়েছে ১৫.৪-ইঞ্চি সেন্ট্রাল টাচস্ক্রিন এবং ৮.০-ইঞ্চি রিয়ার ডিসপ্লে। সামনে পাওয়ারড, হিটেড ও ভেন্টিলেটেড সিট এবং পিছনে ইলেকট্রিকালি ফোল্ডিং ও হিটেড সিট রয়েছে। অডিও সিস্টেমে ৯টি স্পিকার, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম দেওয়া হয়েছে। গাড়িটির ছাদে রয়েছে প্যানোরামিক গ্লাস রুফ, যা কেবিনকে আরও প্রশস্ত ও উজ্জ্বল করে। এছাড়া এতে বিল্ট-ইন ড্যাশক্যাম ফাংশনালিটি এবং ৮টি এক্সটারনাল ক্যামেরা রয়েছে, যা ড্রাইভার অ্যাসিস্ট্যান্স এবং সেফটির জন্য ব্যবহৃত হয়।


বিজ্ঞাপন


রোহিত শর্মা বরাবরই তার গাড়ি প্রেমের জন্য পরিচিত। Lamborghini Urus SE-এর মতো সুপার SUV এবং BMW M5-এর মতো পারফরম্যান্স সেডান থাকা সত্ত্বেও, এবার তিনি বেছে নিয়েছেন ইকো-ফ্রেন্ডলি ইলেকট্রিক SUV। এটি শুধুমাত্র পরিবেশ-বান্ধব পছন্দই নয়, বরং আধুনিক, প্রযুক্তিনির্ভর সিদ্ধান্তও বটে। রোহিত শর্মার Tesla Model Y কেনা নিঃসন্দেহে ভারতীয় ইভি মার্কেটে একটি বড় বার্তা। ক্রমবর্ধমান ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তার মধ্যে, এক তারকা ক্রিকেটারের এমন উদ্যোগ আরও মানুষকে ইভি কেনার দিকে উৎসাহিত করবে। Model Y এখন শুধু রোহিতের গ্যারেজে নতুন রত্ন নয়, বরং ভারতের ইলেকট্রিক ভবিষ্যতের প্রতীক হিসেবেও চিহ্নিত হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর