শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কম দামি গাড়িতে চড়েন যেসব বলিউড তারকারা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০৯:১২ এএম

শেয়ার করুন:

কম দামি গাড়িতে চড়েন যেসব বলিউড তারকারা

মাসে আয় করেন কোটি কোটি টাকা। অথচ চড়েন আমজনতার সস্তার গাড়িতে। বলা হচ্ছে কয়েকজন বলিউড তারকাদের কথা। যারা খুবই কম দামের প্রাইভেট করে জানুন। জানুন এদের গাড়ি সম্পর্কে। 

শ্রদ্ধা কাপুর থেকে সারা আলি খান- বহু বলিউড তারকা রয়েছেন যাদের গাড়ি কালেকশনে দেখা গেছে টাটা ন্যানো অথবা মারুতি অল্টোর মতো কম দামি গাড়ি।
 
গ্ল্যামারাস লাইফস্টাইল বজায় রাখার জন্য বহু অভিনেতা-অভিনেত্রীদের ভরসা করতে হয় নামি দামি গাড়ির উপর। এর মধ্যে এমন গাড়িও রয়েছে যা আবার ভারতে বিক্রি হয় না। অন্য দেশ থেকে আমদানি করাতে হয়। উদাহরণস্বরূপ শাহরুখ খানের সম্প্রতি কেনা রোলস রয়েস ব্ল্যাক ব্যাজ এবং সালমান খানের নিমান পেট্রল গাড়ি।


বিজ্ঞাপন


এই সমস্ত গাড়ি দামে যেমন তেমন ভারী তেমনই লুকে। বিলাসবহুল সরঞ্জাম দিয়ে তৈরি গাড়ি চড়তেই পছন্দ করেন বেশিরভাগ ফিল্মস্টার। কিন্তু এর মধ্যে রয়েছে কিছু ব্যতিক্রম। অনেক তারকা রয়েছেন যারা বিলাসবহুল গাড়ির বদলে ব্যবহার করেন টাটা ন্যানো কিংবা মারুতি অল্টোর মতো কম দামি ফ্যামিলি কার। বিগত দিনে এইসব গাড়ি করে যাতায়াত করতেও দেখা গিয়েছে তাদের।

carভাবছেন, আজকের দিনে কোন তারকারা এত সাদামাটা গাড়ি ব্যবহার করে? এই তালিকার মধ্যে আপনার প্রিয় অভিনেত্রীও থাকতে পারে। 

শ্রদ্ধা কাপুর

হিন্দি সিনেমা জগতে পরিচিতি মুখ শ্রদ্ধা। কাজ করেছেন বহু সুপারহিট সিনেমায়। যার মধ্যে বেশ কিছু বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। জানলে অবাক হবেন, বিখ্যাত অভিনেতা শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর যাতায়াত করেন ৬ লাখ রুপির সুইফট গাড়িতে। অভিনেত্রীর কালেকশনে রয়েছে মারুতি সুজুকির দুইটি গাড়ি - ব্রেজা এবং সুইফট। প্রায়ই এই গাড়িগুলোতে চড়তে দেখা গিয়েছে তাকে।


বিজ্ঞাপন


সারা আলী খান

রাজপরিবারের সদস্য সারা আলি খান। বলিউডে একাধিক সিনেমা করেছেন। বর্তমানে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন সারা।  তার প্রচুর ভক্ত রয়েছে। এমনিতে রেড কার্পেটে অভিনেত্রীদের মার্সিডিজ কিংবা বিএমডাব্লিউ থেকে নামতে দেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রমী তিনি। সারা আলী খানের কালেকশনে রয়েছে মারুতি অল্টো ৮০০, হোন্ডা সিআরভি এবং জিপ কম্পাস। যদিও এর মধ্যে মারুতি অল্টো গাড়ির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে সম্প্রতি।

indiaকিম শর্মা

​বলিউডে একসময় খুবই জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। কিন্তু সিলভার স্ক্রিন আর তেমন ভাবে দেখা যায় না। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ কিম শর্মা। এই অভিনেত্রীর গ্যারেজে রয়েছে টাটা মোটরসের সবচেয়ে সস্তা টাটা ন্যানো। গাড়িটি বর্তমানে বন্ধ হলেও যখন লঞ্চ হয়েছিল তখন এটি ছিল দেশের সবচেয়ে সস্তা যাত্রীবাহী গাড়ি। ছোট সাইজের এই গাড়ি অনেক মানুষ কিনেছিলেন।

নুশরাত ভরুচা

অভিনেত্রী নুশরাত ভরুচার কালেকশনে রয়েছে মাহিন্দ্রা থার। ২০২০ সালে বেশ হই-হুল্লোড় করে লঞ্চ হয় গাড়িটি। ভারতীয় বাজারে ব্যাপক জনপ্রিয়। মূলত অফ-রোড এসইউভি হিসাবে মাহিন্দ্রা থার পরিচিত। রুক্ষ জমিতে এই গাড়ি দারুণ চলে। মজবুত বিল্ড কোয়ালিটি, পারফরম্যান্স দেয় জবরদস্ত। বলিউডে তিনি একমাত্র অভিনেত্রী যার গ্যারেজে রয়েছে মাহিন্দ্রা থার।

carএশা গুপ্তা

ফোর্ড ইকো স্পোর্ট রয়েছে বলিউড অভিনেত্রী এশা গুপ্তার কালেকশনে। ভারতে ফোর্ড এর উৎপাদন বন্ধ হলেও এই গাড়িটি বিক্রি হয় এবং অনেকেই ব্যবহার করেন। বেশ স্পোর্টি লুক রয়েছে গাড়িটির। নামেও ইকো স্পোর্ট। মাসকুলার ডিজাইনের এসইউভি এটি। কিন্তু বর্তমান সময়ে গাড়িটি খুবই আউটডেটেড। কারণ সাম্প্রতিক সময়ে গাড়িতে কোনও নতুন বৈশিষ্ট্য যোগ করেনি ফোর্ড। না এসেছে এর নতুন এডিশন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর