বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস মোটর কোম্পানি এই প্রথম অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল আনছে। যার মডেল টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০।
এই বাইক ১৫ অক্টোবর লঞ্চ করা হবে। এটি হবে টিভিএসের প্রথম অ্যাডভেঞ্চার মডেল, যা কোম্পানির নতুন আরটি-এক্সডি৪ ইঞ্জিন-এর উপর ভিত্তি করে তৈরি। টিভিএসের বার্ষিক মোটরসাইকেল উৎসব মটোসোল ২০২৪ ইভেন্টে এই ইঞ্জিনটি প্রথম দেখা গিয়েছিল।
বিজ্ঞাপন
টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০ ফিচার ইঞ্জিন
টিভিএসের এই নতুন আরটি-এক্সডি৪ ইঞ্জিনটি সম্পূর্ণ নতুন ডিজাইন করা হয়েছে পারফরম্যান্স ও ট্যুরিং ক্ষমতার ভারসাম্য রাখার জন্য। এর ২৯৯ সিসি লিকুইড-কুলড, ৪-ভালভ, ডুয়াল ওভারহেড ক্যাম (DOHC) ইঞ্জিন ৯০০০ আরপিএম-এ ৩৪.৫ বিহেপি পাওয়ার এবং ৭০০০ আরপিএম-এ ২৮.৫ এনএম টর্ক উৎপন্ন করবে। ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকবে ৬-স্পিড গিয়ারবক্স, যার মধ্যে থাকবে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ প্রযুক্তি, যা গিয়ার বদলকে আরও মসৃণ করে তুলবে।
ফিচার হিসেবে বাইকে থাকবে রাইড-বাই-ওয়্যার থ্রোটল সিস্টেম, যা একাধিক রাইড মোড ও ট্র্যাকশন কন্ট্রোল চালু করতে সহায়তা করবে। এছাড়া সুইচেবল এবিএস (ABS) থাকায় অফ-রোড ও অন-রোড দুই পরিস্থিতিতেই নিয়ন্ত্রণ থাকবে রাইডারের হাতে।
অ্যাডভেঞ্চার ট্যুরিং ডিজাইন
বিজ্ঞাপন
অ্যাপাচি আরটিএক্স ৩০০ মূলত ট্যুরিং-ফোকাসড বাইক, অর্থাৎ এটি দীর্ঘ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে, সম্পূর্ণ অফ-রোড নয়। পেটেন্ট ইমেজ থেকে বোঝা যায় যে, বাইকটিতে রয়েছে ট্রেলিস ফ্রেম যার সঙ্গে বোল্ট-অন রিয়ার সাবফ্রেম যুক্ত করা হয়েছে। সামনে থাকবে আপসাইড-ডাউন ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন, যা আরামদায়ক রাইড নিশ্চিত করবে।
দীর্ঘ যাত্রার কথা মাথায় রেখে এতে ব্যবহার করা হয়েছে ১৯-ইঞ্চি সামনের চাকা ও ১৭-ইঞ্চি পেছনের চাকা, যা অ্যালয় হুইল-ভিত্তিক এবং রোড বায়াসড। এর মানে, বাইকটি দীর্ঘ হাইওয়ে রাইডের জন্য উপযুক্ত, তবে হালকা অফ-রোড ট্রেলও সামলাতে পারবে অনায়াসে।

আধুনিক ফিচার
ডিজাইনের দিক থেকে অ্যাপাচি আরটিএক্স ৩০০ মডেল থাকবে হাফ ফেয়ারিং, উঁচু উইন্ডস্ক্রিন, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, এবং রিয়ার লাগেজ র্যাকসহ স্মার্ট টেইল ডিজাইন। পুরো লুকটিই একটি অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকের স্পিরিট বহন করবে।
আরও পড়ুন: টিভিএস রেইডার এলো ডুয়েল ডিস্ক ব্রেক ভার্সনে
ফিচার হিসেবে থাকবে ফুল-কালার টিএফটি ডিসপ্লে, যা ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন সাপোর্ট করবে। পাশাপাশি থাকবে ফুল এলইডি লাইটিং সেটআপ, যা রাত্রিকালীন যাত্রাকে করবে আরও নিরাপদ ও পরিষ্কার।
ফিচার ও পারফরম্যান্স বিবেচনায়, এর সম্ভাব্য এক্স-শোরুম দাম হতে পারে প্রায় ২.৫ লাখ রুপি।
এজেড

