মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিভিএস রেইডার এলো ডুয়েল ডিস্ক ব্রেক ভার্সনে 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

tvs

জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি টিভিএস তাদের সফল কমিউটার বাইক রেইডারের নতুন সংস্করণ বাজারে এনেছে। এতে রয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক। নতুন মডেলটি এসেছে দুটি ভ্যারিয়েন্টে — Raider TFT Dual Disc এবং SXC Dual Disc। প্রথমটির দাম ধার্য করা হয়েছে ৯৫,৬০০ রুপি, আর দ্বিতীয়টির মূল্য ৯৩,৮০০ রুপি (এক্স-শোরুম, দিল্লি)।

নতুন রেইডার ১২৫ সিসি সেগমেন্টে দেশের প্রথম বাইক, যাতে রয়েছে বুস্ট মোড, ডুয়েল ডিস্ক ব্রেক, সিঙ্গেল চ্যানেল এবিএস এবং গ্লাইড থ্রু টেকনোলজি (GTT) একসঙ্গে। তাই এটি রাইডিং অভিজ্ঞতার দিক থেকে বিশেষভাবে উন্নত বলে মনে করা হচ্ছে।


বিজ্ঞাপন


পারফরম্যান্স ও ইঞ্জিন স্পেসিফিকেশন

Raider Dual Disc-এ রয়েছে একই ১২৫ সিসি থ্রি-ভালভ ইঞ্জিন, যা সর্বাধিক ১১.৭৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে ৬,০০০ আরপিএমে। ইঞ্জিনের বড় আপডেট হলো বুস্ট মোড সহ iGO Assist, যা প্রয়োজনের সময় বাইককে অতিরিক্ত শক্তি ও গতি প্রদান করে।

গ্লাইড থ্রু টেকনোলজি (GTT) ফিচারটি বাইককে কম গতিতেও মসৃণভাবে চালাতে সাহায্য করে, থ্রটল কনস্ট্যান্ট ঘোরানোর প্রয়োজন কমিয়ে আনে। এটি শহুরে ট্রাফিকের জন্য বিশেষভাবে উপযোগী এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে।

ব্রেকিং ও টায়ার সেটআপ


বিজ্ঞাপন


Raider Dual Disc-এ ডুয়েল ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল-চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, যা ব্রেকিং পারফরম্যান্স উন্নত করে এবং আকস্মিক ব্রেকের সময় বাইককে স্থিতিশীল রাখে। নতুন মডেলে সামনের টায়ার ৯০/৯০-১৭ এবং পিছনের টায়ার ১১০/৮০-১৭ ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন রাস্তার পরিস্থিতিতে উন্নত গ্রিপ ও স্থিতিশীলতা প্রদান করে।

আধুনিক ডিজাইন ও ফিচার

ডিজাইনেও নতুন রেইডার বেশ আকর্ষণীয়। মেটালিক সিলভার বডিওয়ার্ক এবং লাল অ্যালয় হুইলস-এর সঙ্গে এটি পেয়ে গেছে স্পোর্টি লুক। ফলো মি হেডল্যাম্প ফিচার ইগনিশন বন্ধ হওয়ার পরও কয়েক সেকেন্ড আলো জ্বালিয়ে রাখে, যা অন্ধকারে পার্কিংয়ের সময় কার্যকর।

Raider Dual Disc-এ দুটি ভিন্ন ডিজিটাল ডিসপ্লে অপশন রয়েছে।

প্রথমটি ফুল টিএফটি ক্লাস্টার, যেখানে ৯৯টিরও বেশি ফিচার।

আরও পড়ুন: হিরো এক্সপালস ২১০ মোটরসাইকেলের দাম কমল

দ্বিতীয়টি রিভার্স এলসিডি ডিসপ্লে, যেখানে ৮৫টিরও বেশি ফিচার।

দুই ভার্সনেই SmartXonnect সিস্টেম দেওয়া হয়েছে, যা ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল হ্যান্ডলিং ও নোটিফিকেশন ম্যানেজমেন্টের সুবিধা দেয়।

TVS Raider Dual Disc শুধু একটি কমিউটার বাইক নয়, এটি ১২৫ সিসি সেগমেন্টে আধুনিক প্রযুক্তি ও সুরক্ষার নতুন মান স্থাপন করেছে। শক্তিশালী ইঞ্জিন, উন্নত ব্রেকিং, স্মার্ট কানেক্টিভিটি ও স্পোর্টি লুক—সব মিলিয়ে এটি শহরে নিয়মিত রাইড করা এবং স্টাইলের সঙ্গে পারফরম্যান্স চাওয়া ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ বিকল্প।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর