বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিয়মিত মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল না বদলালে কী হয়?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ১০:২৯ এএম

শেয়ার করুন:

নিয়মিত মোটরসাইকেলের ইঞ্জিন ওয়েল না বদলালে কী হয়
মোটরসাইকেল চালকদের জন্য ইঞ্জিন ওয়েল (Engine Oil) বা ইঞ্জিন তেল এক গুরুত্বপূর্ণ উপাদান।

মোটরসাইকেল চালকদের জন্য ইঞ্জিন অয়েল (Engine Oil) বা ইঞ্জিন তেল এক গুরুত্বপূর্ণ উপাদান। এটি শুধু ইঞ্জিনের গতিশীল অংশগুলিকে মসৃণ রাখে না, বরং ইঞ্জিনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে। কিন্তু অনেকেই নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন না করে মোটরসাইকেল চালিয়ে যান—যার ফলাফল হতে পারে ভয়াবহ। চলুন জেনে নিই, নিয়মিত ইঞ্জিন অয়েল না বদলালে কী হতে পারে।

১. ইঞ্জিনের ঘর্ষণ বাড়ে


বিজ্ঞাপন


ইঞ্জিন অয়েলের মূল কাজ হলো ইঞ্জিনের ভেতরের ধাতব অংশগুলির মধ্যে ঘর্ষণ (Friction) কমানো। সময়ের সঙ্গে তেলের ঘনত্ব নষ্ট হয় এবং লুব্রিকেশন ক্ষমতা কমে যায়। ফলে ঘর্ষণ বেড়ে গিয়ে ইঞ্জিনের পিস্টন, ভালভ ও সিলিন্ডার দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়।

২. ইঞ্জিন গরম হয়ে যায়

পুরনো তেল ইঞ্জিনকে যথাযথভাবে ঠান্ডা রাখতে পারে না। এতে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, যা ইঞ্জিনের পারফরম্যান্স কমিয়ে দেয় এবং অনেক সময় ইঞ্জিন ওভারহিট হয়ে বন্ধও হয়ে যেতে পারে।

৩. ইঞ্জিনের শব্দ বেড়ে যায়


বিজ্ঞাপন


যখন ইঞ্জিন অয়েল পুরনো হয়ে যায়, তখন এর মসৃণতা নষ্ট হয়। ফলে ইঞ্জিন চলার সময় অস্বাভাবিক ধাতব শব্দ শোনা যায়, যা ইঙ্গিত দেয় ইঞ্জিনের অংশগুলির মধ্যে ঘর্ষণ বেড়েছে।

৪. জ্বালানি খরচ বেড়ে যায়

যথাযথ লুব্রিকেশন না থাকলে ইঞ্জিনকে বেশি শক্তি প্রয়োগ করতে হয়। এতে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে এবং জ্বালানি খরচ বৃদ্ধি পায়।

৫. ইঞ্জিন জ্যাম হয়ে যেতে পারে

সবচেয়ে ভয়াবহ পরিণতি হলো ইঞ্জিন জ্যাম বা Engine Seizure। তেল একেবারে পুরনো হয়ে গেলে তা ধাতব অংশের সঙ্গে জমে ঘন স্তর তৈরি করে, যার ফলে ইঞ্জিনের চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে পুরো ইঞ্জিন বদলানোর প্রয়োজন পর্যন্ত হতে পারে।

ol2

৬. কার্বন ও ময়লা জমে ইঞ্জিনের ক্ষতি

নিয়মিত তেল না বদলালে তেলের মধ্যে কার্বন, ধুলাবালি ও ধাতব কণা জমে ইঞ্জিনের অভ্যন্তরে স্লাজ (sludge) তৈরি হয়। এটি ইঞ্জিনের ভেতর তেল চলাচলের পথ বন্ধ করে দেয়।

কত দিন পরপর ইঞ্জিন অয়েল বদলানো উচিত

সাধারণত ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত।

ফুয়েল ইনজেকশন (FI) ইঞ্জিনে কিছুটা বেশি সময় চললেও, তেল পরিবর্তনের সময়সূচি অবশ্যই ইউজার ম্যানুয়াল অনুযায়ী হওয়া দরকার।

আরও পড়ুন: পেট্রোল না কি অকটেন— মোটরসাইকেলের ইঞ্জিন বেশি গরম করে?

যদি আপনি ধুলোবালিময় এলাকায় মোটরসাইকেল চালান, তাহলে আরও ঘন ঘন তেল পরিবর্তন করা ভালো।

নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন মোটরসাইকেলের আয়ু বৃদ্ধি করে, পারফরম্যান্স উন্নত রাখে এবং জ্বালানি সাশ্রয় করে। তাই সময়মতো তেল বদল না করা মানে নিজের বাইককে ধীরে ধীরে ক্ষতির দিকে ঠেলে দেওয়া।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর