শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পেট্রোলের বাংলা কী? ৯৯ শতাংশ মানুষ এই উত্তর জানেন না!

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম

শেয়ার করুন:

সারা বিশ্বের মানুষ জ্বালানি হিসেবে পেট্রোলকে তার ইংরেজি নামেই চেনে ও ব্যবহার করে।
আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং অত্যন্ত পরিচিত একটি শব্দ হলো পেট্রোল (Petrol)।

আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং অত্যন্ত পরিচিত একটি শব্দ হলো পেট্রোল (Petrol)। গাড়ি, বাইক থেকে শুরু করে অসংখ্য যান্ত্রিক যানবাহনে এর ব্যবহার অপরিহার্য। কিন্তু এই বহুল প্রচলিত ইংরেজি শব্দটির সঠিক বাংলা প্রতিশব্দ কী, তা জানতে চাইলে অধিকাংশ মানুষই দ্বিধায় পড়ে যান।

কেন পেট্রোলের বাংলা নাম অপ্রচলিত?

সারা বিশ্বের মানুষ জ্বালানি হিসেবে পেট্রোলকে তার ইংরেজি নামেই চেনে ও ব্যবহার করে। আন্তর্জাতিকভাবে এটিই স্বীকৃত নাম। ফলে বাংলাদেশেও পেট্রোল পাম্প বা সাধারণ কথোপকথনে এর কোনো বাংলা প্রতিশব্দ ব্যবহারের প্রয়োজন হয় না। এই কারণেই পেট্রোলের বাংলা নাম সাধারণ মানুষের কাছে ততটা পরিচিত নয়।

petrol

পেট্রোলের বাংলা প্রতিশব্দ কী?

সাধারণ জ্ঞান এবং কিছু তথ্যসূত্র অনুসারে, এই অত্যন্ত চেনা জ্বালানিটির বাংলা প্রতিশব্দগুলো হলো:


বিজ্ঞাপন


পেট্রোল (Petrol): পেট্রোলের একটি প্রচলিত বাংলা প্রতিশব্দ হলো শিলাতৈল।

এছাড়া, এটিকে জ্বালানি, পরিশোধিত পেট্রোলিয়াম বা পরিশোধিত কেরোসিন নামেও অভিহিত করা হয়।

আরও পড়ুন: হেলমেটের বাংলা অর্থ জানেন না বেশিরভাগ মানুষ

এই ধরনের প্রশ্নগুলো প্রায়শই প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির ইন্টারভিউয়ের মতো সাধারণ জ্ঞান যাচাইয়ের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়, যা আমাদের দৈনন্দিন জীবনের চেনা শব্দগুলোর উৎস সম্পর্কে ভাবাতে বাধ্য করে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর