শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাওয়াসাকি নতুন ২ স্পোর্টস বাইক আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

কাওয়াসাকি নতুন ২ স্পোর্টস বাইক আনল

আন্তর্জাতিক মোটরসাইকেল বাজারে আবারও ঝড় তুলতে হাজির হল কাওয়াসাকি। সংস্থাটি উন্মোচন করেছে তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল মোটরসাইকেল ২০২৬ Kawasaki Ninja 125 এবং Z125। নতুন সংস্করণে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ডিজাইনে, তবে মেকানিক্যাল দিক থেকে বাইক দুটি অপরিবর্তিত রয়েছে। ইউরোপীয় বাজারে বিশেষ করে এ১ লাইসেন্সধারী তরুণ রাইডারদের কাছে এই দুই বাইক অত্যন্ত জনপ্রিয়। ছোট ইঞ্জিন ক্ষমতা থাকা সত্ত্বেও এর স্টাইল ও পারফরম্যান্স বড় বাইকের মতোই অনুভূতি দেয়।

নতুন নিনজা ১২৫ এবং জেড১২৫-র ডিজাইন নজর কেড়েছে বিশেষভাবে। নিনজা সিরিজের ঐতিহ্যবাহী স্পোর্টসফেয়ারিং লুক এবং জেড সিরিজের আক্রমণাত্মক নেকেড স্টাইল দু’টি বাইককেই করেছে আরও আকর্ষণীয়। নতুন লিভারি তাদের স্পোর্টি চরিত্রকে বাড়িয়ে তুলেছে, যা প্রথম বাইক কিনতে আগ্রহী তরুণদের জন্য হবে বিশেষ আকর্ষণ।


বিজ্ঞাপন


ফিচারের দিক থেকেও বাইক দুটি যথেষ্ট আধুনিক। রয়েছে ফুলি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা রাইডারদের প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করে। সুরক্ষার জন্য থাকছে এবিএস ব্রেকিং সিস্টেম। কাওয়াসাকির এরগো-ফিট সিস্টেম ব্যবহারকারীদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী রাইডিং পজিশন কাস্টমাইজ করার সুযোগ দেয়, যা নতুন রাইডারদের জন্য বিশেষভাবে সহায়ক।

পারফরম্যান্সের দিক থেকে নিনজা ১২৫ ও জেড১২৫-এ রয়েছে ১২৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুল্ড ইঞ্জিন। এটি সর্বোচ্চ ১৫ বিএইচপি শক্তি উৎপন্ন করে ১০,০০০ আরপিএম-এ এবং সর্বোচ্চ ১১.৭ এনএম টর্ক দেয় ৭,৭০০ আরপিএম-এ। ইঞ্জিন যথেষ্ট স্মুথ এবং শহরের ট্রাফিক ও হাইওয়ে—দুই ক্ষেত্রেই ভাল পারফরম্যান্স নিশ্চিত করে।

আরও পড়ুন: কিওয়ে মোটরসাইকেলের দাম কমল

চ্যাসিসের দিক থেকেও বাইক দুটি শক্তপোক্ত। রয়েছে টিউবুলার স্টিল ডায়মন্ড-টাইপ ফ্রেম, ৩৭ মিমি টেলিস্কোপিক ফর্কস ও পিছনে মনোশক। ১৭ ইঞ্চি অ্যালয় হুইল এবং সামনের-পিছনের ডিস্ক ব্রেক রাইডারদের আত্মবিশ্বাসী ব্রেকিং পারফরম্যান্স দেয়। বাইকের সিট হাইট মাত্র ৭৮৫ মিমি হওয়ায় নতুন রাইডারদের জন্য চালানো ও নিয়ন্ত্রণ করা সহজ। তাছাড়া, ওজন ১৫০ কেজির কম হওয়ায় এগুলি আরও ম্যানেজেবল।


বিজ্ঞাপন


সব মিলিয়ে, নতুন লুক এবং পরীক্ষিত ইঞ্জিন-চ্যাসিস সেটআপের কারণে ২০২৬ Kawasaki Ninja 125 ও Z125 আগের মতোই থেকে যাচ্ছে অন্যতম সেরা এন্ট্রি-লেভেল স্পোর্টস বাইক। ইউরোপীয় বাজারে এগুলির জনপ্রিয়তা অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর