মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিওয়ে মোটরসাইকেলের দাম কমল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম

শেয়ার করুন:

কিওয়ে মোটরসাইকেলের দাম কমল

ভারতের দুই চাকার মোটরযানের বাজারে বড়সড় পরিবর্তন আনল নতুন জিএসটি স্ল্যাব। ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হওয়া নতুন কর কাঠামোর ফলে ৩৫০ সিসির নিচে সকল বাইকে ১৮ শতাংশ জিএসটি বসবে, যা আগে ছিল ২৮ শতাংশ। এই পরিবর্তনের সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে কিওয়ে (Keeway) মোটরসাইকেলস, যাদের সমস্ত মডেলই ৩৫০ সিসির নিচে। এর ফলে কিওয়ে বাইকের দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, যা বাজেট বাইকপ্রেমীদের জন্য একটি বড় সুখবর।

কিওয়ের প্রতিটি মডেলের দাম এখন আরও সাশ্রয়ী


বিজ্ঞাপন


কিওয়ের সবচেয়ে দামী ক্রুজার বাইক V302C-এর দাম কমেছে প্রায় ৩০,০০০ রুপি, ফলে এর নতুন এক্স-শোরুম প্রাইস দাঁড়িয়েছে ৩.৯৯ লাখ রুপি। যদিও এটি এখনও তার সেগমেন্টের অন্যতম দামী বাইক, তবুও এই মূল্যহ্রাস ক্রেতাদের আকর্ষণ করবে। এন্ট্রি-লেভেল মডেল SR125-এর দাম কমেছে ৮,৭৫০ রুপি, ফলে এর নতুন দাম দাঁড়িয়েছে ১.১৬ লাখ রুপি, যা প্রথমবারের ক্রেতাদের জন্য যথেষ্ট আকর্ষণীয়।

কিওয়ে মডেলভিত্তিক নতুন দাম

কিওয়ে SR250-এর দাম কমেছে ১০,৭৮০, যার নতুন দাম এখন ১.৪৩ লাখ রুপি। K-Light 250V ক্রুজার বাইকের দাম কমেছে ১৯ হাজার রুপি, ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২.৫০ লাখ রুপি। স্পোর্টস-স্টাইল ফেয়ারিং বাইক K300 SF এখন ১.৫৭ লাখ, প্রায় ১১,৮০০ রুপি সস্তা। এছাড়াও RR300-এর দাম কমেছে ১৪,০০০ (নতুন দাম ১.৮৫ লাখ রুপি), Vieste 300 স্কুটারের দাম কমেছে ২২,৭৫০ (নতুন দাম ৩.০২ লাখ), আর Sixties 300i এখন ৩.০৭ লাখ, যা ২৩,০০০ রুপি সস্তা।

প্রিমিয়াম বাইক মার্কেটে প্রভাব


বিজ্ঞাপন


আদিশ্বর অটো রাইড, যারা ভারতের বাজারে কিওয়ে বাইক বিক্রি করে, তারাই জনপ্রিয় ইতালিয়ান ব্র্যান্ড বেনেলি-র ডিস্ট্রিবিউটর। তবে বেনেলির সব বাইকই ৩৫০ সিসির বেশি, এবং এই সেগমেন্টের জন্য নতুন জিএসটি স্ল্যাব অনুযায়ী কর বেড়ে হয়েছে ৪০ শতাংশ (আগে ছিল ২৮ শতাংশ)। এর ফলে বেনেলির প্রতিটি বাইকের দাম শিগগিরই বাড়তে চলেছে, যা প্রিমিয়াম বাইক ক্রেতাদের জন্য কিছুটা চাপের হতে পারে।

নতুন দামের ফলে কিওয়ের (Keeway) মোটরসাইকেলগুলো এখন আরও প্রতিযোগিতামূলক দামে পাওয়া যাচ্ছে। যারা বাজেট সেগমেন্টে প্রিমিয়াম ডিজাইন ও পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য এটি কেনার উপযুক্ত সময়। অন্যদিকে, বেনেলি ক্রেতাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কারণ নতুন জিএসটি হারের ফলে তাদের বাইকের দাম শীঘ্রই উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর