মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৫ এডিশনের ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি৪ মডেলের মোটরসাইকেল এলো

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম

শেয়ার করুন:

ducati

ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে আরও এক শক্তিশালী প্রবেশ করল ইতালির বাইক নির্মাতা ডুকাটি। আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে নতুন ২০২৫ ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি৪ সিরিজ। এই বাইকের দাম শুরু হচ্ছে ২২.৯৮ লাখ রুপি (এক্স-শোরুম) থেকে। এর মধ্যে ভি৪ এস ভ্যারিয়েন্টের দাম ২৮.৬৪ লাখ রুপি এবং স্পোকড হুইল অপশনসহ সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম ৩০.১৮ লাখ রুপি রাখা হয়েছে। উন্নত ইঞ্জিন, আধুনিক নকশা ও অত্যাধুনিক সুরক্ষা বৈশিষ্ট্যের জন্য বাইকটি ইতিমধ্যেই নজর কেড়েছে।

শক্তিশালী ইঞ্জিন ও সাশ্রয়ী পারফরম্যান্স


বিজ্ঞাপন


নতুন মাল্টিস্ট্রাডা ভি৪-এ রয়েছে ১,১৫৮ সিসি ভি৪ ইঞ্জিন, যা উৎপন্ন করে ১৭০ বিএইচপি শক্তি এবং ১২৩.৮ এনএম টর্ক। এতে যুক্ত হয়েছে এক্সটেন্ডেড সিলিন্ডার নিষ্ক্রিয়করণ ব্যবস্থা, যা শুধু ইঞ্জিন চালু অবস্থায় নয়, চলার সময়ও কাজ করে। ফলে প্রায় ৬ শতাংশ কম জ্বালানি খরচ হয়। বড়সড় ভ্রমণ উপযোগী বাইক হলেও এটি দীর্ঘ যাত্রায় তুলনামূলকভাবে সাশ্রয়ী।

নতুন প্রযুক্তি ও সুরক্ষা বৈশিষ্ট্য

এই মডেলে যোগ হয়েছে স্বয়ংক্রিয় নিম্ন উচ্চতা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা ধীর গতিতে সিটের উচ্চতা সর্বোচ্চ ৩০ মিলিমিটার পর্যন্ত কমায়। ফলে শহরের যানজটে নিয়ন্ত্রণ সহজ হয়। সুরক্ষার ক্ষেত্রে যুক্ত হয়েছে:

সামনের সংঘর্ষ সতর্কতা ব্যবস্থা


বিজ্ঞাপন


স্বয়ংক্রিয় গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা

অদৃশ্য স্থান শনাক্তকরণ ব্যবস্থা

ডুকাটি ব্রেক বাতি

ভি৪ এস ভ্যারিয়েন্টে রয়েছে স্কাইহুক ডি এস এস ইভো সাসপেনশন এবং স্বয়ংসমতলীকরণ ব্যবস্থা, যা যাত্রী বা লাগেজসহ বাইকের ভারসাম্য বজায় রাখে।

ducati

নকশা ও আরামদায়ক ভ্রমণ

নকশায় এবারও নজর কেড়েছে ডুকাটি। সামনের অংশ আরও ধারালো, অনুপ্রাণিত পানিগালে ভি৪ থেকে। রয়েছে নতুন সাইলেন্সার, শক্তিশালী এলইডি কর্নারিং লাইট এবং ৬.৫ ইঞ্চির টিএফটি প্রদর্শনী পর্দা যেখানে ডুকাটি সংযোগ ব্যবস্থার মাধ্যমে কল, মানচিত্র নির্দেশনা ও গান ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: পুরনো বাইক এক্সচেঞ্জ করে কম দামে এই বাইক কিনতে পারেন

পাশাপাশি, যাত্রীর আরামদায়ক সিট এবং লাগেজ ক্যারির জন্য নতুনভাবে বসানো প্যানিয়ার ও উপরের বাক্স দীর্ঘ ভ্রমণকে আরও আরামদায়ক করেছে।

কাদের জন্য উপযুক্ত এই বাইক?

নতুন ২০২৫ ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি৪ শুধু শক্তিশালী ইঞ্জিন নয়, উন্নত প্রযুক্তি, আধুনিক নকশা ও সুরক্ষা বৈশিষ্ট্যের কারণে প্রিমিয়াম বাইকপ্রেমীদের জন্য আদর্শ। তবে মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে হলেও, যারা দীর্ঘ ভ্রমণের জন্য উচ্চমানের ভ্রমণ উপযোগী বাইক খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় আপগ্রেড হতে চলেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর