ভারতে বিএসএ গোল্ড স্টারের প্রথম অ্যানিভার্সারি (BSA Gold Star Anniversary) উপলক্ষে কোম্পানি নিয়ে এসেছে এক বিশেষ উৎসব অফার। দেশটিতে নতুন জিএসটি ২.০ সংস্কারের পর দাম সংশোধিত হলেও, ২১ সেপ্টেম্বরের আগে যারা এই বাইকটি কিনবেন তারা পাবেন এক্সচেঞ্জ বোনাস, অ্যাকসেসরি কিট এবং এক্স-শোরুম দামে সাশ্রয় সহ মোট প্রায় ২৩ হাজার ৭০২ রুপি পর্যন্ত সুবিধা।
এক্সচেঞ্জ বোনাস ও অ্যানিভার্সারি কিট
বিজ্ঞাপন
অফারের (BSA Gold Star Anniversary) আওতায় ক্রেতারা যেকোনো টু-হুইলার এক্সচেঞ্জ করলে পাবেন সর্বোচ্চ ১০ হাজার রুপি পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে কোম্পানি দিচ্ছে একটি বিশেষ অ্যানিভার্সারি কিট, যার মূল্য ৫ হাজার ৮৯৬ রুপি। এই কিটের মধ্যে থাকছে একটি টল উইন্ডশিল্ড, পিলিয়ন ব্যাকরেস্ট, পালিশ করা এক্সহস্ট গার্ড এবং রিয়ার রেল। ফলে ক্রেতারা বাইকের সঙ্গে অতিরিক্ত অ্যাকসেসরিজ পাওয়ার সুবিধা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। এক্সচেঞ্জ বোনাস ও কিটের সম্মিলিত সুবিধা দাঁড়াচ্ছে ১৫ হাজার ৮৯৬ রুপি, যা সেভিংসের সঙ্গে মিলে ক্রেতাদের উৎসবের সময় আরও আকর্ষণীয় ডিল দিচ্ছে।
জিএসটি সংস্কারের ফলে বিএসএ গোল্ড স্টারের দাম কিছুটা সংশোধিত হয়েছে। তবে ২১ সেপ্টেম্বরের আগে যারা বাইকটি কিনবেন তারা পাবেন এক্স-শোরুম দামে ২৩ হাজার ৭০২ রুপি পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। অর্থাৎ, এই সময়ে বাইকটি কেনা ক্রেতাদের জন্য আর্থিকভাবে একটি লাভজনক সিদ্ধান্ত হতে পারে।

বিএসএ গোল্ড স্টারের ইঞ্জিন ও পারফরম্যান্স
বিজ্ঞাপন
গোল্ড স্টারে রয়েছে ৬৫২ সিসি লিকুইড-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে উৎপন্ন হয় ৪৫ বিএইচপি পাওয়ার এবং ৫৫ এনএম টর্ক। এর সঙ্গে দেওয়া হয়েছে একটি ফাইভ-স্পিড গিয়ারবক্স, যা অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ সমর্থিত। ফলে গিয়ার শিফটিং আরও স্মুথ হয় এবং দীর্ঘ রাইডে বাইক নিয়ন্ত্রণে থাকে অনেক সহজে। নিরাপত্তার জন্য রয়েছে ডুয়েল-চ্যানেল এবিএস, যা ব্রেকিং পারফরম্যান্সকে করে আরও নির্ভরযোগ্য।
ডিজাইন ও কালার অপশন
বিএসএ গোল্ড স্টারের অন্যতম বড় আকর্ষণ এর ডিজাইন। ব্রিটিশ মোটরসাইকেলের ক্লাসিক স্টাইলকে ধরে রেখেই এটি আধুনিক রাইডিং সুবিধাসহ বাজারে এসেছে। বাইকটি বিভিন্ন কালার অপশনে পাওয়া যাচ্ছে—শ্যাডো ব্ল্যাক, ইনসিগনিয়া রেড, মিডনাইট ব্ল্যাক, ডন সিলভার এবং হাইল্যান্ড গ্রীন। প্রতিটি রঙের মধ্যেই রয়েছে এক আলাদা আভিজাত্য, যা বাইকটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
আরও পড়ুন: ৪০০ সিসির নতুন পালসার আনল বাজাজ
ফেস্টিভ সিজনকে মাথায় রেখে আনা এই অফার নিঃসন্দেহে বাইকপ্রেমীদের উত্সাহিত করবে। এক্সচেঞ্জ বোনাস, অ্যানিভার্সারি কিট এবং এক্স-শোরুম দামে সেভিংস — সব মিলিয়ে এটি নতুন ক্রেতাদের জন্য এক চমৎকার সুযোগ। যারা ব্রিটিশ স্টাইলের ক্লাসিক মোটরসাইকেল চেয়েছেন আধুনিক ফিচারের সঙ্গে, তাদের জন্য বিএসএ গোল্ড স্টার হতে পারে এক দুর্দান্ত পছন্দ।
এজেড

