শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি এলো নতুন সংস্করণে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম

শেয়ার করুন:

টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি
এই সংস্করণে যুক্ত হয়েছে একেবারে নতুন ক্লাস-ডি প্রোজেক্টর হেডলাইট ও সংযুক্ত এলইডি ডে-টাইম রানিং লাইট।

ভারতে লঞ্চ হল টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি ও আরটিআর ২০০ ৪ভি-এর নতুন শীর্ষ সংস্করণ। টিভিএস মোটরস ভারতে তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক সিরিজে এই সংযোজন এনেছে। জনপ্রিয় মডেল টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি এবং অ্যাপাচি আরটিআর ২০০ ৪ভি এবার এসেছে একেবারে নতুন শীর্ষ সংস্করণ নিয়ে। উন্নত বৈশিষ্ট্য, আধুনিক নকশা এবং নতুন রঙের বিকল্প যুক্ত করে বাইকপ্রেমীদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে চলেছে টিভিএস। নতুন সংস্করণের দাম রাখা হয়েছে অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি-এর জন্য ১.৪৭ লাখ রুপি এবং অ্যাপাচি আরটিআর ২০০ ৪ভি-এর জন্য ১.৫৯ লাখ রুপি (দিল্লি শোরুম মূল্য)।

এই সংস্করণে যুক্ত হয়েছে একেবারে নতুন ক্লাস-ডি প্রোজেক্টর হেডলাইট ও সংযুক্ত এলইডি ডে-টাইম রানিং লাইট (ডিআরএল), যা আগে শুধু অ্যাপাচি আরআর ৩১০-এ পাওয়া যেত। ফলে রাতের অন্ধকারে আরও স্পষ্ট আলোর সুবিধা মিলবে। এছাড়া বাইকটিতে রয়েছে ৫ ইঞ্চির প্রদর্শনী পর্দা (ডিসপ্লে ক্লাস্টার), যেখানে ব্লুটুথ সংযোগ ও কণ্ঠ সহায়ক (ভয়েস অ্যাসিস্ট) সুবিধাও যুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


tvs

নিরাপত্তার ক্ষেত্রে টিভিএস বিশেষ গুরুত্ব দিয়েছে। বাইকটিতে এখন রয়েছে ট্র্যাকশন নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা কঠিন পরিস্থিতিতেও টায়ারের গ্রিপ ধরে রাখতে সহায়ক। এর পাশাপাশি সহায়ক ও স্লিপার ক্লাচ যুক্ত করা হয়েছে, যা গিয়ার পরিবর্তনকে মসৃণ করে এবং হঠাৎ ব্রেকের সময় নিরাপত্তা বাড়ায়।

গ্রাহকদের পছন্দ মাথায় রেখে টিভিএস নতুন রঙের বিকল্পও এনেছে। অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি পাওয়া যাবে রেসিং লাল, মেরিন নীল ও ম্যাট কালো রঙে। অন্যদিকে অ্যাপাচি আরটিআর ২০০ ৪ভি পাওয়া যাবে ম্যাট কালো ও গ্রানাইট ধূসর রঙে। এই নতুন রঙ দুটি বাইককে দিয়েছে আরও প্রিমিয়াম লুক।

আরও পড়ুন: মোটরসাইকেলে আরোহী নিলে কি জ্বালানি খরচ বাড়ে?


বিজ্ঞাপন


সব মিলিয়ে বলা যায়, নকশার সূক্ষ্ম পরিবর্তন, উন্নত বৈশিষ্ট্য এবং নতুন রঙের সংস্করণ যুক্ত করে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি ও আরটিআর ২০০ ৪ভি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। টিভিএস আশা করছে, নতুন এই সংস্করণগুলো ভারতীয় বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর