শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলে আরোহী নিলে কি জ্বালানি খরচ বাড়ে?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

জ্বালানি তেল/মোটরসাইকেলে আরোহী নিলে কি জ্বালানি খরচ বাড়ে?
মোটরসাইকেলে আরোহী নিলে কি জ্বালানি খরচ বাড়ে?

বাংলাদেশে মোটরসাইকেল শুধু ব্যক্তিগত যানবাহন নয়, বরং প্রতিদিনের যাতায়াত ও পরিবারের কাজে ব্যবহার হয়। তাই আরোহী (পেছনে যাত্রী) বসালে মাইলেজ কমে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। বিশেষ করে যারা নিয়মিত বাইক ব্যবহার করেন, তারা জ্বালানি খরচে বাড়তি প্রভাব পড়বে কিনা তা ভেবে চিন্তিত থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, আরোহী থাকলে মাইলেজ কিছুটা হলেও কমে। তবে কমার মাত্রা নির্ভর করে ইঞ্জিন ক্ষমতা, রাস্তার ধরন ও চালানোর অভ্যাসের ওপর।

কেন মাইলেজ কমে?

ওজন বৃদ্ধি

আরোহী বসলে বাইকের মোট ওজন বেড়ে যায়। এর ফলে ইঞ্জিনকে স্বাভাবিকের তুলনায় বেশি শক্তি খরচ করতে হয়।

1-800x400

ইঞ্জিনে অতিরিক্ত লোড

বাড়তি লোডের কারণে গিয়ার দ্রুত বদলাতে হয় এবং উচ্চ আরপিএমে (RPM) চালাতে হয়। এতে জ্বালানি খরচ বেড়ে যায়।

অ্যারোডাইনামিক প্রভাব

একা চালানোর তুলনায় দুইজন বসলে বাতাসের বাধা (Air Resistance) বেশি হয়। এর ফলে ফুয়েল ইকোনমি কিছুটা কমে।

চালানোর ধরন ও রাস্তার প্রভাব

আরোহী থাকলে হঠাৎ ব্রেক বা জোরে অ্যাকসেলেট করার প্রবণতা বাড়ে। এতে অতিরিক্ত জ্বালানি খরচ হয়। খারাপ রাস্তা বা উঁচুনিচু এলাকায় এই প্রভাব আরও বেশি হয়।

bik2

কতটা মাইলেজ কমে?

সাধারণত 125cc থেকে 150cc মোটরসাইকেলে একজন আরোহী নিলে মাইলেজে ৫–১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

আরও পড়ুন: নতুন রঙে বাজার মাতাতে এলো ২০২৫ ইয়ামাহা আর১৫ ভার্সন ৪

মোটরসাইকেলে আরোহী নিলে মাইলেজ কিছুটা কমে, তবে সেটা খুব বেশি নয়। নিয়মিত সার্ভিসিং, সঠিক টায়ার প্রেসার বজায় রাখা, হঠাৎ স্পিড না বাড়ানো এবং ব্যালান্সড ড্রাইভিংয়ের মাধ্যমে এই প্রভাব অনেকটাই কমানো সম্ভব। অর্থাৎ, সচেতনভাবে চালালে আরোহী নিয়েও বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া সম্ভব।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর