ভারতের এন্ট্রি-লেভেল (Entry-level) সুপারস্পোর্ট (Supersport) বাইকের বাজারে আবার শোরগোল তুলল ইয়ামাহা মোটর ইন্ডিয়া (Yamaha Motor India)। কোম্পানি লঞ্চ (Launch) করেছে ২০২৫ ইয়ামাহা আর১৫ ভি৪ (2025 Yamaha R15 V4) রেঞ্জ (Range), যেখানে যুক্ত হয়েছে একদম নতুন রঙ ও গ্রাফিক্স (Graphics)। দাম শুরু হচ্ছে ১.৬৮ লাখ রুপি (Ex-showroom) থেকে।
ইয়ামাহা এবার তাদের প্রতিটি ভ্যারিয়েন্টে (Variants) নতুন কালার অপশন এনেছে। আর১৫এম (R15M) এসেছে একেবারে নতুন মেটালিক গ্রে (Metallic Grey) শেডে, যা বাইকটিকে দিয়েছে আরও প্রিমিয়াম লুক। আর১৫ ভার্সন ৪ (R15 Version 4)-এ যুক্ত হয়েছে মেটালিক ব্ল্যাক (Metallic Black) এবং আপডেটেড গ্রাফিক্সে রেসিং ব্লু (Racing Blue)। পাশাপাশি একেবারে প্রথমবারের মতো ভারতীয় বাজারে এসেছে ম্যাট পার্ল হোয়াইট (Matte Pearl White), যা এর আগে আন্তর্জাতিক আর-সিরিজ (R-Series)-এ জনপ্রিয় ছিল। অন্যদিকে আর১৫এস (R15S) এসেছে ম্যাট ব্ল্যাক (Matte Black) রঙে, যেখানে উজ্জ্বল ভার্মিলিয়ন (Vermilion) রঙের হুইল (Wheel) যুক্ত হয়ে দিয়েছে একে আরও স্পোর্টি লুক।
বিজ্ঞাপন

দামও রাখা হয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। আর১৫এম (R15M)-এর দাম ধরা হয়েছে ২.০১ লাখ রুপি, আর১৫ ভার্সন ৪ (R15 Version 4)-এর দাম ১.৮৪ লাখ রুপি এবং সবচেয়ে সাশ্রয়ী আর১৫এস (R15S) পাওয়া যাবে মাত্র ১.৬৭ লাখ রুপিতে (Ex-showroom)।
তবে বাইকের যান্ত্রিক দিক অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতিটি ভ্যারিয়েন্টেই থাকছে ১৫৫ সিসি (155cc) লিকুইড-কুল্ড (Liquid-cooled) ইঞ্জিন এবং ভ্যারিয়েবল ভাল্ভ অ্যাকচুয়েশন (Variable Valve Actuation – VVA) টেকনোলজি (Technology)। এই ইঞ্জিন দ্রুত অ্যাকসেলারেশন (Acceleration), উচ্চ শীর্ষ গতি এবং স্মুথ পাওয়ার ডেলিভারি (Smooth Power Delivery) প্রদান করে, যা আর১৫-কে তার সেগমেন্টের মধ্যে আলাদা করে তোলে।
আরও পড়ুন: রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক Flying Flea C6 প্রকাশ্যে এলো
বিজ্ঞাপন
ফিচারের (Features) দিক থেকেও বাইকটি সমৃদ্ধ। এখানে থাকছে ট্র্যাকশন কন্ট্রোল (Traction Control), অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ (Assist & Slipper Clutch) এবং নির্বাচিত ভ্যারিয়েন্টে কুইক শিফটার (Quick Shifter)। সামনে দেওয়া হয়েছে আপসাইড-ডাউন ফর্ক (Upside-down Fork) সাসপেনশন এবং শক্তিশালী ব্রেকিং সিস্টেম (Braking System), যা হ্যান্ডলিং (Handling) আরও উন্নত করে।
নতুন রঙ, আকর্ষণীয় গ্রাফিক্স (Graphics) এবং একই শক্তিশালী ইঞ্জিন প্রযুক্তি নিয়ে ২০২৫ ইয়ামাহা আর১৫ ভি৪ (2025 Yamaha R15 V4) আবারও প্রমাণ করল, ভারতের সেরা এন্ট্রি-লেভেল (Entry-level) সুপারস্পোর্ট (Supersport) বাইকের আসন তার হাতেই সুরক্ষিত।
এজেড

