গাড়ি কেনার সময় ক্রেতারা সাধারণত ব্র্যান্ড, মডেল, ইঞ্জিন ক্ষমতা বা ফিচারের দিকে বেশি নজর দেন। তবে বিশেষজ্ঞদের মতে গাড়ির রঙও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তা সরাসরি টেকসইতা, রক্ষণাবেক্ষণ ও পুনঃবিক্রয়মূল্যের সঙ্গে জড়িত।
সূর্যের আলো ও রঙের প্রভাব
বিজ্ঞাপন
গাড়ির বডির সবচেয়ে বড় শত্রু হলো সূর্যের অতিবেগুনি রশ্মি। গাঢ় রঙ যেমন কালো, নীল বা লাল সূর্যের তাপে দ্রুত গরম হয়ে যায় এবং এতে পেইন্ট ফেইড বা ঝাপসা হওয়ার ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে, সাদা, সিলভার ও হালকা ধূসর গাড়ি কম তাপ শোষণ করে, ফলে বডির পেইন্ট তুলনামূলক দীর্ঘস্থায়ী হয়।

স্ক্র্যাচ ও ময়লা ধরা
হালকা রঙের গাড়িতে ছোটখাটো স্ক্র্যাচ বা ধুলাবালি সহজে চোখে পড়ে না। বিপরীতে, কালো বা গাঢ় রঙে সামান্য আঁচড়ও স্পষ্ট দেখা যায়। তাই দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণের খরচও গাঢ় রঙের গাড়িতে বেশি হয়।
বিজ্ঞাপন
পুনঃবিক্রয়মূল্য
বাজার জরিপে দেখা যায়, সাদা ও সিলভার রঙের গাড়ি সবচেয়ে জনপ্রিয় এবং রিসেল ভ্যালুও তুলনামূলক বেশি। কারণ এগুলো সময়ের সঙ্গে রঙ হারায় না এবং ক্রেতাদের কাছে সবসময় গ্রহণযোগ্য।

বিশেষজ্ঞদের মতামত
অটোমোবাইল বিশেষজ্ঞরা বলছেন, গাড়ির যান্ত্রিক মান টেকসই হওয়ার মূল উপাদান হলেও রঙের প্রভাব অস্বীকার করা যায় না। যারা দীর্ঘমেয়াদে ঝামেলাহীন ব্যবহার চান, তাদের জন্য সাদা, সিলভার বা হালকা ধূসর গাড়ি সবচেয়ে উপযুক্ত।
আরও পড়ুন: মোটরসাইকেলের বিভিন্ন পার্টসের নাম জানুন
গাড়ির রঙ কেবল সৌন্দর্যের জন্য নয়, টেকসইতা ও খরচ বাঁচানোর ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। তাই নতুন গাড়ি কেনার সময় শুধু পছন্দ নয়, বরং রঙের ব্যবহারিক দিকগুলোও মাথায় রাখা বুদ্ধিমানের কাজ।
এজেড

