শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলের বিভিন্ন পার্টসের নাম জানুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

মোটরসাইকেলের বিভিন্ন পার্টসের নাম জানুন
মোটরসাইকেল সঠিকভাবে চালাতে এবং যত্ন নিতে হলে এর প্রধান অংশগুলোর নাম ও কাজ জানা জরুরি।

মোটরসাইকেল আজ শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং এটি অনেকের শখ ও পছন্দের যানবাহন। শহর থেকে গ্রাম—সব জায়গাতেই এর ব্যবহার ক্রমেই বাড়ছে। তবে একটি মোটরসাইকেল সঠিকভাবে চালাতে এবং যত্ন নিতে হলে এর প্রধান অংশগুলোর নাম ও কাজ জানা জরুরি। প্রতিটি পার্টস একে অপরের সঙ্গে যুক্ত থেকে বাইককে সচল রাখে।

বাহ্যিক অংশ


বিজ্ঞাপন


মোটরসাইকেলের সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো এর বাহ্যিক কাঠামো। এর মধ্যে রয়েছে—

হেডলাইট, টেইল লাইট ও ইন্ডিকেটর লাইট: রাতে ও কম আলোতে চলাচলের জন্য অপরিহার্য।

রিয়ার ভিউ মিরর: পিছনের রাস্তার পরিস্থিতি বোঝার জন্য।

ফুয়েল ট্যাঙ্ক: জ্বালানি সংরক্ষণের মূল স্থান।


বিজ্ঞাপন


সিট: চালক ও যাত্রীর বসার জায়গা।

সাইলেন্সার বা এক্সহস্ট পাইপ: ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া বের করার ব্যবস্থা।

bike_parts

ইঞ্জিন ও যান্ত্রিক অংশ

মোটরসাইকেলের প্রাণ হলো এর ইঞ্জিন।

সিলিন্ডার ও পিস্টন: শক্তি উৎপাদনের মূল অংশ।

ক্লাচ ও গিয়ারবক্স: গতি ও নিয়ন্ত্রণের জন্য।

কার্বুরেটর বা ফুয়েল ইনজেকশন সিস্টেম: জ্বালানি ও বাতাসের সঠিক মিশ্রণ তৈরি করে।

ক্র্যাঙ্কশাফট ও ভ্যালভ: ইঞ্জিনের গতিশক্তি সঠিকভাবে কাজে লাগায়।

parts

সাসপেনশন ও ব্রেক

মসৃণ ও নিরাপদ চালনার জন্য এই অংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্রন্ট ফর্ক ও রিয়ার সাসপেনশন: রাস্তার ধাক্কা শোষণ করে আরাম দেয়।

ডিস্ক ব্রেক ও ড্রাম ব্রেক: বাইক থামানোর মূল ব্যবস্থা।

bike_pic

ইলেকট্রিক্যাল সিস্টেম

আধুনিক মোটরসাইকেল ইলেকট্রনিক যন্ত্রাংশে সমৃদ্ধ।

ব্যাটারি ও ইগনিশন সুইচ: বাইক স্টার্ট করার জন্য অপরিহার্য।

সেলফ স্টার্ট ও কিক স্টার্ট: চালু করার বিকল্প উপায়।

হর্ন ও লাইট: নিরাপদ চালনার জন্য অপরিহার্য।

অনেক বাইকে এখন ইসিইউ (ECU) ব্যবহার হচ্ছে, যা ইঞ্জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।

parts_pic

নিয়ন্ত্রণ ব্যবস্থা

চালকের হাতে নিয়ন্ত্রণ রাখে কয়েকটি প্রধান অংশ—

অ্যাক্সেলেটর বা থ্রটল: গতি নিয়ন্ত্রণ করে।

ক্লাচ লিভার ও গিয়ার শিফট লিভার: চালনার সময় গতি পরিবর্তন করে।

ব্রেক লিভার ও প্যাডেল: জরুরি সময়ে থামানোর জন্য অপরিহার্য।

আরও পড়ুন: এয়ার কুলড নাকি ওয়েল কুলড ইঞ্জিনের মোটরসাইকেল ভালো?

মোটরসাইকেল চালনা যেমন রোমাঞ্চকর, তেমনি সঠিক রক্ষণাবেক্ষণ ও সচেতনতা প্রয়োজন। বাইকের প্রতিটি অংশ সম্পর্কে ধারণা থাকলে দুর্ঘটনা এড়ানো যায় এবং বাইকের আয়ুষ্কালও বৃদ্ধি পায়। তাই মোটরসাইকেলের সব পার্টসের নাম ও কাজ জানা প্রতিটি চালকের দায়িত্ব।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর