শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিভিএস ইলেকট্রিক মিনি পিকআপ আনল, দাম ৩ লাখ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

TVS King Kargo HD EV
টিভিএস বাজারে নিয়ে এলো নতুন মিনি ইলেকট্রিক পিকআপ

ভারতের জনপ্রিয় টু-হুইলার ও থ্রি-হুইলার নির্মাতা টিভিএস মোটর কোম্পানি প্রথমবারের মতো বাণিজ্যিক ইলেকট্রিক ভেহিকল (EV) সেগমেন্টে পদার্পণ করল। কোম্পানি বাজারে নিয়ে এলো নতুন মিনি ইলেকট্রিক পিকআপ যার মডেল টিভিএস কিং কার্গো এইচডি ইভি (TVS King Kargo HD EV বৈদ্যুতিক বাহনটির ভারতীয় মূল্য যার এক্স-শোরুম মূল্য ধরা হয়েছে ৩.৮৫ লাখ রুপি।


বিজ্ঞাপন


কাদের জন্য উপযোগী?

শহর ও উপ-শহরের লজিস্টিকস ও লাস্ট-মাইল ডেলিভারি সার্ভিসের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বৈদ্যুতিক থ্রি-হুইলার। বর্তমানে টিভিএস ICE ইঞ্জিনভিত্তিক King Kargo বিক্রি করছে, যেখানে রয়েছে ২২৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুল্ড ইঞ্জিন। পাশাপাশি কোম্পানি শিগগিরই বাজারে আনবে CNG ভ্যারিয়েন্ট, যা ২০২৫ সালের শেষের দিকে লঞ্চ হবে।

tvs

প্রধান স্পেসিফিকেশন


বিজ্ঞাপন


লোড ডেকের দৈর্ঘ্য: ৬.৬ ফুট

সাসপেনশন: রোবাস্ট লিফ স্প্রিং সেটআপ

টপ স্পিড: সর্বোচ্চ ৬০ কিমি/ঘণ্টা

গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ২৩৫ মিমি

লোডিং হাইট: মাত্র ৭০৩ মিমি

ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি: ৫০০ মিমি

টার্নিং রেডিয়াস: ৩,৪২০ মিমি (শহরের ভিড় রাস্তায় সহজ চলাচলের জন্য)

ব্রেকিং সিস্টেম: ২০০ মিমি ড্রাম ব্রেক, কম ব্রেকিং ডিস্ট্যান্স নিশ্চিত করে

চার্জিং টাইম: ৩ ঘণ্টা ১০ মিনিট

tvw

ফিচারসমূহ

এই EV-টিতে রয়েছে একাধিক সেগমেন্ট-ফার্স্ট ফিচার

LED হেডল্যাম্প ও টেলল্যাম্প

প্রশস্ত কেবিন, ফুল-রোলিং উইন্ডো

স্টাইলিশ ডোর ট্রিমস, উন্নত ভেন্টিলেশন ব্যবস্থা

Power Gear Mode  লোড অবস্থায় বেশি টর্ক প্রদান করে

টুইন-অ্যাক্সিস রিয়ার-ভিউ মিরর, নিরাপদ ন্যাভিগেশনের জন্য

কানেক্টিভিটি ও স্মার্ট ফিচার

TVS SmartXonnect অ্যাপ ২৬টি স্মার্ট ফিচার

TVS Connect Fleet  ভারতের প্রথম থ্রি ও টু-হুইলার টেলিমেটিক্স সলিউশন

৩১টি উন্নত ফিচার

ফ্লিট অপারেটরদের জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ও ভিজিবিলিটি

ওয়ারেন্টি

টিভিএস দিচ্ছে ৬ বছরের বা ১.৫ লাখ কিমি (যেটি আগে হবে) স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি।

আরও পড়ুন: রয়্যাল এনফিল্ডের এই জনপ্রিয় মোটরসাইকেল আসছে ইলেকট্রিক ভার্সনে

কোথায় পাওয়া যাবে?

প্রথম ধাপে এই বৈদ্যুতিক থ্রি-হুইলার বিক্রি হবে ভারতের দিল্লি-এনসিআর (ফরিদাবাদ, নয়ডা, গুরগাঁও, গাজিয়াবাদ), রাজস্থান ও বেঙ্গালুরুতে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর