মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রয়্যাল এনফিল্ডের এই জনপ্রিয় মোটরসাইকেল আসছে ইলেকট্রিক ভার্সনে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

re

পৃথিবীর অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতো নিয়ে আসছে ইলেকট্রিক বুলেট। আগামী ২৮ আগস্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে এই বাইক, যা ক্লাসিক বুলেটের ঐতিহ্য ধরে রেখেই যুক্ত করছে আধুনিক প্রযুক্তি। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর এক চার্জে ২৭৯ কিলোমিটার রেঞ্জ, যা বাইকপ্রেমীদের জন্য এক বড় চমক। চলুন জেনে নিই বাইকটির ডিজাইন থেকে শুরু করে ফিচার ও সম্ভাব্য দামের খুঁটিনাটি।

ডিজাইন


বিজ্ঞাপন


রয়্যাল এনফিল্ড বুলেট মানেই আলাদা এক নস্টালজিয়া। ইলেকট্রিক বুলেটেও রয়েছে সেই পরিচিত লুক—গোল হেডল্যাম্প, টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক (যেখানে এবার ব্যাটারি হাউজিং), আর স্পোকড হুইল। তবে ওজন কমাতে বডি প্যানেল বানানো হয়েছে হাই-স্ট্রেংথ কম্পোজিট মেটেরিয়াল দিয়ে। ফলে বাইকটি দেখতে ক্লাসিক হলেও চালনায় হবে আরও স্মার্ট ও কার্যকর।

আরও পড়ুন: ৩১২ সিসির নতুন অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল আনল টিভিএস

পারফরম্যান্স

প্রথাগত ‘ঠক ঠক’ শব্দ নেই, কিন্তু আছে নীরব শক্তি। ইলেকট্রিক বুলেটে থাকছে ১০ কিলোওয়াট মিড-মাউন্টেড মোটর, যা থেকে পাওয়া যাবে ৫০ এনএম টর্ক। ফলে স্টার্ট দেওয়ার পর মুহূর্তেই গতি তুলতে সক্ষম এই বাইক। ০ থেকে ৬০ কিমি গতি তুলতে সময় লাগবে মাত্র ৫ সেকেন্ডেরও কম, যা একটি ক্রুজার বাইকের জন্য যথেষ্ট দ্রুত।


বিজ্ঞাপন


রেঞ্জ

এই বাইকের মূল আকর্ষণ এর রেঞ্জ। ১৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক একবার চার্জে দিবে ২৭৯ কিমি পর্যন্ত রেঞ্জ। তবে বাস্তবে শহর ও হাইওয়ে মিক্সড কন্ডিশনে প্রায় ২০০-২২০ কিমি রেঞ্জ পাওয়া যাবে।

main

ফিচার

আধুনিক ফিচারেও ভরপুর রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বুলেট।

ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার – স্পিড, রেঞ্জ, ব্যাটারি লেভেল ও ন্যাভিগেশন নির্দেশনা দেখাবে।

ব্লুটুথ কানেক্টিভিটি – ফোন কল, মিউজিক ও অ্যাপ-বেসড ডায়াগনস্টিক সুবিধা।

ডুয়াল-চ্যানেল এবিএস ও রিজেনারেটিভ ব্রেকিং – অতিরিক্ত নিরাপত্তা ও রেঞ্জ সাশ্রয়।

এলইডি লাইটিং – চারপাশে দৃশ্যমানতা বাড়াবে।

ইউএসবি পোর্ট ও স্টোরেজ স্পেস – চার্জিং ও প্রয়োজনীয় জিনিস রাখার সুবিধা।

জিপিএস ট্র্যাকিং ও স্মার্ট কী সিস্টেম – বাইকের নিরাপত্তা নিশ্চিত করবে।

দাম

রয়্যাল এনফিল্ড ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে দাম। ইলেকট্রিক বুলেটের এক্স-শোরুম প্রাইস ধরা হচ্ছে প্রায় ২.৫ লাখ রুপি থেকে শুরু। ভ্যারিয়েন্ট ও অতিরিক্ত ফিচারের ওপর নির্ভর করে দাম যেতে পারে সর্বোচ্চ ৩ লাখ রুপি পর্যন্ত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর