টিভিএস মোটর কোম্পানি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে বহুল প্রতীক্ষিত অ্যাপাচি আরটিআর ৩১০ (Apache RTR 310)। ২০২৫ এডিশনের এই বাইকের পারফরম্যান্স মোটরসাইকেলের জগতে একেবারে নতুন মানদণ্ড তৈরি করেছে। শুধু একটি আপডেট নয়, বরং আক্রমণাত্মক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিনিয়ারিং এবং স্মার্ট ফিচারের সমন্বয়ে এটি এসেছে এক পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে।
স্টাইলিশ ও আকর্ষণীয় ডিজাইন
বিজ্ঞাপন
অ্যাপাচি আরটিআর ৩১০ এক নজরেই দৃষ্টি কাড়ে তার মাসকুলার স্ট্রিটফাইটার লুক দিয়ে। তীক্ষ্ণ কাটিং-এজ লাইন, চওড়া ও আকর্ষণীয় ফুয়েল ট্যাঙ্ক এবং এক্সপোজড ট্রেলিস ফ্রেম এর পারফরম্যান্স ভাবমূর্তিকে ফুটিয়ে তোলে। হেডল্যাম্প থেকে শুরু করে ডিআরএল এবং টেললাইট—সবখানেই ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম এলইডি লাইটিং, যা শুধু আধুনিক লুকই দেয় না, বরং রাতে নিরাপদ রাইডও নিশ্চিত করে।

শক্তিশালী ইঞ্জিন পারফরম্যান্স
বাইকটিতে রয়েছে ৩১২.২ সিসি লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি উৎপাদন করে ৩৫.৬ বিএইচপি পাওয়ার এবং ২৮.৭ এনএম টর্ক, যা পুরো রেভ রেঞ্জেই লিনিয়ার পাওয়ার ডেলিভারি দেয়। এর সঙ্গে যুক্ত আছে নিখুঁত গিয়ারবক্স, স্লিপার-অ্যাসিস্ট ক্লাচ এবং দ্বিমুখী কুইক-শিফটার—যা ক্লাচ ছাড়াই সহজে গিয়ার পরিবর্তন করতে সাহায্য করে।
বিজ্ঞাপন
আধুনিক রাইডার এইড ও সেফটি সিস্টেম
টিভিএস জানে সময় এখন স্মার্ট টেকনোলজির। তাই বাইকটিতে যুক্ত হয়েছে পাঁচটি মোড—Urban, Rain, Sport, Track ও Supermoto। প্রতিটি মোডে আলাদা থ্রটল রেসপন্স, পাওয়ার ডেলিভারি এবং ABS সেটিংস থাকে। নিরাপত্তার জন্য আছে ডুয়াল-চ্যানেল ও কর্নারিং ABS, রিয়ার হুইল লিফট-অফ প্রোটেকশন ও ডাইনামিক স্টেবিলিটি কন্ট্রোল।
স্মার্ট কানেক্টিভিটি ও নতুন ফিচার
একটি ৫-ইঞ্চি রঙিন টিএফটি ডিসপ্লে দিয়েই নিয়ন্ত্রণ করা যায় পুরো বাইক। টিভিএস SmartXonnect সিস্টেম ফোনের সঙ্গে জুড়ে দেয়—যেখানে দেখা যাবে কল, মেসেজ, এমনকি নেভিগেশন অ্যালার্টও। এছাড়াও আছে ক্লাইমেট-কন্ট্রোলড সিট এবং GoPro ইন্টিগ্রেশন, যা রাইডিংকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তুলবে।
আরামদায়ক রাইডিং ও নিয়ন্ত্রণ
রাইডিং পজিশন স্পোর্টি হলেও অতিরিক্ত আগ্রাসী নয়, তাই দৈনন্দিন ব্যবহারের জন্যও উপযুক্ত। KYB অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং পর্যাপ্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেকোনো রাস্তার পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখে। ব্রেকিং সিস্টেমে রয়েছে 300 মিমি ফ্রন্ট ও 240 মিমি রিয়ার ডিস্ক ব্রেক, সঙ্গে হাই-গ্রিপ মিশেলিন টায়ার (ঐচ্ছিকভাবে পিরেল্লিও পাওয়া যাবে)।

কাস্টমাইজেশন ও দাম
বাইকের জন্য আছে বিভিন্ন ডুয়াল-টোন কালার স্কিম এবং Built-To-Order (BTO) প্রোগ্রাম, যেখানে গ্রাফিক্স, সিট ট্রিম ও টেক প্যাকেজ কাস্টমাইজ করা যাবে। ভারতে দাম শুরু হচ্ছে 2.43 লাখ রুপি (এক্স-শোরুম) থেকে, যা প্রতিদ্বন্দ্বী বাইকগুলোর তুলনায় অত্যন্ত প্রতিযোগিতামূলক।
আরও পড়ুন: এক চার্জে ১৮০ কিমি চলবে এই ইলেকট্রিক সাইকেল, দাম ১৮ হাজার
টিভিএস অ্যাপাচি RTR 310 নিঃসন্দেহে এক আকর্ষণীয় স্ট্রিটফাইটার বাইক, যেখানে একসঙ্গে পাওয়া যায় রেস-টেকনোলজি, আধুনিক ডিজাইন এবং দৈনন্দিন ব্যবহারের সুবিধা। অ্যাড্রেনালিনপ্রেমী রাইডারদের জন্য যেমন উপযুক্ত, তেমনি সাধারণ ব্যবহারকারীর জন্যও এটি এক কার্যকরী পারফরম্যান্স বাইক।
এজেড

