ভারতের রিলায়েন্স জিও এবার টেলিকম থেকে স্মার্ট মবিলিটির দুনিয়ায় পা রাখল। সংস্থা লঞ্চ করেছে তাদের নতুন জিও ইলেকট্রিক সাইকেল। মাত্র ৪৯৯ রুপি বুকিং মূল্যে এই সাইকেল পাওয়া যাচ্ছে, যা এক চার্জে চলতে পারবে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। ফলে এটি শিক্ষার্থী, ডেলিভারি কর্মী ও পরিবেশবান্ধব যাত্রীদের জন্য বড় চমক হতে চলেছে।
সাশ্রয়ী দাম
বিজ্ঞাপন
৪৯৯ রুপি বুকিংয়ের অগ্রিম মূল্য। পুরো দাম পড়বে আনুমানিক ১৮,০০০ থেকে ২২,০০০ রুপির মধ্যে। অন্য ইলেকট্রিক টু-হুইলারের তুলনায় এটি অনেক সস্তা, যা জিও’র "প্রতিটি ঘরে সাশ্রয়ী যানবাহন" দেওয়ার অঙ্গীকারকে প্রতিফলিত করছে।
দীর্ঘ রেঞ্জ ও মোড
বাজেট ই-বাইকের বেশিরভাগই সর্বোচ্চ ৫০–৭০ কিমি পর্যন্ত রেঞ্জ দেয়, কিন্তু জিও ই-সাইকেল এক চার্জে ১৮০ কিমি পর্যন্ত চলতে সক্ষম। এতে রয়েছে তিনটি মোড:
পেডাল-অনলি মোড – সম্পূর্ণ ম্যানুয়াল সাইক্লিং
বিজ্ঞাপন
পেডাল-অ্যাসিস্ট মোড – আংশিক বৈদ্যুতিক সহায়তা
থ্রটল মোড – সম্পূর্ণ বৈদ্যুতিক চালনা
এতে সব বয়সের মানুষ ও বিভিন্ন ফিটনেস স্তরের ব্যবহারকারীরা সহজে চালাতে পারবেন।

আধুনিক নকশা ও স্মার্ট ফিচার
সাইকেলটি হালকা ও আকর্ষণীয় ডিজাইনে তৈরি এবং বিভিন্ন রঙে পাওয়া যাবে। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ফিচার যেমন:
ডিজিটাল স্পিডোমিটার
মোবাইল চার্জিং পোর্ট
ব্লুটুথ অ্যাপ কানেক্টিভিটি
অ্যান্টি-থেফ্ট লক সিস্টেম
জিওথিংস অ্যাপের মাধ্যমে জিও-ট্র্যাকিং
নিরাপত্তায় বাড়তি গুরুত্ব
প্রিমিয়াম সেগমেন্টের বৈদ্যুতিক বাইকে যেমন ফিচার থাকে, জিও ই-সাইকেলেও সেসব যুক্ত করা হয়েছে। যেমন:
সামনে ও পেছনে LED লাইট
ডুয়াল ডিস্ক ব্রেক
রিফ্লেক্টর ও শক-অ্যাবজর্ভিং সাসপেনশন
অ্যান্টি-স্লিপ টায়ার
কম খরচে ব্যবহারযোগ্য
রিমুভেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা সাধারণ সকেটেই মাত্র ৩–৪ ঘণ্টায় চার্জ হয়ে যায়। ফুয়েলের ঝামেলা নেই, মেইনটেন্যান্স খরচও অনেক কম।

টার্গেট কাস্টমার
এই মূলত সাইকেল। এই ই-সাইকেলের টার্গেট কাস্টমার-
শিক্ষার্থী ও কলেজগামীদের
খাবার ডেলিভারি কর্মীদের
প্রবীণ ও ফিটনেসপ্রেমীদের
পরিবেশবান্ধব পরিবারের
জন্য আদর্শ সমাধান হতে চলেছে।
বুকিং ও প্রাপ্যতা
জিও’র অফিসিয়াল ওয়েবসাইট ও নির্দিষ্ট খুচরা দোকানে বুকিং শুরু হয়েছে। প্রথমে ভারতের মেট্রো শহরগুলোতে ডেলিভারি হবে, পরে ধীরে ধীরে টায়ার-২ ও টায়ার-৩ শহরে পৌঁছাবে।
আরও পড়ুন: ইভি দুনিয়ায় গেম-চেঞ্জার: হিরো আনল ৩২৯ কিমি মাইলেজের ইলেকট্রিক বাইক
সব মিলিয়ে, জিও ইলেকট্রিক সাইকেল ভারতের সাধারণ মানুষের জন্য দৈনন্দিন যাতায়াতে সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব এক নতুন বিকল্প হয়ে উঠতে পারে।
এজেড

