বর্ষার দিনে অনেক গাড়িচালক ও যাত্রী একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন—গাড়ির জানালার ভেতরে কুয়াশা জমা। এতে দৃশ্যমানতা কমে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু কেন এমনটি ঘটে? আর কিভাবে এই সমস্যার সমাধান করা যায়?
বৃষ্টির দিনে গাড়ির জানালায় কুয়াশা জমার কারণ
বিজ্ঞাপন
বৃষ্টির দিনে গাড়ির ভেতর ও বাইরের পরিবেশের মধ্যে তাপমাত্রা ও আর্দ্রতার পার্থক্যের কারণে জানালায় কুয়াশা জমে।
বাইরে বৃষ্টির কারণে বাতাস ঠান্ডা ও আর্দ্র থাকে।
গাড়ির ভেতরে যাত্রীদের শ্বাস-প্রশ্বাস ও শরীরের তাপে বাতাস গরম হয়ে যায় এবং এতে আর্দ্রতাও বাড়ে।
ভেতরের এই গরম ও আর্দ্র বাতাস যখন ঠান্ডা কাচের সঙ্গে সংস্পর্শে আসে, তখন বাষ্প জলকণায় রূপ নেয়। ফলে জানালার গায়ে কুয়াশার আস্তরণ জমে যায়, যাকে বিজ্ঞানের ভাষায় কনডেনসেশন (Condensation) বলা হয়।
বিজ্ঞাপন

গাড়ির জানালায় কুয়াশা জমলে কী হয়?
চালকের দৃশ্যমানতা হঠাৎ কমে যায়।
দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
রাতে বা ব্যস্ত সড়কে এটি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে।
গাড়ির জানালায় কুয়াশা জমা প্রতিরোধে কিছু কার্যকর উপায় হলো—
ডিফগার বা ডিফ্রস্টার ব্যবহার করুন
গাড়ির ডিফগার চালালে জানালার কাচ গরম হয় এবং জমা আর্দ্রতা দ্রুত উবে যায়।
এয়ার কন্ডিশনার চালু করুন
এসি বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়, ফলে জানালা শুকনো থাকে।

জানালা সামান্য খোলা রাখুন
এতে ভেতরের আর্দ্র বাতাস বের হয়ে গিয়ে বাইরের বাতাসের সঙ্গে ভারসাম্য তৈরি করে।
অ্যান্টি-ফগ স্প্রে ব্যবহার করুন
বিশেষ অ্যান্টি-ফগ কোটিং কাচে লাগালে কুয়াশা জমা অনেকটাই কমে যায়।
আরও পড়ুন: বৃষ্টির দিনে গাড়ির এসির তাপমাত্রা কততে রাখা উচিত?
বৃষ্টির দিনে গাড়ির জানালায় কুয়াশা জমা একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। তবে সচেতনভাবে ডিফগার, এসি কিংবা অন্যান্য পদ্ধতি ব্যবহার করলে সহজেই এ সমস্যা মোকাবিলা করা যায়। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য এই ছোট্ট সতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার কার্যকর উপায়।
এজেড

