মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জেনে রাখুন

বৃষ্টির দিনে গাড়ির এসির তাপমাত্রা কততে রাখা উচিত?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

car ac

বৃষ্টির দিনে বাইরের তাপমাত্রা এমনিতেই কম থাকে। এই সময়ে গাড়ির এসি খুব একটা চালানোর প্রয়োজন পড়ে না। এসি যদি চালাতেই হয় তবে সঠিক তাপমাত্রা সেট করতে হবে। না হলে গাড়ির জ্বালানি খরচ বাড়বে। জানুন বর্ষাকালে এসির তাপমাত্রা কত রাখবেন।

বর্ষাকালে, গাড়ির এয়ার কন্ডিশনারটি ২৪° সেলসিয়াস থেকে ২৬° সেলসিয়ারের মধ্যে তাপমাত্রায় চালানো ভালো। এই তাপমাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ তো হবেই, সঙ্গে তা জ্বালানি সাশ্রয় এবং গাড়ির ভেতরের আর্দ্রতাও নিয়ন্ত্রণ করবে।


বিজ্ঞাপন


এসি ফ্যান – গাড়ির এসির ফ্যান মাঝারি গতিতে চালানো উচিত। এটি পুরো কেবিন জুড়ে সমানভাবে শীতল বাতাস বিতরণ করবে এবং অতিরিক্ত ঠান্ডা অনুভব করার সম্ভাবনা কম হবে।

ac

এসির রি-সার্কুলেশন মোড – এসির রি-সার্কুলেশন মোড ব্যবহার করা উচিত। এটি গাড়ির ভিতরের বাতাসকে ঠান্ডা করবে এবং বাইরের গরম ও আর্দ্র বাতাসকে ভেতরে আসতে বাধা দেবে।

এসি ভেন্ট – এসি ভেন্টগুরোকে উপরের দিকে এবং মুখ থেকে কিছুটা দূরের দিকে রাখতে হবে। এটি মুখে সরাসরি ঠান্ডা বাতাস পড়তে বাধা দেবে এবং গলা ব্যথা হওয়ার আশঙ্কা কম থাকবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এই নিয়ম মেনে গাড়ি চালালে বৃষ্টিতে গাড়ি নষ্ট হবে না

গাড়ির জানালা – বর্ষাকালে গাড়ির জানালা সামান্য খোলা রাখতে হবে। এটি গাড়ির ভেতর থেকে আর্দ্রতা অপসারণ করতে সাহায্য করবে এবং কাচকে ঝাপসা হওয়া থেকে রোধ করবে।

এসি রক্ষণাবেক্ষণ – বর্ষার সময়ে গাড়ির এসির রক্ষণাবেক্ষণ করা উচিত। এটি নিশ্চিত করবে যে, এসি দক্ষতার সঙ্গে কাজ করছে এবং ঠান্ডা বাতাস সরবরাহ করছে।

এই বিষয়গুলো মাথায় রেখে বর্ষাকালে নিজেদের গাড়ির এসি আরামে এবং কোনও ঝামেলা ছাড়াই ব্যবহার করা যেতে পারে। বর্ষাকালে গাড়ির এসি ফিট রাখার কিছু টিপস –

car

১. নিয়মিত রক্ষণাবেক্ষণ –

বর্ষার আগে গাড়ির এসি সার্ভিসিং করে রাখতে হবে। এটি নিশ্চিত করবে যে এসি দক্ষতার সঙ্গে কাজ করছে এবং শীতল বাতাস সরবরাহ করছে।

নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার বা প্রতিস্থাপন করা উচিত। একটি নোংরা এয়ার ফিল্টার বায়ুপ্রবাহ কমাতে পারে এবং এসিকে আরও কঠিন করে তুলতে পারে। একই সঙ্গে গাড়ির কনডেন্সার কয়েলটিও পরিষ্কার করতে হবে। প্রয়োজনে ফ্রেয়ন (রেফ্রিজারেন্ট) স্তর পরীক্ষা করতে হবে এবং টপ আপ করতে হবে।

২. আর্দ্রতা নিয়ন্ত্রণ –

এসির রি-সার্কুলেশন মোড ব্যবহার করতে হবে। এটি গাড়ির ভিতরের বাতাসকে ঠান্ডা করবে এবং বাইরের গরম ও আর্দ্র বাতাসকে ভিতরে আসতে বাধা দেবে।

এর জন্য গাড়ির জানালা সামান্য খোলা রাখতে হবে। এটি গাড়ির ভিতর থেকে আর্দ্রতা অপসারণ করতে সাহায্য করবে এবং কাচকে ঝাপসা হওয়া থেকে রোধ করবে। এর জন্য ডি-ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এটি গাড়ির ভেতর থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করতে সাহায্য করবে।

৩. গাড়ির এসির ব্যবহার –

– তাপমাত্রা ২৪° সেলসিয়াস থেকে ২৬° সেলসিয়াসের মধ্যে রাখতে হবে।

– এসি ফ্যান – এসির ফ্যান মাঝারি গতিতে চালাতে হবে।

– এসি ভেন্ট – এসি ভেন্টগুলোকে উপরের দিকে এবং মুখ থেকে কিছুটা দূরে রাখতে হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর