মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রয়েল এনফিল্ড নতুন যেসব মোটরসাইকেল আনছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

রয়েল এনফিল্ডের নতুন মডেল ২০২৬
রয়েল এনফিল্ড আগামী বছর এক ঝাঁক নতুন মডেল আনছে। ছবি”: ইন্টারনেট

ভারতের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড আগামীতে একগুচ্ছ নতুন বাহন আনছে। ২০২৫ সালের শেষভাগে কিংবা ২০২৬ সালের প্রথমভাগে বাজারে আসবে এসব বাইক। 

বাজারে রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছিল। এবার প্রকাশ্যেই দেখা যেতে পারে এই ইলেকট্রিক বাইক। 


বিজ্ঞাপন


কিছু বাইকে নতুন আপডেট

পুরনো কিছু বাইকে সম্প্রতি নতুন আপডেট দিয়ে এনেছে কোম্পানি। এবার সেখান থেকে বেরিয়ে নতুন বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে রয়েল এনফিল্ড। এমন পরিস্থিতিতে কোম্পানি নতুন লঞ্চের দিকে মনোযোগ দিচ্ছে। 

রয়েল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক কবে আসবে?

বহুদিন ধরেই রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক সম্পর্কে কথা চলছিল। কোম্পানি ২০২৬ সালের শুরুতে তাদের প্রথম ই-বাইক ফ্লাইং ফ্লি সি৬ লঞ্চ করতে পারে। এর পরে একটি স্ক্র্যাম্বলার স্টাইলের ইলেকট্রিক বাইক ও একটি ব্যাটারি চালিত হিমালয়ান বাইকও চালু করা হবে। কোম্পানি ৭৫০সিসি অ্যাডভেঞ্চার হিমালয়ান বাইক আনার কথাও ভাবছে।


বিজ্ঞাপন


re1

রয়েল এনফিল্ড গেরিলা ক্যাফে রেসার ভার্সন

এছাড়াও, কোম্পানি ৪৫০সিসি গেরিলা বাইকের একটি ক্যাফে রেসার ভার্সন তৈরি করছে। এটি ২০২৬ সালের মধ্যে বাজারে আসবে। এই বাইকটি থ্রুক্সটন ৪০০-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে পারে। মেটিওর ৩৫০ এবং বুলেট ৩৫০-এর মতো মডেলগুলোতে ছোটখাটো ডিজাইন পরিবর্তন করা যেতে পারে। বাইকের পাওয়ারট্রেনে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০: নতুন রঙে বাজার মাত, দাম ১ লাখ ৭৭ হাজার

রয়েল এনফিল্ড বুলেট ৬৫০ টুইন

রয়েল এনফিল্ড ৬৫০ সিসি সেগমেন্টে বুলেট ৬৫০ টুইন আনার প্রস্তুতি নিচ্ছে। এই নামের ট্রেডমার্ক ইতিমধ্যেই ফাইল করা হয়েছে। এ থেকে স্পষ্ট যে কোম্পানি শিগগিরিই একটি নতুন ৬৫০ সিসি বাইক লঞ্চ করবে। এই বাইকটি ক্লাসিক ৬৫০-এর চেয়ে কিছুটা সস্তা হতে পারে। এছাড়াও, রয়েল এনফিল্ড এখন ৭৫০ সিসি ইঞ্জিন সহ একটি বাইক তৈরিতেও কাজ করছে। এর নামকরণ করা হয়েছে আর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে তৈরি প্রথম বাইকটি ২০২৫-২৬ সালের মধ্যে বাজারে আসতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর