ভারতের মোটরসাইকেল বাজারে জনপ্রিয় রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলটি ২০২৫ সালে নতুন রঙের বিকল্প নিয়ে এসেছে। মার্জিত গ্রাফাইট গ্রে রঙ এবং স্পোর্টি নিয়ন হলুদ হাইলাইটসসহ এই বাইকটি এখন আরও স্টাইলিশ ও আকর্ষণীয় হয়ে উঠেছে। নতুন রঙের সঙ্গে নতুন আপগ্রেডও যুক্ত করা হয়েছে, যা রাইডিং অভিজ্ঞতাকে করে তুলেছে আরও আরামদায়ক ও স্মার্ট।
নতুন গ্রাফাইট গ্রে রঙে স্টাইলিশ আপডেট
বিজ্ঞাপন
২০২৫ হান্টার ৩৫০ মডেলের নতুন গ্রাফাইট গ্রে রঙ বাইকের চেহারায় নিয়ে এসেছে আধুনিক ও মার্জিত লুক। নীয়ন হলুদ রঙের হাইলাইটস বাইকটিকে দিয়েছে চটকদার স্পোর্টি অনুভূতি, যা রাস্তায় সহজেই নজর কাড়বে।
আরও পড়ুন: মোটরসাইকেলে লং ট্যুরে গেলে শরীরের ক্লান্তি কমানোর কৌশল
শক্তিশালী ৩৪৯ সিসি জে-সিরিজ ইঞ্জিন
এই বাইকটি ৩৪৯ সিসি, এয়ার কুলড-শীতল, জে-সিরিজ ইঞ্জিন দ্বারা চালিত, যা ২০.২ ঘোড়াশক্তি এবং ২৭ নিউটন-মিটার সর্বোচ্চ টর্ক প্রদান করে। ৫-গিয়ার স্পিড গিয়ারবক্স ও সহায়ক স্লিপার ক্লাচ থাকার কারণে গিয়ার পরিবর্তন হয় মসৃণ এবং আরামদায়ক।
বিজ্ঞাপন

উন্নত রাইডিং কমফোর্ট ও আধুনিক ফিচার
রিয়ার সাসপেনশন আপগ্রেড এবং বাড়ানো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অসমতল রাস্তা পারাপারে সহজ করে। আরামদায়ক সিট দীর্ঘ সময় রাইডেও ক্লান্তি কমায়। LED হেডল্যাম্প, ট্রিপার ন্যাভিগেশন পড ও USB টাইপ-সি চার্জিং পোর্ট নতুন মডেলের স্ট্যান্ডার্ড ফিচার।
মধ্যম দামি রেট্রো-রোডস্টার মার্কেটে জনপ্রিয়তা বৃদ্ধি
নতুন রঙ এবং ফিচার সংযোজনের ফলে রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ এখন ভারতের মধ্যম মূল্য শ্রেণির রেট্রো-রোডস্টার সেগমেন্টে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এর বিক্রি বাড়ার সম্ভাবনা উজ্জ্বল।
এজেড

