শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলের ব্রেকিং সিস্টেমের ধরন ও সঠিক ব্যবহার জানুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ০৯:৫১ এএম

শেয়ার করুন:

মোটরসাইকেলের ব্রেকিং সিস্টেমের ধরন ও সঠিক ব্যবহার জানুন
মোটরসাইকেলের বিভিন্ন ধরনের ব্রেকিং সিস্টেম থাকে।

মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে ব্রেকিং সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদান। সঠিক সময়ে সঠিকভাবে ব্রেক ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যায়। বর্তমানে মোটরসাইকেলে বিভিন্ন ধরনের ব্রেকিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে, যেগুলোর প্রযুক্তি, কার্যকারিতা ও ব্যবহার পদ্ধতিতে রয়েছে ভিন্নতা।

ব্রেকিং সিস্টেমের প্রধান ধরন

১. ড্রাম ব্রেক

বিবরণ: ড্রাম ব্রেক মোটরসাইকেলের পুরোনো ও প্রচলিত ব্রেক সিস্টেম। এতে একটি ধাতব ড্রামের ভেতরে ব্রেক শু চাপ দিয়ে গতি নিয়ন্ত্রণ করে।

সুবিধা: রক্ষণাবেক্ষণ সহজ, কম খরচে মেরামতযোগ্য।

অসুবিধা: ভিজে গেলে কার্যকারিতা কমে যায়, ডিস্ক ব্রেকের তুলনায় ব্রেকিং ক্ষমতা কম।


বিজ্ঞাপন


ব্যবহার টিপস: শহরের কম গতির রাইড ও বাজেট-বান্ধব বাইকে উপযোগী।

break23

২. ডিস্ক ব্রেক

বিবরণ: এতে চাকার সঙ্গে যুক্ত ধাতব ডিস্কে ক্যালিপারের মাধ্যমে ব্রেক প্যাড চাপ দিয়ে চাকা থামানো হয়।

সুবিধা: দ্রুত ও কার্যকর ব্রেকিং, ভিজে অবস্থায়ও তুলনামূলক ভালো পারফরম্যান্স।

অসুবিধা: রক্ষণাবেক্ষণ খরচ বেশি, প্যাড দ্রুত ক্ষয় হয়।

ব্যবহার টিপস: হাইওয়ে ও উচ্চ গতির রাইডের জন্য নিরাপদ বিকল্প।

৩. সিঙ্গেল ডিস্ক বনাম ডুয়াল ডিস্ক ব্রেক

সিঙ্গেল ডিস্ক: শুধুমাত্র সামনের চাকার জন্য। সাধারণত ১২৫-১৫০ সিসি বাইকে বেশি দেখা যায়।

ডুয়াল ডিস্ক: সামনে ও পেছনে উভয় চাকার জন্য ডিস্ক ব্যবহৃত হয়। উচ্চক্ষমতাসম্পন্ন বাইকে বেশি থাকে।

pad

৪. ABS (Anti-lock Braking System)

বিবরণ: ABS প্রযুক্তি হঠাৎ ব্রেক করার সময় চাকা লক হয়ে যাওয়া রোধ করে, ফলে বাইক নিয়ন্ত্রণ হারায় না।

সুবিধা: ভেজা বা পিচ্ছিল রাস্তায় বাড়তি নিরাপত্তা।

অসুবিধা: বাইকের দাম বৃদ্ধি পায়, রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল।

ব্যবহার টিপস: অভিজ্ঞ ও নতুন উভয় ধরনের রাইডারের জন্য উপযোগী, বিশেষত বর্ষা ও হাইওয়েতে।

৫. CBS (Combined Braking System)

বিবরণ: CBS সিস্টেমে সামনের ব্রেক চাপলে পেছনের ব্রেকও আংশিকভাবে সক্রিয় হয়, অথবা উল্টোটা হয়।

সুবিধা: নতুন রাইডারের জন্য সহজ ও নিরাপদ ব্রেকিং।

অসুবিধা: হাই-পারফরম্যান্স রাইডের জন্য উপযুক্ত নয়।

ব্যবহার টিপস: শহুরে কম গতির চলাচলে বেশি কার্যকর।

pad2

সঠিক ব্রেক ব্যবহারের কিছু টিপস

সামনের ও পেছনের ব্রেক একসঙ্গে ব্যবহার করুন — শুধু এক ব্রেক ব্যবহার করলে ভারসাম্য নষ্ট হতে পারে।

হঠাৎ শক্ত ব্রেক না কষে ধীরে ধীরে চাপুন — এতে চাকা লক হওয়ার সম্ভাবনা কমে।

ভেজা রাস্তায় গতি নিয়ন্ত্রণে রাখুন — ব্রেকিং দূরত্ব বাড়তে পারে।

বাইক ওজন ও লোড অনুযায়ী ব্রেকিং এডজাস্ট করুন — অতিরিক্ত বোঝা থাকলে আগে থেকেই গতি কমান।

ব্রেক প্যাড ও লাইন নিয়মিত পরীক্ষা করুন — ক্ষয়ে গেলে তাৎক্ষণিক পরিবর্তন করুন।

আরও পড়ুন: যেসব লক্ষণে বুঝবেন মোটরসাইকেলের ব্যাটারির আয়ু শেষ

সঠিক ব্রেকিং সিস্টেম নির্বাচন ও সঠিক ব্যবহার মোটরসাইকেল চালকের নিরাপত্তা নিশ্চিত করে। প্রযুক্তির উন্নয়নের ফলে আজকের বাইকগুলোতে উন্নত ব্রেকিং সুবিধা পাওয়া গেলেও চালকের সচেতনতা ও অভ্যাসই দুর্ঘটনা এড়ানোর মূল চাবিকাঠি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর