শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যেসব লক্ষণে বুঝবেন মোটরসাইকেলের ব্যাটারির আয়ু শেষ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

যেসব লক্ষণে বুঝবেন মোটরসাইকেলের ব্যাটারির আয়ু শেষ
মোটরসাইকেলের ব্যাটারি নষ্ট হলে ভোগান্তিতে পড়তে হয়।

মোটরসাইকেলের ব্যাটারি শুধু ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্যই নয়, বরং হেডলাইট, ইন্ডিকেটর, হর্ন এবং অন্যান্য ইলেকট্রিক সিস্টেম সচল রাখার জন্যও জরুরি। তবে সময়ের সঙ্গে বা যত্নের অভাবে ব্যাটারির চার্জ ফুরিয়ে যেতে পারে। চার্জ শেষ হয়ে গেলে হঠাৎ রাস্তায় বিপদে পড়ার আগে কয়েকটি লক্ষণ দেখে তা বোঝা সম্ভব।

১. সেলফ স্টার্ট কাজ না করা


বিজ্ঞাপন


সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো—সেলফ স্টার্টে মোটরসাইকেল চালু না হওয়া বা খুব ধীরে ঘোরা। এটি ব্যাটারির চার্জ কমে যাওয়ার প্রাথমিক সংকেত।

Upcoming-Motorcycles-in-Bangladesh-780x470

২. হেডলাইটের আলো ম্লান হয়ে যাওয়া

ব্যাটারি দুর্বল হয়ে গেলে হেডলাইটের আলো স্বাভাবিকের চেয়ে কম উজ্জ্বল হয়, বিশেষ করে ইঞ্জিন অফ থাকা অবস্থায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মোটরসাইকেলের ব্যাটারি চার্জ হয় কীভাবে?

৩. হর্নের শব্দ দুর্বল হয়ে যাওয়া

হর্ন বাজালে যদি স্বাভাবিক জোরে না বাজে বা কাঁপা-কাঁপা শব্দ হয়, তাহলে এটি ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার লক্ষণ হতে পারে।

৪. ইন্ডিকেটর বা ডিসপ্লের আলো ফ্লিকার করা

চার্জ শেষের দিকে গেলে ইন্ডিকেটরের বাতি বা ডিজিটাল ডিসপ্লের আলো মাঝে মাঝে জ্বলে-নিভে যেতে পারে।

ব্যাটটািরি

৫. মোটরসাইকেল বারবার বন্ধ হয়ে যাওয়া

আধুনিক EFI (Electronic Fuel Injection) বাইকে ব্যাটারি দুর্বল হলে ইঞ্জিন চলার সময়ও হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে।

৬. চার্জ ধরে না রাখা

চার্জ দেওয়ার পরও কয়েকদিনের মধ্যেই ব্যাটারি আবার দুর্বল হয়ে গেলে বুঝতে হবে ব্যাটারিটি পরিবর্তনের সময় হয়ে গেছে।

bike_battery

পরামর্শ:

নিয়মিত ব্যাটারির চার্জ চেক করুন।

দীর্ঘ সময় বাইক ব্যবহার না করলে ব্যাটারি আলাদা করে চার্জে দিন।

প্রয়োজনে ভালো মানের ব্যাটারি রিপ্লেস করুন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর