ভারতের জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা হিরো মোটোকর্প তাদের ১২৫ সিসি বিভাগকে আরও শক্তিশালী করতে নতুন হিরো গ্ল্যামার ১২৫ মডেল নিয়ে আসছে। এই বাইকটি আগামী মাসেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কোম্পানির উন্নয়ন ও গবেষণা কেন্দ্রে এই বাইকের পরীক্ষা চালানোর ছবি ভাইরাল হয়েছে, যা দেখেই বোঝা যাচ্ছে এটি শুধুমাত্র একটি আপডেট নয়, বরং পরবর্তী প্রজন্মের একটি নতুন মডেল।
আরও পড়ুন: বাজারের অন্যসব বাইককে টেক্কা দেবে হোন্ডা শাইন ১০০ ডিএক্স
বিজ্ঞাপন
নতুন হিরো গ্ল্যামার ১২৫-এ প্রথমবারের মতো যোগ করা হয়েছে ক্রুজ কন্ট্রোল সুবিধা, যা যাত্রাপথে রাইডারদের জন্য আরামদায়ক হবে। ইগনিশন বোতামের নিচে ডান দিকের সুইচগিয়ারে একটি টগল বোতাম হিসেবে এই সুবিধাটি যুক্ত করা হয়েছে। এছাড়া নতুন সুইচগিয়ার পাশাপাশি যন্ত্রাংশের স্ক্রিনে একটি নতুন এলসিডি প্রদর্শন থাকবে, যা ব্লুটুথ সমর্থনসহ টার্ন-বাই-টার্ন নেভিগেশন, এসএমএস ও কল সতর্কতা সুবিধা দেবে। ইউএসবি চার্জিং পয়েন্টও স্ট্যান্ডার্ড সুবিধা হিসেবে থাকবে।

যদিও ইঞ্জিনে কোনো পরিবর্তন আসতে পারে না, তবুও নতুন নকশা ও উন্নত সুবিধার কারণে দামের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হিরো গ্ল্যামার ১২৫-এর এই নতুন মডেলটি বাজারে হোন্ডা সিবি শাইন-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ১২৫ সিসি বিভাগে হিরো’র অবস্থান আরও মজবুত করবে।
এজেড

