শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজারের অন্যসব বাইককে টেক্কা দেবে হোন্ডা শাইন ১০০ ডিএক্স

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

হোন্ডা শাইন ১০০ ডিএক্স

বাজারে আবারো চমক নিয়ে হাজির হয়েছে হোন্ডা। সংস্থাটি তাদের সবচেয়ে সাশ্রয়ী ও জনপ্রিয় বাইক শাইন ১০০ এর নতুন সংস্করণ Honda Shine 100 DX লঞ্চ করেছে। এই মডেলটি এখন আরও আকর্ষণীয় ডিজাইন, উন্নত ফিচার এবং আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে তরুণ রাইডারদের কথা মাথায় রেখে।

স্টাইল ও ডিজাইনে আধুনিক ছোঁয়া


বিজ্ঞাপন


নতুন Shine 100 DX বাইকে রয়েছে বিশাল জ্বালানি ট্যাংক, যা বাইকটিকে আগের তুলনায় আরও পেশিবহুল ও স্টাইলিশ করে তুলেছে। এতে যোগ হয়েছে বোল্ড গ্রাফিক ডিজাইন, ক্রোম হেডলাইট কাভার ও হিট শিল্ড – সব মিলিয়ে বাইকটিকে প্রিমিয়াম লুক দিয়েছে।

এখন পুরোপুরি ডিজিটাল মিটার

এই সেগমেন্টে প্রথমবারের মতো, Shine 100 DX-এ রয়েছে একটি সম্পূর্ণ ডিজিটাল এলসিডি মিটার, যেখানে গতি, জ্বালানির স্তর ও গিয়ারের অবস্থান স্পষ্টভাবে দেখা যাবে। প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় আকর্ষণ।

dx2


বিজ্ঞাপন


ইঞ্জিন ও মাইলেজ

এই বাইকে রয়েছে ৯৮.৩৩ সিসির ফোর-স্ট্রোক ইঞ্জিন, যা ৭.২৮ বিএইচপি শক্তি এবং ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে রয়েছে ৪-গতির গিয়ারবক্স। শহরের যানজটে যেমন চমৎকার পারফর্ম করে, তেমনি গ্রামীণ রাস্তায়ও এর মাইলেজ প্রশংসনীয়।

আরাম ও নিরাপত্তা

টেলিস্কোপিক সামনের সাসপেনশন

পাঁচ স্তরের অ্যাডজাস্টেবল রিয়ার শক অ্যাবজর্বার

১৭ ইঞ্চি টিউবলেস টায়ার সহ অ্যালয় চাকা

মজবুত স্টিল ফ্রেম

এই সব মিলে বাইকটিকে করে তুলেছে আরামদায়ক, মজবুত ও দীর্ঘস্থায়ী।

দাম কত?

Shine 100 DX-এর দাম ভারতে ৮০ হাজার রুপির মধ্যে। যা বাজেট-বান্ধব গ্রাহকদের জন্য দারুণ সুখবর।

আরও পড়ুন: এই বাইকের ট্যাঙ্ক ফুল করলে ৬০০ কিমি চলে

যারা চাচ্ছেন বাজেটের মধ্যে দুর্দান্ত মাইলেজ, আধুনিক ডিজাইন ও প্রযুক্তি—তাদের জন্য Honda Shine 100 DX হতে পারে ২০২৫ সালের সেরা কমিউটার বাইক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর