শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

2026 Honda X-ADV

হোন্ডা নতুন অ্যাডভেঞ্চার স্কুটার আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

হোন্ডা নতুন অ্যাডভেঞ্চার স্কুটার আনল

হোন্ডা আন্তর্জাতিক বাজারে উন্মোচন করল তাদের অ্যাডভেঞ্চার স্টাইলের স্কুটার ২০২৬ হোন্ডা এক্স-এডিভি। নতুন মডেলে যুক্ত হয়েছে নজরকাড়া সাদা রঙ, যেখানে নীল ও লাল গ্রাফিক্স রয়েছে। আগের সাদা, ধূসর ও কালো রঙের বিকল্পও রাখা হয়েছে।

উন্নত গিয়ারবক্স


বিজ্ঞাপন


যান্ত্রিক দিক থেকে বড় পরিবর্তন না থাকলেও ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন-এ সূক্ষ্ম উন্নয়ন আনা হয়েছে। ফলে স্টার্টের সময় আরও মসৃণ গতি এবং কম গতিতে নিয়ন্ত্রণ বেড়েছে। ক্লাচ সিস্টেমও উন্নত করা হয়েছে ভালো প্রতিক্রিয়া ও অনুভূতির জন্য।

onda

শক্তিশালী ইঞ্জিন

এতে রয়েছে ৭৪৫ সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন, যা ৫৭.৮ অশ্বশক্তি ও ৬৯ এনএম টর্ক উৎপন্ন করে। ছয়-গতির গিয়ারবক্সটি স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল—দুটি মোডেই চালানো যায়।


বিজ্ঞাপন


আধুনিক ফিচার

স্কুটারটিতে রয়েছে ফুল এলইডি লাইট, ক্রুজ নিয়ন্ত্রণ, হোন্ডা টর্ক নিয়ন্ত্রণ ব্যবস্থা, চারটি রাইডিং মোড (স্ট্যান্ডার্ড, বৃষ্টি, স্পোর্ট, কাঁকরপথ) এবং ৫ ইঞ্চি রঙিন ডিসপ্লে, যাতে ব্লুটুথ সংযোগ ও দিকনির্দেশক নেভিগেশন সুবিধা আছে।

adv6

অফ-রোড উপযোগী কাঠামো

মজবুত স্টিল ফ্রেম, ৪১ মিমি ইউএসডি ফর্ক, অ্যাডজাস্টেবল মনোশক, ১৭ ও ১৫ ইঞ্চির স্পোকড চাকায় টিউবলেস টায়ার এবং ডুয়াল ডিস্ক ব্রেক—সব মিলিয়ে অফ-রোড রাইডের জন্য প্রস্তুত।

আরও পড়ুন: বাজারের অন্যসব বাইককে টেক্কা দেবে হোন্ডা শাইন ১০০ ডিএক্স

মূল্য ও প্রতিদ্বন্দ্বী

ভারতে এখনো নতুন মডেল আসেনি। বর্তমানে পুরনো এক্স-এডিভি বিক্রি হচ্ছে ১১.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) দামে। প্রধান প্রতিদ্বন্দ্বী বিএমডব্লিউ সি ৪০০ জিটি, যার দাম ১১.৭৫ লক্ষ টাকা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর