শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বর্ষাকালে বাইকে লং রাইডে যাচ্ছেন? কী কী সঙ্গে নেবেন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

bike tour during rainyseason

বর্ষার দিনে বাইকে লং রাইড—শুধু সাহস নয়, একধরনের রোমাঞ্চও বটে। ঝিরঝির বৃষ্টি, সবুজে ভেজা প্রকৃতি আর সুরসুরে বাতাস যেন একেকটা মুহূর্তকে করে তোলে সিনেমার মতো। তবে সেই ছবির পর্দার বাইরে বাস্তব রাস্তায় রয়েছে নানা অনিশ্চয়তা—পানি জমা রাস্তায় বাইক থেমে যাওয়া, হঠাৎ বৃষ্টি, ঠান্ডা লাগা বা গ্যাজেট নষ্ট হয়ে যাওয়ার মতো বিপত্তি।

তাই বর্ষাকালে বাইকে দূরপাল্লার যাত্রায় বের হওয়ার আগে কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখা একেবারেই জরুরি। কী কী রাখবেন? দেখে নিন এই জরুরি তালিকাটি:


বিজ্ঞাপন


১. রেইনকভার বা রেইনসুট

নিজেকে ভেজা থেকে বাঁচাতে অবশ্যই একটি ভালো মানের রেইনসুট রাখুন।

হেলমেট কভারও সঙ্গে রাখলে ফগিং ও ভিজে যাওয়ার হাত থেকে বাঁচবেন।

bike_accident


বিজ্ঞাপন


২. ওয়াটারপ্রুফ ব্যাগ বা ব্যাগ কভার

সঙ্গে থাকা ইলেকট্রনিক্স, জামাকাপড়, ডকুমেন্ট বা ক্যামেরা যেন না ভিজে যায়, সেজন্য ওয়াটারপ্রুফ ব্যাগ বা ব্যাগের জন্য রেইনকভার রাখুন।

৩. পলিথিন বা সিলিং ব্যাগ

মোবাইল, মানিব্যাগ, কাগজপত্র ইত্যাদি ছোটখাটো জিনিস রাখতে ২–৩টি বড় আকারের পলিথিন বা সিলিং ব্যাগ রাখুন।

রিজার্ভ পোশাকও আলাদা করে পলিথিনে প্যাক করে রাখলে ভালো।

road

৪. মেডিকিট

হালকা কাশি, ঠান্ডা, মাথাব্যথা বা পেট খারাপের ওষুধসহ একটি ছোট মেডিকিট রাখুন।

সঙ্গে রাখুন ব্যান্ডেজ, ওডোমস (মশার প্রতিরোধক), গ্লাভস ও স্যানিটাইজার।

৫. পাওয়ার ব্যাংক ও ক্যাবল

বর্ষার রাস্তায় চার্জিং পয়েন্ট পাওয়া কঠিন। তাই সঙ্গে শক্তিশালী পাওয়ার ব্যাংক রাখুন।

সঙ্গে প্রয়োজনীয় চার্জিং ক্যাবল এবং চার্জারও নিন।

tour

৬. টর্চ বা হেডল্যাম্প

হঠাৎ রাত হলে বা রাস্তায় আলো না থাকলে কাজে লাগবে।

ব্যাটারি ভালো আছে কি না, আগেই দেখে নিন।

৭. রিজার্ভ গ্লাভস ও মোজা

ভিজে গেলে হ্যান্ডেলিং বা গিয়ার পরিবর্তনে সমস্যা হয়। তাই বাড়তি একজোড়া গ্লাভস ও মোজা সঙ্গে রাখুন।

৮. বেসিক টুলকিট ও স্পেয়ার পার্টস

টায়ার পাংচার হলে বা হালকা সমস্যা সমাধানে প্রয়োজন হবে টুলকিটের।

একটি টায়ার রিপেয়ার কিট, চেইন স্প্রে, অতিরিক্ত ফিউজ কিংবা কেবল রাখুন।

৯. লোকেশন ম্যাপ ও ইমার্জেন্সি কনট্যাক্ট লিস্ট

অফলাইন গুগল ম্যাপ ডাউনলোড করে নিন।

হাতে লিখে বা ফোনে ইমার্জেন্সি কনট্যাক্ট নম্বর সেভ করে রাখুন।

বাইক৪

১০. হালকা শুকনো খাবার ও পানির বোতল

যেকোনো সময় খিদে পেলে বা দোকান না পেলে শুকনো খাবার যেমন বিস্কুট, চকলেট বা চানাচুর কাজে দেবে।

পানির বোতল অবশ্যই রাখুন।

আরও পড়ুন: বৃষ্টির দিনে মোটরসাইকেল চালকদের ৫টি অপ্রত্যাশিত বিপদ

বর্ষায় বাইকে লং রাইড মানেই প্রস্তুতির সঙ্গে চলা। অপ্রত্যাশিত বৃষ্টি, রাস্তায় সমস্যা কিংবা যান্ত্রিক ঝামেলায় যাতে পড়তে না হয়, তার জন্য আগে থেকেই পরিকল্পনা করে এগোনো জরুরি। মনে রাখবেন অল্প একটু প্রস্তুতি, অনেকটা নিরাপত্তা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর