বৃষ্টির দিনে মোটরসাইকেল চালানো অনেক সময় রোমাঞ্চকর মনে হলেও, এতে লুকিয়ে থাকে একাধিক অপ্রত্যাশিত বিপদ। শুধু ভেজা কাপড় বা জুতা নয়, অজান্তেই হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বর্ষাকালে রাস্তাঘাটের অবস্থার দ্রুত পরিবর্তন, দৃশ্যমানতার ঘাটতি, কাদা ও জমে থাকা পানির কারণে প্রতিনিয়ত বাইকারদের নতুন নতুন সমস্যার মুখে পড়তে হয়।
চলুন জেনে নিই বর্ষার দিনে বাইকারদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৫টি অপ্রত্যাশিত বিপদ—
বিজ্ঞাপন

১. পিচ্ছিল ঢালু রাস্তা ও ব্রেকিং বিপদ
বর্ষায় সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত তৈরি হয় যখন বাইক একটি ভেজা ঢালু রাস্তায় চলতে থাকে। রাস্তার ওপর থাকা কাদা, অ্যালগি বা তেলের স্তর হঠাৎ করে টায়ারের গ্রিপ কমিয়ে দেয়। ফল—স্লিপ, স্কিড, কিংবা বাইক পড়ে যাওয়া।
পরামর্শ:
বিজ্ঞাপন
ঢালু বা বাঁক রয়েছে এমন রাস্তায় ধীরে চলুন
হঠাৎ ব্রেক নয়, ধীরে ধীরে ব্রেক চাপুন
টায়ারের গ্রিপ ভালো আছে কি না, আগে দেখে নিন

২. খোলা বা ঢাকা নেই এমন ম্যানহোল ও ড্রেনের মুখ
বৃষ্টির পানি রাস্তার ওপর জমে থাকে, নিচে কী আছে তা বোঝা কঠিন। অনেক সময় ঢাকা ছাড়া ম্যানহোল বা খোলা ড্রেনের মুখ বাইকারদের ফাঁদে ফেলে। তাতে চাকা পড়লে ভারসাম্য হারিয়ে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে।
পরামর্শ:
জমে থাকা পানির ভেতর না ঢুকে পাশ কাটিয়ে চলুন
অপরিচিত রাস্তায় সাবধানে চালান, সামনে গাড়ির আচরণ লক্ষ্য করুন

৩. হঠাৎ রেইন ব্রেক – গাড়ি ও বাইকের গতি হঠাৎ কমে যাওয়া
বর্ষাকালে সামনে চলা গাড়ি বা বাস হঠাৎ থেমে যেতে পারে। কারণ হতে পারে রাস্তা পিচ্ছিল, ব্রেক কাজ না করা, কিংবা চালক পানি দেখে ভয় পেয়ে থেমে যাওয়া।
পরামর্শ:
সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন
সিগন্যাল ব্যবহার করুন, ওভারটেক করার আগে সাবধান থাকুন
৪. হেলমেট ফগিং ও দৃশ্যমানতা কমে যাওয়া
বৃষ্টির দিনে বাইকারদের অন্যতম সমস্যা হলো হেলমেটের ভিজার কুয়াশাচ্ছন্ন হয়ে যাওয়া (ফগিং)। এর ফলে সামনের রাস্তা পরিষ্কারভাবে দেখা যায় না, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
পরামর্শ:
অ্যান্টি-ফগ ভিজার ব্যবহার করুন
হেলমেটের সামনে সামান্য ফাঁকা রাখুন যাতে বাতাস চলাচল করে
প্রয়োজনে থেমে ভিজার মুছে নিন

৫. ইলেকট্রিক শর্ট সার্কিট বা বাইক বন্ধ হয়ে যাওয়া
বৃষ্টির পানিতে বাইকের ইলেকট্রিক কনেকশন, স্পার্ক প্লাগ, ব্যাটারি বা সেন্সর ভিজে গেলে বাইক হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। অনেক সময় এক্সহস্ট বা এয়ার ইনটেকে পানি ঢুকেও এমনটি ঘটে।
পরামর্শ:
বাইকে রেইন প্রটেক্টিভ কাভার ব্যবহার করুন
এক্সহস্ট পাইপ উচ্চতায় রাখুন
গভীর পানির মধ্য দিয়ে না যাওয়াই ভালো
আরও পড়ুন: হিরো প্যাশন প্লাস: জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল
বর্ষার সৌন্দর্য উপভোগের পাশাপাশি বাইকের নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। একটু সচেতনতা ও প্রস্তুতি আপনার জীবন ও বাইকের সুরক্ষা নিশ্চিত করতে পারে। মনে রাখুন, গন্তব্যে পৌঁছানোই মূল লক্ষ্য—রোমাঞ্চ নয়, দায়িত্ববোধই সেরা চালকের চিহ্ন।
এজেড

