শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বর্ষাকালে মোটরসাইকেল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের নিয়ম

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১০:২৯ এএম

শেয়ার করুন:

safety

বর্ষার দিনে একদিকে যেমন বৃষ্টির ভেজায় রাইডিং আনন্দদায়ক, তেমনই অন্যদিকে মোটরসাইকেলের জন্য এই সময়টা হয়ে ওঠে চ্যালেঞ্জিং। কাদা, পানি ও আর্দ্রতা—সব মিলিয়ে মোটরসাইকেলের ক্ষতির আশঙ্কা বেড়ে যায় বহুগুণ। তাই বর্ষাকালে বাইকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। নিচে মোটরসাইকেল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম তুলে ধরা হলো:

১. নিয়মিত কাদা ও ময়লা পরিষ্কার করুন


বিজ্ঞাপন


বৃষ্টির দিনে কাদা, ধুলা ও পানি মিশে বাইকের চাকা, চেইন, মাডগার্ড, ইঞ্জিন বডি ও নিচের অংশে জমে থাকে। দীর্ঘদিন এসব পরিষ্কার না করলে জং ধরতে পারে, এমনকি পারফরম্যান্সেও প্রভাব পড়ে।

বাইক রাইডের পরপরই নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে বাইকের নিচের অংশ ভালোভাবে মুছে ফেলুন।

আরও পড়ুন: গাড়ি-বাইকের টায়ারে এই ‘ম্যাজিক তরল’ ব্যবহারে পাংচার হবে না

হাই-প্রেশার ওয়াটার স্প্রে ব্যবহার করলে আরও ভালো পরিষ্কার হবে।


বিজ্ঞাপন


২. চেইনে নিয়মিত লুব্রিকেশন দিন

বর্ষাকালে বাইকের চেইনে কাদা ও পানি জমে গিয়ে দ্রুত শুকিয়ে যায় এবং রুক্ষ হয়ে পড়ে।

প্রতি ৫০০ কিমি রাইড বা বেশি কাদা-পানির মধ্যে চালালে সপ্তাহে একবার চেইন ক্লিনার দিয়ে পরিষ্কার করে উপযুক্ত চেইন লুব্রিকেন্ট ব্যবহার করুন।

এটি বাইকের শব্দ কমায় এবং গতি বজায় রাখে।

৩. রিমুভেবল কভার ব্যবহার করুন

বাইকের আসন, মিটার, হ্যান্ডেল ও ইলেকট্রনিক্স অংশকে রক্ষা করার জন্য রিমুভেবল রেইন কভার ব্যবহার অত্যন্ত কার্যকর।

বর্ষাকালে পার্কিংয়ের সময় বাইকের উপর একটি ভালো মানের ওয়াটারপ্রুফ কভার দিন।

এতে বাইক ভিজে যাওয়ার ঝুঁকি কমবে।

৪. ওয়্যাক্সিং ও পলিশ করুন

মোটরসাইকেলের রঙ ও বডিকে দীর্ঘস্থায়ী করতে মাঝে মাঝে ওয়্যাক্সিং করা ভালো।

রেইন ওয়াটার বাইকের বডিতে দাগ বা জং ফেলতে পারে। ওয়্যাক্সিং বাইককে পানিবাহী স্তর থেকে সুরক্ষা দেয়।

১৫ দিন পরপর একবার বাইক ওয়্যাক্স করুন।

ride

৫. ব্রেক ও টায়ার পরীক্ষা করুন

বৃষ্টির দিনে রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেকিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ব্রেক প্যাড ভিজে গেলে কার্যক্ষমতা কমে যেতে পারে।

টায়ারের গ্রিপ চেক করুন, টায়ার বেশি মসৃণ হলে বর্ষায় রাইডিং বিপজ্জনক।

৬. ইলেকট্রিক কানেকশন ও ব্যাটারির যত্ন

বৃষ্টির পানিতে বাইকের ইলেকট্রিক কানেকশন শর্ট হতে পারে।

ব্যাটারির কানেকশন ও তারগুলো নিয়মিত দেখে নিন।

প্রয়োজনে ইলেকট্রিক অংশে ইনসুলেটিং টেপ বা সিলিকন স্প্রে ব্যবহার করুন।

৭. ইঞ্জিন ও এক্সহস্টের পানি প্রবেশ রোধ

চালানোর সময় বা পরিষ্কার করার সময় এক্সহস্ট পাইপ ও ইঞ্জিনে পানি ঢুকলে সমস্যা হতে পারে।

বাইক ধোয়ার সময় এক্সহস্টে কাপড় গুঁজে রাখুন।

পানি জমলে ইঞ্জিন স্টার্ট করার আগে ভালোভাবে শুকিয়ে নিন।

বর্ষাকালে মোটরসাইকেলের যত্ন একটু বাড়তি হলেও এর ফল দীর্ঘমেয়াদে ইতিবাচক। নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে বাইক শুধু দেখতে নতুন থাকবে না, বরং পারফরম্যান্সও থাকবে আগের মতোই চমৎকার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর