শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাড়ি-বাইকের টায়ারে এই ‘ম্যাজিক তরল’ ব্যবহারে পাংচার হবে না

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

tyre

মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার—যে যানবাহনই হোক না কেন, চালকদের জন্য সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতাগুলোর একটি হলো রাস্তায় হঠাৎ করে টায়ার পাংচার হয়ে যাওয়া। বিশেষ করে যখন কোথাও দূরে যাচ্ছেন বা জরুরি কাজে বের হয়েছেন। পুরনো টায়ার হলে তো কথাই নেই—পাংচারের আশঙ্কা আরও বেড়ে যায়।

তবে চিন্তার কিছু নেই। খুবই সহজ এবং সাশ্রয়ী এক সমাধান আপনার এই দুশ্চিন্তা দূর করতে পারে। আর সেটি হলো অ্যান্টি-পাংচার লিকুইড কেমিক্যাল।


বিজ্ঞাপন


gel2

কী এই অ্যান্টি-পাংচার লিকুইড?

এই তরল রাসায়নিকটি মূলত টিউবলেস টায়ারের জন্য তৈরি। টায়ারের ভেতরে ঢেলে দিলেই এটি টায়ারের অভ্যন্তরে এক ধরনের রক্ষাকবচ তৈরি করে। এরপর কোনও পেরেক, তার, পাথর বা অন্য কোনও তীক্ষ্ণ বস্তু ঢুকলেও তা ছিদ্র করে ফেলতে পারে না। কারণ, সেই ফাঁকা জায়গায় তাৎক্ষণিকভাবে তরলটি জমে গিয়ে সিল করে দেয় ছিদ্রটি। ফলে টায়ার থেকে বাতাস বের হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না।

বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনও টায়ার ১০-১৫ বার পাংচার হয়ে থাকে, তাও নতুন টায়ার না কিনে অ্যান্টি-পাংচার তরল ব্যবহার করে তা আরও দীর্ঘদিন চালানো সম্ভব।


বিজ্ঞাপন


gel

কীভাবে ব্যবহার করবেন?

এটি শুধু টিউবলেস টায়ারের জন্য প্রযোজ্য। সাধারণ টায়ারে এটি কাজ করবে না।

প্রথমে টায়ারের ভালভ খুলে দিতে হবে।

এরপর প্রয়োজন মতো তরল (প্রতি টায়ারে প্রায় আধ লিটার) ঢেলে ভালভ আবার বন্ধ করে দিন।

এরপর কিছুটা চালিয়ে নিলেই তরলটি পুরো টায়ারের ভেতরে ছড়িয়ে যাবে এবং সক্রিয় হয়ে যাবে।

এই তরল বাংলাদেশেও অনলাইনে এবং স্থানীয় অটো পার্টস দোকানে ২৫০–৫০০ টাকার মধ্যেই পাওয়া যায়।

gel_pic

দেশের বিভিন্ন জেলায় কাজ করা টায়ার মেরামতকারীরা বলছেন, অনেকেই টায়ার বারবার পাংচার হলে সেটি বাতিল ভেবে ফেলে দেন। অথচ, এই অ্যান্টি-পাংচার লিকুইড ব্যবহার করলে টায়ারটি আবার নতুনের মতো কাজ করে এবং মাসের পর মাস পাংচারমুক্ত থাকে।

আরও পড়ুন: কত কিমি চালানোর পর মোটরসাইকেলের টায়ার বদলানো উচিত?

প্রতিদিন অফিস, বাজার কিংবা দূরপাল্লার যাত্রা—যেখানেই যান, বারবার টায়ার পাংচারের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে একবার চেষ্টা করে দেখতেই পারেন এই “ম্যাজিক লিকুইড”। এতে যেমন খরচ কমবে, তেমন সময়ও বাঁচবে। সবচেয়ে বড় কথা, রাস্তায় হঠাৎ সমস্যায় পড়ার ভয় অনেকটাই কমে যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর