শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরো গ্ল্যামার ১২৫ আসছে প্রিমিয়াম ফিচারে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

hero bike

হিরোর জনপ্রিয় মোটরসাইকেল গ্ল্যামার ১২৫ আসছে প্রিমিয়াম ফিচারে। খুব শিগগিরই এই মোটরসাইকেল বাজারে আসবে। 

সম্প্রতি বাইকটির রাস্তায় পরীক্ষা চালানোর সময় ক্যামেরাবন্দি হয়েছে, যার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সামনে এসেছে। বাইকটির পুরো বডি কভার করা থাকলেও, সুইচগিয়ার ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থেকে বেশ কিছু নতুন ফিচারের আভাস পাওয়া গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল – ক্রুজ কন্ট্রোল ফিচার।


বিজ্ঞাপন


প্রথমবার ক্রুজ কন্ট্রোল ফিচার

ক্রুজ কন্ট্রোল সাধারণত বড় ও প্রিমিয়াম বাইকে দেখা যায়, যেখানে এটি হাইওয়েতে দীর্ঘক্ষণ একই গতিতে বাইক চালাতে সাহায্য করে। তবে হিরো তাদের এই ১২৫ সিসির গ্ল্যামার বাইকে প্রথমবার এই প্রযুক্তি অন্তর্ভুক্ত করছে। যদিও শহরের মধ্যে কম গতিতে চলাচলের ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, তবুও হাইওয়েতে এটি সুবিধাজনক হবে বলেই ধারণা।

অনুমান করা হচ্ছে, হিরো এই ফিচার গ্ল্যামার ১২৫-এ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে পরে এক্সপালস ২১০ বা মেভেরিক ৪৪০-এর মতো বড় বাইকে তা চালু করতে পারে। ক্রুজ কন্ট্রোল টগল সুইচটি দেওয়া হয়েছে বাইকের ডানদিকে, ইগনিশন বাটনের নিচে।

hero


বিজ্ঞাপন


নতুন হিরো গ্ল্যামার ১২৫-এ সম্পূর্ণ নতুন এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল দেখা গিয়েছে, যেটি দেখতে অনেকটা কারিজমা এক্সএমআর ও এক্সট্রিম ২৫০আর-এর মতো। এই ডিসপ্লেটি ব্লুটুথ কানেক্টিভিটি সমর্থন করে এবং এতে টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, এসএমএস ও কল অ্যালার্টস ফিচার থাকবে।

আরও পড়ুন: মোটরসাইকেলের গিয়ার লিভারের কাজ কী?

কনসোলের নিচে থাকছে একটি ইউএসবি চার্জিং পোর্ট, যা চলতি পথে ফোন বা অন্যান্য ডিভাইস চার্জ করার সুবিধা দেবে। বা দিকের সুইচ গিয়ারটিও সম্পূর্ণ নতুন ডিজাইনের, যেখানে এলসিডি স্ক্রিনটি পরিচালনার জন্য আলাদা বাটন রাখা হয়েছে। বাইকটির পুরো বডি কভার করা থাকায় ধারণা করা হচ্ছে, নতুন ডিজাইন আপডেট নিয়ে আসা হচ্ছে ২০২৫-এর হিরো গ্ল্যামার ১২৫ মডেলে।

ইঞ্জিন ও হার্ডওয়্যার

যদিও বাইকটির বৈশিষ্ট্য ও ডিজাইনে বড় পরিবর্তন আনার ইঙ্গিত মিলেছে, কিন্তু ইঞ্জিন ও চেসিসে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এখনকার গ্ল্যামার ১২৫ স্ট্যান্ডার্ড ও এক্সটেক-এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যায়। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর